ETV Bharat / bharat

লাদাখে হড়পা বানে ভেসে গেলেন 5 সেনা জওয়ান, শোকপ্রকাশ রাজনাথের - Indian Army in ladakh

Soldiers killed During Tank Exercise: যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে মহড়ার সময় হড়পা বানে মৃৃত্যু 5 জন সেনা জওয়ানের ৷ ঘটনাটি ঘটেছে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিওমা-চুশুল এলাকায় ৷ ঘটনায় শোকপ্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 11:50 AM IST

Updated : Jun 29, 2024, 1:29 PM IST

Soldiers killed
দুর্ঘটনায় মৃত্যু 5 সেনা জওয়ানের (ইটিভি ভারত)

লেহ, 29 জুন: হড়পা বানে ভেসে গেলেন সেনার 5 জন জওয়ান ৷ শনিবার ভোরে লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে একটি টি-72 ট্যাঙ্কে নদী পার করার সময় তলিয়ে যান তাঁরা ৷ মৃতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন বলে জানানো হয়েছে সেনার তরফে ৷

সেনা সূত্রে খবর, শনিবার ভোর 3টের সময় যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে মহড়া করছিলেন ওই 5 জওয়ান ৷ মহড়ার অংশ হিসেবে নদী পার করতে যান তাঁরা ৷ দৌলত বেগ ওল্ডি এলাকার কাছে মন্দির মোড়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ঘটে বিপত্তি ৷ জলের স্রোতে ভেসে যায় জওয়ান সমেত ট্যাঙ্কটি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি লেখেন, "লাদাখে টি-72 ট্যাঙ্কে করে নদী পেরতে গিয়ে একজন জেসিও-সহ 5 জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান প্রাণ হারান ৷ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তক দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। শোকের এই মুহূর্তে দেশের বীর সেনা-জওয়ানদের আত্মবলিদানকে অভিবাদন জানাচ্ছি ৷"

শোকপ্রকাশ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দুও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে হড়পা বানে 5 জন সেনা-সহ একটি টি-72 ট্যাঙ্ক ভেসে গিয়েছে ৷ ঘটনায় গভীরভাবে শোকাহত । সাহসী সেনা জওয়ানদের নিরাপত্তা কামনা করছি ৷"

ঘটনাপ্রসঙ্গে লেহতে মোতায়েন সেনার এক শীর্ষ আধিকারিক ইটিভি ভারতকে জানান, "লেহের প্রধান সেনা ছাউনি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে ৷" ইতিমধ্যে 5 জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

লেহ, 29 জুন: হড়পা বানে ভেসে গেলেন সেনার 5 জন জওয়ান ৷ শনিবার ভোরে লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে একটি টি-72 ট্যাঙ্কে নদী পার করার সময় তলিয়ে যান তাঁরা ৷ মৃতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন বলে জানানো হয়েছে সেনার তরফে ৷

সেনা সূত্রে খবর, শনিবার ভোর 3টের সময় যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে মহড়া করছিলেন ওই 5 জওয়ান ৷ মহড়ার অংশ হিসেবে নদী পার করতে যান তাঁরা ৷ দৌলত বেগ ওল্ডি এলাকার কাছে মন্দির মোড়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ঘটে বিপত্তি ৷ জলের স্রোতে ভেসে যায় জওয়ান সমেত ট্যাঙ্কটি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি লেখেন, "লাদাখে টি-72 ট্যাঙ্কে করে নদী পেরতে গিয়ে একজন জেসিও-সহ 5 জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান প্রাণ হারান ৷ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তক দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। শোকের এই মুহূর্তে দেশের বীর সেনা-জওয়ানদের আত্মবলিদানকে অভিবাদন জানাচ্ছি ৷"

শোকপ্রকাশ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দুও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে হড়পা বানে 5 জন সেনা-সহ একটি টি-72 ট্যাঙ্ক ভেসে গিয়েছে ৷ ঘটনায় গভীরভাবে শোকাহত । সাহসী সেনা জওয়ানদের নিরাপত্তা কামনা করছি ৷"

ঘটনাপ্রসঙ্গে লেহতে মোতায়েন সেনার এক শীর্ষ আধিকারিক ইটিভি ভারতকে জানান, "লেহের প্রধান সেনা ছাউনি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে ৷" ইতিমধ্যে 5 জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jun 29, 2024, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.