সিমলা, 11 সেপ্টেম্বর: মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হিমাচল প্রদেশ ৷ সিমলার সানজাউলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণ মানুষের ৷ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত এক পুলিশ কর্মী ৷ পাল্টা জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের ৷
আইন না মেনে মসজিদ নির্মাণের অভিযোগে বেশ কয়েকদিন ধরেই অশান্ত রয়েছে সানজাউলি ৷ ওই মসজিদ ভেঙে ফেলার দাবি তোলেন হিন্দু সংগঠনের সদস্যরা ৷ গত শনিবার সিমলা আদালতে এই বিষয়ে একটি আবেদন জমা দেয় ওয়াকফ বোর্ড ৷ তাঁরা জানায়, সানজাইলের ওই জমিটি মসজিদ কমিটির ৷ এখন সেখানে মসজিদ নির্মাণ করা নিয়ে সমস্যা শুরু হয়েছে ৷ দু'পক্ষের বক্তব্য শুনে 5 অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানায় সিমলা মিনিউসিপ্যাল কর্পোরেশন কমিশনার কোর্ট ৷ কিন্তু, সেই শুনানি হওয়ার আগেই বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷
এদিন, সকাল থেকে ভারতীয় ন্যয় সংহিতার 163 নম্বর ধারা জারি করা হয় এলাকায় ৷ সানজাউলের প্রতিটি রাস্তায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ ৷ ঘটনাস্থলে এসে পৌঁছন ডিজিপি অতুল ভর্মা, ডিসি অনুপম কাশ্যপ এবং সিমলা পুলিশের এসপি সঞ্জিব গান্ধি ৷ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় মসজিদ চত্ত্বর ৷ সেই ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ আর তাতেই পরিস্থিতির অবনতি হয় ৷ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত দোকান, বাজার ৷ যদিও এসপি জানিয়েছেন, পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে ৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে সিমলার মালয়ানা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেধে যায় ৷ বচসার মধ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কয়েকজন ৷ সেই বিবাদের পরই সানজাউলের মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয় ৷