নয়াদিল্লি, 21 মার্চ: দু'তলা বাড়ি ভেঙে মৃত্যু হল 2 জনের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে দিল্লির কবীরনগরে ৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, 2.16 মিনিট নাগাদ এই বাড়ি ভেঙে পড়া নিয়ে একটি খবর আসে তাদের কাছে ৷
সরকারি সূত্রে খবর, এই ঘটনার সময় বাড়িটির উপরতলা খালি ছিল৷ তবে নীচের তলায় জামাকাপড় তৈরির কাজ হচ্ছিল ৷ তিনজন কর্মী ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল ৷ দ্রুত উদ্ধারকার্য শুরু হয় ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 2 জনকে মৃত ঘোষণা করা হয় ৷ মৃতরা আরসাদ (30), তৌহিদ (20) ৷ আর 22 বছর বয়সি রেহান সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ ওই বাড়ির মালিক শহিদ ৷ তার সন্ধান চলছে ৷ এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷
এই ঘটনা সম্পর্কে এক বাসিন্দা বলেন, "আমি তখন বাড়িতেই ছিলাম ৷ হঠাৎ জানতে পারলাম বাড়ি ভেঙে পড়েছে ৷ লোকজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে ৷ তিনজন চাপা পড়েছিল ৷ তাদের মধ্যে থেকে একজনকে বের করে আনা গিয়েছে ৷ তাঁর মাথায় চোট লেগেছে ৷ তিনিই আমাদের বলেন, আরও দু'জন মাটির তলায় চাপা পড়ে রয়েছে ৷ ওদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তাঁদের মৃত্যু হয় ৷"
সম্প্রতি কলকাতার গার্ডেনরিচ থানা এলাকায় বহুতল বাড়ি ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে ৷ রবিবার মাঝরাতে ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মান পাঁচতলা বাড়ি ৷ জানা যায়, ওই বাড়িটি বেআইনি নির্মাণ ছিল ৷ এই ঘটনায় ওই বহুতলের প্রোমোটারকে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন:
গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে 10, জারি উদ্ধারকাজ
গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !
গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের