বলরামপুর (উত্তরপ্রদেশ), 15 মে: বড়সর দুর্ঘটনা উত্তরপ্রদেশের বলরামপুর-বাহরাইচ জাতীয় সড়কে। ট্রাক এবং গাড়ির সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের পাঁচ সদস্যের। দুর্ঘটনায় মোট আটজন আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘাতক ট্রাকটি অতিরিক্ত গতিতে এসে গাড়িতে ধাক্কা মারার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ দুর্ঘটনার পর থেকেই ফেরার ট্রাকের চালক ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, ভুলুহিয়া গ্রামের বেশ কয়েকজন বুধবার গভীর রাতে গাড়িতে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দেহাত থানার চকভা গ্রামের কাছে একটি দ্রুতগামী ট্রাক ওই গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয় ৷ আটজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বলরামপুরের জেলা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনায় 12 বছর বয়সি আদিত্যরাজের পাশাপাশি শিব কুমার (23), ফুল বাবু (36), বিজয় গৌতম (40) এবং আরও একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া সীতারাম, বিকাশ গৌতম, বিনয় কুমার, কিশোর কুমার, গোপাল, বিকাশ এবং বিনোদ নামে আটজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । এঁরা সকলেই ভুলুহিয়া গ্রাম থেকে ওই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।
জেলা ম্যাজিস্ট্রেট পবন আগরওয়াল জানান, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ৷ ট্রাকটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ শীঘ্রই তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।