ETV Bharat / bharat

দেওয়াল ভেঙে মাটির তলায় চাপা পড়লেন নির্মাণ শ্রমিকরা, মৃত 9

একটি বেসরকারি কোম্পানির নির্মাণস্থলে দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল 9 শ্রমিকের ৷ প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷

Wall Collapses in Mehsana Gujarat
গুজরাতের মেহসানায় দেওয়াল ভেঙে দুর্ঘটনা (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 7:05 PM IST

মেহসানা (গুজরাত), 12 অক্টোবর: দেওয়াল ভেঙে মৃত্যু 9 শ্রমিকের ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার গুজরাতের মেহসানা জেলার কড়ি তালুকের জসলপুর গ্রামের কাছে একটি বেসরকারি সংস্থার দেওয়াল ভেঙে পড়ে ৷

তাতে চাপা পড়ে মৃত্যু হয় 9 শ্রমিকের ৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷

এই ঘটনায় এক্স হ্য়ান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ পাশাপাশি আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন সব দিক দিয়ে সাহায্য করবে ৷

মেহসানার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার (ডিডিও) হাসরাত জেসমিন বলেন, "একটি বেসরকারি কোম্পানির নির্মাণকার্য চলছিল ৷ শনিবার দুপুর 1.45 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ 19 বছরের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে ৷ তাঁর বয়ান অনুযায়ী 8-9 জন কাজ করছিল ৷ 2-3 জন এখনও মাটির তলায় চাপা পড়ে রয়েছেন ৷ তাঁদের "

জসলপুর গ্রামের স্টিল আইনক্স স্টেনলেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে 19 বছরের এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তিনি জানিয়েছেন, ভিতরে আরও 2-3 জন আটকে রয়েছেন ৷ দুর্ঘটনার বিবরণও জানান তরুণী ৷
কিছু দিন আগে মধ্যপ্রদেশের দাতিয়ার খালকাপুরায় 400 বছরের পুরনো দুর্গ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 36 ঘণ্টা ধরে টানা বৃষ্টির জেরে এই বিপত্তি! দুর্গের দেওয়াল ভেঙে পড়ায় আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয় ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন 9 জন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন ৷ ধ্বংসস্তূপ থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার হয় ও 2 জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

মেহসানা (গুজরাত), 12 অক্টোবর: দেওয়াল ভেঙে মৃত্যু 9 শ্রমিকের ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার গুজরাতের মেহসানা জেলার কড়ি তালুকের জসলপুর গ্রামের কাছে একটি বেসরকারি সংস্থার দেওয়াল ভেঙে পড়ে ৷

তাতে চাপা পড়ে মৃত্যু হয় 9 শ্রমিকের ৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷

এই ঘটনায় এক্স হ্য়ান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ পাশাপাশি আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন সব দিক দিয়ে সাহায্য করবে ৷

মেহসানার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার (ডিডিও) হাসরাত জেসমিন বলেন, "একটি বেসরকারি কোম্পানির নির্মাণকার্য চলছিল ৷ শনিবার দুপুর 1.45 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ 19 বছরের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে ৷ তাঁর বয়ান অনুযায়ী 8-9 জন কাজ করছিল ৷ 2-3 জন এখনও মাটির তলায় চাপা পড়ে রয়েছেন ৷ তাঁদের "

জসলপুর গ্রামের স্টিল আইনক্স স্টেনলেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে 19 বছরের এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তিনি জানিয়েছেন, ভিতরে আরও 2-3 জন আটকে রয়েছেন ৷ দুর্ঘটনার বিবরণও জানান তরুণী ৷
কিছু দিন আগে মধ্যপ্রদেশের দাতিয়ার খালকাপুরায় 400 বছরের পুরনো দুর্গ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 36 ঘণ্টা ধরে টানা বৃষ্টির জেরে এই বিপত্তি! দুর্গের দেওয়াল ভেঙে পড়ায় আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয় ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন 9 জন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন ৷ ধ্বংসস্তূপ থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার হয় ও 2 জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.