ETV Bharat / bharat

স্নান করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু 8 যুবকের, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী-সচিনের - RAJASTHAN RIVER DROWNING

নদীতে স্নান করতে গিয়েছিলেন 11 জন যুবক ৷ হঠাৎ পিছলে তলিয়ে যান তাঁরা ৷ আট জনের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

Youths died drowned in River
স্নান করতে নেমে তলিয়ে গেলেন একাধি যুবক (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 10, 2025 at 3:23 PM IST

Updated : June 10, 2025 at 4:58 PM IST

2 Min Read

টঙ্ক, 10 জুন: নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্য়ু ! মঙ্গলবার সকালে রাজস্থানের টঙ্ক জেলার বনাস নদীতে স্নান করতে গিয়েছিলেন 11 জন তরুণ ৷ কিন্তু, স্নান করার সময় কোনও ভাবে পিছলে গিয়ে নদীতে তলিয়ে যান তাঁরা সকলে ৷ খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ সূত্রের খবর, ডুবে গিয়ে আট জনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ তিন জনকে উদ্ধার করা গিয়েছে ৷

এই ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ টঙ্ক-এর এসপি জানিয়েছেন, আট তরুণের মৃত্যু হয়েছে ৷ বাকি তিন জনের সন্ধানে নদীতে তল্লাশি চলছিল, তাঁদেরও পাওয়া গিয়েছে ৷ ওই তরুণদের বয়স 25 থেকে 30 বছর ৷ খবর পেতেই স্থানীয় প্রশাসন এবং পুলিশের একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ ওই যুবকরা পিকনিক করতে গিয়েছিলেন ৷

স্থানীয় ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা দল নদীতে নেমে তল্লাশি অভিযান চালায় ৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ নদীতে ডুবে যাওয়া তরুণদের সবাই জয়পুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে জয়পুরের কালেক্টর ডঃ জিতেন্দ্র কুমার সোনি টঙ্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৷

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোশাল মিডিয়ায় লিখেছেন, "টঙ্ক জেলায় বনাস নদীতে যুবকদের ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখের ৷ ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকদের তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দেওয়া হয় ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি মৃতদের আত্মাকে শান্তি দিন ৷ মৃতদের পরিবারগুলিকে দুঃখ সহ্য করার শক্তি দিন ৷ ওঁ শান্তি !"

শোক প্রকাশ করেছেন টঙ্ক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সচিন পাইলট ৷ তিনি লেখেন, "কয়েকজন যুবক জয়পুর থেকে টঙ্কে বেড়াতে এসেছিলেন ৷ বনাস নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে ৷ এই খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ৷ এই দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ৷ ঈশ্বর তাঁদের পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন ৷ প্রশাসনের পক্ষ থেকে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ জেলা প্রশাসন এবং পুলিশকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

এর আগে সোমবার রাজস্থানের উদয়পুরে হারিয়ে যাওয়া মোষ খুঁজতে গিয়ে তিন ভাইবোনের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি টঙ্ক জেলারই লারাথি গ্রামের ৷

টঙ্ক, 10 জুন: নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্য়ু ! মঙ্গলবার সকালে রাজস্থানের টঙ্ক জেলার বনাস নদীতে স্নান করতে গিয়েছিলেন 11 জন তরুণ ৷ কিন্তু, স্নান করার সময় কোনও ভাবে পিছলে গিয়ে নদীতে তলিয়ে যান তাঁরা সকলে ৷ খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ সূত্রের খবর, ডুবে গিয়ে আট জনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ তিন জনকে উদ্ধার করা গিয়েছে ৷

এই ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ টঙ্ক-এর এসপি জানিয়েছেন, আট তরুণের মৃত্যু হয়েছে ৷ বাকি তিন জনের সন্ধানে নদীতে তল্লাশি চলছিল, তাঁদেরও পাওয়া গিয়েছে ৷ ওই তরুণদের বয়স 25 থেকে 30 বছর ৷ খবর পেতেই স্থানীয় প্রশাসন এবং পুলিশের একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ ওই যুবকরা পিকনিক করতে গিয়েছিলেন ৷

স্থানীয় ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা দল নদীতে নেমে তল্লাশি অভিযান চালায় ৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ নদীতে ডুবে যাওয়া তরুণদের সবাই জয়পুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে জয়পুরের কালেক্টর ডঃ জিতেন্দ্র কুমার সোনি টঙ্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৷

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোশাল মিডিয়ায় লিখেছেন, "টঙ্ক জেলায় বনাস নদীতে যুবকদের ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখের ৷ ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকদের তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দেওয়া হয় ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি মৃতদের আত্মাকে শান্তি দিন ৷ মৃতদের পরিবারগুলিকে দুঃখ সহ্য করার শক্তি দিন ৷ ওঁ শান্তি !"

শোক প্রকাশ করেছেন টঙ্ক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সচিন পাইলট ৷ তিনি লেখেন, "কয়েকজন যুবক জয়পুর থেকে টঙ্কে বেড়াতে এসেছিলেন ৷ বনাস নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে ৷ এই খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ৷ এই দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ৷ ঈশ্বর তাঁদের পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন ৷ প্রশাসনের পক্ষ থেকে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ জেলা প্রশাসন এবং পুলিশকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

এর আগে সোমবার রাজস্থানের উদয়পুরে হারিয়ে যাওয়া মোষ খুঁজতে গিয়ে তিন ভাইবোনের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি টঙ্ক জেলারই লারাথি গ্রামের ৷

Last Updated : June 10, 2025 at 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.