টঙ্ক, 10 জুন: নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্য়ু ! মঙ্গলবার সকালে রাজস্থানের টঙ্ক জেলার বনাস নদীতে স্নান করতে গিয়েছিলেন 11 জন তরুণ ৷ কিন্তু, স্নান করার সময় কোনও ভাবে পিছলে গিয়ে নদীতে তলিয়ে যান তাঁরা সকলে ৷ খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ সূত্রের খবর, ডুবে গিয়ে আট জনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ তিন জনকে উদ্ধার করা গিয়েছে ৷
এই ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ টঙ্ক-এর এসপি জানিয়েছেন, আট তরুণের মৃত্যু হয়েছে ৷ বাকি তিন জনের সন্ধানে নদীতে তল্লাশি চলছিল, তাঁদেরও পাওয়া গিয়েছে ৷ ওই তরুণদের বয়স 25 থেকে 30 বছর ৷ খবর পেতেই স্থানীয় প্রশাসন এবং পুলিশের একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ ওই যুবকরা পিকনিক করতে গিয়েছিলেন ৷
স্থানীয় ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা দল নদীতে নেমে তল্লাশি অভিযান চালায় ৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ নদীতে ডুবে যাওয়া তরুণদের সবাই জয়পুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে জয়পুরের কালেক্টর ডঃ জিতেন্দ্র কুমার সোনি টঙ্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৷
टोंक जिले में स्थित बनास नदी में युवकों की डूबने से हुई मृत्यु का समाचार अत्यंत दुःखद और पीड़ादायक है।
— Bhajanlal Sharma (@BhajanlalBjp) June 10, 2025
घटना की जानकारी मिलते ही जिला प्रशासन के अधिकारियों को त्वरित रूप से रेस्क्यू एवं राहत कार्य संचालित करने के निर्देश दिए गए हैं।
ईश्वर से प्रार्थना है कि दिवंगत आत्माओं को…
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোশাল মিডিয়ায় লিখেছেন, "টঙ্ক জেলায় বনাস নদীতে যুবকদের ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখের ৷ ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকদের তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দেওয়া হয় ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি মৃতদের আত্মাকে শান্তি দিন ৷ মৃতদের পরিবারগুলিকে দুঃখ সহ্য করার শক্তি দিন ৷ ওঁ শান্তি !"
टोंक में भ्रमण पर आए जयपुर निवासी युवकों के बनास नदी में डूबने के कारण कुछ की मृत्यु का समाचार अत्यंत दुःखद एवं हृदयविदारक है।
— Sachin Pilot (@SachinPilot) June 10, 2025
इस हादसे में प्राण गंवाने वाले युवकों के परिजनों के प्रति मैं गहरी संवेदनाएं व्यक्त करता हूं। ईश्वर उन्हें यह कष्ट सहने का संबल प्रदान करें।
कुछ युवकों…
শোক প্রকাশ করেছেন টঙ্ক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সচিন পাইলট ৷ তিনি লেখেন, "কয়েকজন যুবক জয়পুর থেকে টঙ্কে বেড়াতে এসেছিলেন ৷ বনাস নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে ৷ এই খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ৷ এই দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ৷ ঈশ্বর তাঁদের পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন ৷ প্রশাসনের পক্ষ থেকে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ জেলা প্রশাসন এবং পুলিশকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"
এর আগে সোমবার রাজস্থানের উদয়পুরে হারিয়ে যাওয়া মোষ খুঁজতে গিয়ে তিন ভাইবোনের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি টঙ্ক জেলারই লারাথি গ্রামের ৷