ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে গাড়ির ধাক্কা, মৃত 7 - Horrible Road Accident

Road Accident in Gujarat: আহমেদাবাদ-উদেপুর জাতীয় সড়ক 48-এ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । ভোরে একটি ট্রেলারের পেছনে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । গাড়িতে আট জন ছিলেন বলে জানা গিয়েছে ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 12:30 PM IST

Road Accident
পথ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি (ইটিভি ভারত)

সবরকাঁথা(গুজরাত), 25 সেপ্টেম্বর: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 6টা নাগাদ গুজরাতের সবরকাঁথায় আমেদাবাদ-উদেপুর জাতীয় সড়ক 48-এ । এ দিন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পেছনে ধাক্কা মারে একটি গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 7 জনের ৷ গুরুতর আহত হন এক মহিলা ৷

গাড়িটি দুমড়েমুচড়ে যাওয়ায় গ্যাস কাটার ব্যবহার করে দেহগুলি উদ্ধার করতে হিমশিম খেতে হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে পৌঁছে হিম্মতনগরের ডেপুটি পুলিশ সুপার একে প্যাটেল বলেন,"আজ সকালে হিম্মতনগর হাইওয়েতে একটি গাড়ি এসে ট্রেলারে ধাক্কা মারে । গাড়িতে থাকা সাতজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৷ আর একজন আহত হয়েছেন । তাঁরা সবাই আমেদাবাদের বাসিন্দা ৷"

পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু (ইটিভি ভারত)

জানা গিয়েছে, মোট 8 জন ওই গাড়িটিতে ছিলেন ৷ তাঁদের মধ্যে 6 জন পুরুষ ও একজন মহিলা ৷ গাড়িতে করে শ্যামলা মন্দিরে বেড়াতে যাচ্ছিলেন সকলে । গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ট্রেলারকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিল ৷ যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণের হারিয়ে ট্রেলারে গিয়ে ধাক্কা মারে ৷ ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়েমুচড়ে যায় । নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এদিকে আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওযা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় আমেদাবাদে হাসপাতালে রেফার করা হয়েছে ।

জাতীয় সড়কে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় হিম্মতনগর গ্রামীণ ডেপুটি পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকরা। দমকল ডেকে গাড়ি কেটে দেহগুলো উদ্ধার করা হয় । দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয় ৷ পরে গাড়িটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলালচল সচল করে পুলিশ ৷ সমস্ত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

সবরকাঁথা(গুজরাত), 25 সেপ্টেম্বর: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 6টা নাগাদ গুজরাতের সবরকাঁথায় আমেদাবাদ-উদেপুর জাতীয় সড়ক 48-এ । এ দিন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পেছনে ধাক্কা মারে একটি গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 7 জনের ৷ গুরুতর আহত হন এক মহিলা ৷

গাড়িটি দুমড়েমুচড়ে যাওয়ায় গ্যাস কাটার ব্যবহার করে দেহগুলি উদ্ধার করতে হিমশিম খেতে হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে পৌঁছে হিম্মতনগরের ডেপুটি পুলিশ সুপার একে প্যাটেল বলেন,"আজ সকালে হিম্মতনগর হাইওয়েতে একটি গাড়ি এসে ট্রেলারে ধাক্কা মারে । গাড়িতে থাকা সাতজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৷ আর একজন আহত হয়েছেন । তাঁরা সবাই আমেদাবাদের বাসিন্দা ৷"

পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু (ইটিভি ভারত)

জানা গিয়েছে, মোট 8 জন ওই গাড়িটিতে ছিলেন ৷ তাঁদের মধ্যে 6 জন পুরুষ ও একজন মহিলা ৷ গাড়িতে করে শ্যামলা মন্দিরে বেড়াতে যাচ্ছিলেন সকলে । গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ট্রেলারকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিল ৷ যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণের হারিয়ে ট্রেলারে গিয়ে ধাক্কা মারে ৷ ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়েমুচড়ে যায় । নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এদিকে আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওযা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় আমেদাবাদে হাসপাতালে রেফার করা হয়েছে ।

জাতীয় সড়কে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় হিম্মতনগর গ্রামীণ ডেপুটি পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকরা। দমকল ডেকে গাড়ি কেটে দেহগুলো উদ্ধার করা হয় । দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয় ৷ পরে গাড়িটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলালচল সচল করে পুলিশ ৷ সমস্ত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.