ETV Bharat / bharat

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ, রামোজি ফিল্ম সিটিতে উন্মোচিত রামোজি রাওয়ের মূর্তি - RAMOJI RAO

সংবাদমাধ্যম থেকে শুরু করে সিনে দুনিয়ায় নিজের জন্য স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন রামোজি রাও ৷ প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন হাজার হাজার কর্মী ৷

RAMOJI RAO
প্রথম মৃত্যুবার্ষিকীতে রামোজি রাওয়ের মূর্তি উন্মোচন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 8, 2025 at 6:59 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 8 জুন: বছর ঘুরে ফিরল সেই শোকের দিন ৷ প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বপ্নের ফিল্ম সিটিতে রবিবার উন্মোচিত হল রামোজি রাওয়ের মূর্তি ৷ নিজের হাতে একটু একটু করে নিজামের শহরে এই ফিল্ম সিটি গড়ে তুলেছিলেন রামোজি রাও ৷

সংবাদমাধ্যম ও সিনে দুনিয়ায় নিজেই হয়ে উঠেছিলেন এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ৷ রবিবার তাঁর প্রথম মৃত্যবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্য থেকে শুরু করে হাজার হাজার অনুরাগী এবং কর্মীরা ৷

রামোজি ফিল্ম সিটিতে উন্মোচিত রামোজি রাওয়ের মূর্তি (ইটিভি ভারত)

এদিন, রামোজি ফিল্ম সিটির 'মেমোরিয়াল গার্ডেনে' রামোজি রাওকে শ্রদ্ধা জানানো হয় ৷ পরে, রামোজি গ্রুপের কর্পোরেট অফিসে তাঁর মূর্তির উন্মোচন করেন নাতনি সোহানা, সাহারি, বৃহতি এবং দিবিজা ৷ তাঁর মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে ৷ এর আগে শনিবারের স্মরণসভায় রামোজি রাওকে শ্রদ্ধা জানান তাঁর সংস্থার হাজার হাজার কর্মী ৷ উপস্থিত ছিলেন ছেলে কিরণ রাও এবং পরিবারের বাকি সদস্যরাও ৷

RAMOJI RAO
রামোজি রাওয়ের পরিবার (ইটিভি ভারত)

সভাকক্ষে স্বল্প দৈর্ঘ্য়ের একটি ভিডিয়োর মাধ্য়মে রামোজি রাওয়ের সুদীর্ঘ কর্মজীবনের কয়েকটি ঝলক তুলে ধরা হয় ৷ ভিডিয়োটিতে তাঁর স্মৃতিচারণা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, হায়দরাবাদের মুখ্য়মন্ত্রী রেবন্ত রেড্ডি, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রয়াত সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণিয়ম ৷ দূরদৃষ্টি সম্পন্ন চেয়ারম্যানের সঙ্গে কাটানো মুহূর্তের কথা তুলে ধরেন রামোজি ফিল্ম সিটির প্রবীণ কর্মীরাও ৷

RAMOJI RAO
প্রিয় চেয়ারম্যানকে শ্রদ্ধা জানাতে কর্মীদের ভিড় (ইটিভি ভারত)

প্রিয় চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরেরও আয়োজন করেন রামোজি ফিল্ম সিটির কর্মীরা ৷ রেড ক্রস সোসাইটির সহযোগিতায় রামোজি ফিল্ম সিটিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রামোজি গ্রুপ অফ কোম্পানিজের সিএমডি চেরুকুরি কিরণ এবং রামোজি ফিল্ম সিটির এমডি চেরুকুরি বিজয়েশ্বরী এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তাঁরা রক্তদান কেন্দ্রের রেড ক্রস সোসাইটির চিকিৎসক এবং কর্মীদের ধন্যবাদ জানান।

পড়ুন: রামোজি রাও: অনুপ্রেরণার আদি-অকৃত্রিম স্রোত, জীবন-যুদ্ধের পরাক্রমী যোদ্ধা

হায়দরাবাদ, 8 জুন: বছর ঘুরে ফিরল সেই শোকের দিন ৷ প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বপ্নের ফিল্ম সিটিতে রবিবার উন্মোচিত হল রামোজি রাওয়ের মূর্তি ৷ নিজের হাতে একটু একটু করে নিজামের শহরে এই ফিল্ম সিটি গড়ে তুলেছিলেন রামোজি রাও ৷

সংবাদমাধ্যম ও সিনে দুনিয়ায় নিজেই হয়ে উঠেছিলেন এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ৷ রবিবার তাঁর প্রথম মৃত্যবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্য থেকে শুরু করে হাজার হাজার অনুরাগী এবং কর্মীরা ৷

রামোজি ফিল্ম সিটিতে উন্মোচিত রামোজি রাওয়ের মূর্তি (ইটিভি ভারত)

এদিন, রামোজি ফিল্ম সিটির 'মেমোরিয়াল গার্ডেনে' রামোজি রাওকে শ্রদ্ধা জানানো হয় ৷ পরে, রামোজি গ্রুপের কর্পোরেট অফিসে তাঁর মূর্তির উন্মোচন করেন নাতনি সোহানা, সাহারি, বৃহতি এবং দিবিজা ৷ তাঁর মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে ৷ এর আগে শনিবারের স্মরণসভায় রামোজি রাওকে শ্রদ্ধা জানান তাঁর সংস্থার হাজার হাজার কর্মী ৷ উপস্থিত ছিলেন ছেলে কিরণ রাও এবং পরিবারের বাকি সদস্যরাও ৷

RAMOJI RAO
রামোজি রাওয়ের পরিবার (ইটিভি ভারত)

সভাকক্ষে স্বল্প দৈর্ঘ্য়ের একটি ভিডিয়োর মাধ্য়মে রামোজি রাওয়ের সুদীর্ঘ কর্মজীবনের কয়েকটি ঝলক তুলে ধরা হয় ৷ ভিডিয়োটিতে তাঁর স্মৃতিচারণা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, হায়দরাবাদের মুখ্য়মন্ত্রী রেবন্ত রেড্ডি, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রয়াত সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণিয়ম ৷ দূরদৃষ্টি সম্পন্ন চেয়ারম্যানের সঙ্গে কাটানো মুহূর্তের কথা তুলে ধরেন রামোজি ফিল্ম সিটির প্রবীণ কর্মীরাও ৷

RAMOJI RAO
প্রিয় চেয়ারম্যানকে শ্রদ্ধা জানাতে কর্মীদের ভিড় (ইটিভি ভারত)

প্রিয় চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরেরও আয়োজন করেন রামোজি ফিল্ম সিটির কর্মীরা ৷ রেড ক্রস সোসাইটির সহযোগিতায় রামোজি ফিল্ম সিটিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রামোজি গ্রুপ অফ কোম্পানিজের সিএমডি চেরুকুরি কিরণ এবং রামোজি ফিল্ম সিটির এমডি চেরুকুরি বিজয়েশ্বরী এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তাঁরা রক্তদান কেন্দ্রের রেড ক্রস সোসাইটির চিকিৎসক এবং কর্মীদের ধন্যবাদ জানান।

পড়ুন: রামোজি রাও: অনুপ্রেরণার আদি-অকৃত্রিম স্রোত, জীবন-যুদ্ধের পরাক্রমী যোদ্ধা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.