ETV Bharat / bharat

নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত 6 শ্রমিক, নেপথ্যে অবৈধ নির্মাণ ! - BUILDING COLLAPSE IN TELANGANA

তেলেঙ্গানায় এটি বিরাট ভবন ধসে প্রাণ হারালেন 6 জন শ্রমিক ৷ ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ৷

Building Collapse in Telangana Bhadrachalam
ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 26, 2025 at 8:55 PM IST

Updated : March 26, 2025 at 9:20 PM IST

2 Min Read

ভদ্রাচলম (তেলেঙ্গানা), 26 মার্চ: নির্মীয়মাণ 6 তলা ভবন ধসে মৃত্যু হল ছ'জন শ্রমিকের ৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রাচলম শহরের সুপার বাজার সেন্টারে ৷ এদিন বিকেলে ভবনটি হঠাৎ ধসে পড়লে সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে 6 জন শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে ৷

কমপক্ষে চারটি তলার স্ল্যাব একে অপরের উপর পড়ে রয়েছে ৷ উদ্ধারকারী দল বুলডোজার ও অন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে ৷ ভবনের পাশে একটি মন্দিরও তৈরি করা হচ্ছিল ৷ ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার এসপি জিতেশ ভি পাতিল এবং এসপি রোহিত রাজ ঘটনার তত্ত্বাবধান করছেন । ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ছেন ।

Building Collapse in Telangana
বহুতল ভেঙে পড়ায় উঠছে অবৈধ নির্মাণ যোগ (ইটিভি ভারত)

দুর্ঘটনাটি কীভাবে ঘটল ?

প্রশাসনের একটি অংশ মনে করছে, নির্মাণের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নির্মাণে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়ে থাকতে পারে। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে ।

জানা গিয়েছে, পুরনো দোতলা ভবনের উপরে চারতলা নির্মাণ করা হচ্ছিল ৷ সম্ভবত এই অতিরিক্ত ভার মূল কাঠামোটি নিতে পারেনি । প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি বিকট শব্দে ভেঙে পড়ে । পুলিশ, রাজস্ব এবং পঞ্চায়েতের কর্মীরা ঘটনাস্থলে ছিলেন ।

নিয়ম লঙ্ঘন করে ভবন তৈরির অভিযোগ :

গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আগেও এ সংক্রান্ত অভিযোগ পেয়েছেন বলে জানা গিয়েছে। নিয়ম লঙ্ঘন করে যে বহুতল নিম্নমানের নির্মাণের কাজ হচ্ছিল তা তাদের অজানা ছিল না। কয়েকমাস ধরে কাজ বন্ধ ছিল কিন্তু তারপর থেকে আবার শুরু হয়েছে । বিভিন্ন সমিতি এবং স্থানীয়রা এই বিষয়ে বেশ কয়েকবার উদ্বেগপ্রকাশ করেছে । স্থানীয়রা ক্ষোভপ্রকাশ করছেন যে, কর্তৃপক্ষ সেই সময় কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ।

ভদ্রাচলম (তেলেঙ্গানা), 26 মার্চ: নির্মীয়মাণ 6 তলা ভবন ধসে মৃত্যু হল ছ'জন শ্রমিকের ৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রাচলম শহরের সুপার বাজার সেন্টারে ৷ এদিন বিকেলে ভবনটি হঠাৎ ধসে পড়লে সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে 6 জন শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে ৷

কমপক্ষে চারটি তলার স্ল্যাব একে অপরের উপর পড়ে রয়েছে ৷ উদ্ধারকারী দল বুলডোজার ও অন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে ৷ ভবনের পাশে একটি মন্দিরও তৈরি করা হচ্ছিল ৷ ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার এসপি জিতেশ ভি পাতিল এবং এসপি রোহিত রাজ ঘটনার তত্ত্বাবধান করছেন । ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ছেন ।

Building Collapse in Telangana
বহুতল ভেঙে পড়ায় উঠছে অবৈধ নির্মাণ যোগ (ইটিভি ভারত)

দুর্ঘটনাটি কীভাবে ঘটল ?

প্রশাসনের একটি অংশ মনে করছে, নির্মাণের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নির্মাণে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়ে থাকতে পারে। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে ।

জানা গিয়েছে, পুরনো দোতলা ভবনের উপরে চারতলা নির্মাণ করা হচ্ছিল ৷ সম্ভবত এই অতিরিক্ত ভার মূল কাঠামোটি নিতে পারেনি । প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি বিকট শব্দে ভেঙে পড়ে । পুলিশ, রাজস্ব এবং পঞ্চায়েতের কর্মীরা ঘটনাস্থলে ছিলেন ।

নিয়ম লঙ্ঘন করে ভবন তৈরির অভিযোগ :

গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আগেও এ সংক্রান্ত অভিযোগ পেয়েছেন বলে জানা গিয়েছে। নিয়ম লঙ্ঘন করে যে বহুতল নিম্নমানের নির্মাণের কাজ হচ্ছিল তা তাদের অজানা ছিল না। কয়েকমাস ধরে কাজ বন্ধ ছিল কিন্তু তারপর থেকে আবার শুরু হয়েছে । বিভিন্ন সমিতি এবং স্থানীয়রা এই বিষয়ে বেশ কয়েকবার উদ্বেগপ্রকাশ করেছে । স্থানীয়রা ক্ষোভপ্রকাশ করছেন যে, কর্তৃপক্ষ সেই সময় কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ।

Last Updated : March 26, 2025 at 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.