ETV Bharat / bharat

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ছিলেন, দয়িতাপতিকে বরখাস্ত করল পুরী - PURI JAGANNATH TEMPLE

পুরীর জগন্নাথ ধামের দয়িতাপতিকে বরখাস্ত করল মন্দির কর্তৃপক্ষ ৷ দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তাঁর উপস্থিত থাকা নিয়ে আগেও বিতর্ক হয়েছিল ৷

PURI JAGANNATH TEMPLE
পুরী জগন্নাথ ধাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2025 at 1:25 PM IST

3 Min Read

পুরী ও কলকাতা, 12 মে: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ পুরীর জগন্নাথ ধামের সেই দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে বরখাস্ত করল 'শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন' (এসজিটিএ) ৷ আগামী 30 দিন তিনি শ্রীমন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না ৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এই বিষয়ে এসজিটিএ-র প্রধান অরবিন্দ পাধির একটি বিবৃতি দিয়েছেন ৷ সেই বিবৃতি অনুযায়ী, আগামী একমাস শ্রীমন্দিরের কোনও দায়িত্ব পালন করতে পারবেন না দাসমহাপাত্র ৷ এই সময়ের মধ্যে মন্দিরের কোনও অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন না ৷ রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দেহরক্ষীর দায়িত্বে থাকেন বেশ কয়েকজন দয়িতাপতি ৷ সেখানে কাদের কাদের দায়িত্ব দেওয়া হবে, সচিব হিসেবে তা ঠিক করেন দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র ৷

PURI JAGANNATH TEMPLE
দয়িতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি দিল পুরী জগন্নাথ মন্দির (ইটিভি ভারত)

এবারও তিনি সেই দায়িত্ব পালন করবেন কিনা তা নিয়ে সংশয় আছে ৷ এবার রথযাত্রা 27 জুন ৷ একমাসের হিসেবে তার আগেই রামকৃষ্ণ দাসমহাপাত্রর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে ৷ তবু এই দায়িত্বে তাঁকেই রাখা হবে কি না তা এখনও স্পষ্ট নয় ৷ কারণ, এই বিবৃতিতেই বলা হয়েছে, এসজিটিএ-র নিয়ম পালন না-করা হলে বরখাস্ত থাকার মেয়াদ আরও বাড়ানো হবে ৷ দয়িতাপতির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ আগামী এক মাস মন্দিরের কমান্ডার এবং সিনিয়র সুপারভাইজার নিয়মিতভাবে দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রের আচরণ সম্পর্কে মতামত জানাবেন ৷ সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আগই দুবার শো-কজ নোটিশ

দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রের বিরুদ্ধে দুটি শো-কজ নোটিশ জারি করেছিল এসজিটিএ ৷ গত 30 এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র ৷ এরপর প্রথম নোটিসটি দেওয়া হয় 4 মে ৷ সেখানে তাঁকে 2015 সালের 'নবকলেবর' উৎসবের সময় সংগৃহীত পবিত্র কাঠ দিয়ে দিঘার জগন্নাথ মূর্তি তৈরির অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয় ৷ অবশ্য তদন্তের পর ওড়িশা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, 2015 সালের 'নবকলেবর' অনুষ্ঠানের পবিত্র কাঠ দিঘার মন্দিরে ব্যবহার করা হয়নি ৷ দ্বিতীয় শো-কজ নোটিশটি পাঠানো হয় 9 মে ৷ সেখানে এসজেটিএ-এর তরফে জানতে চাওয়া হয়, ‘দিঘা জগন্নাথ ধাম’ লেখা থাকা সত্ত্বেও ওই উদ্বোধনী অনুষ্ঠানে কেন অংশ নিয়েছিলেন দয়িতাপতি ? অবশেষে, সন্তোষজনক জবাব না-পেয়ে দ্বৈতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে 30 দিনের জন্য বরখাস্ত করা হল ।

মন্দির-কর্তৃপক্ষের বিবৃতি

এই প্রসঙ্গে এসজিটিএ প্রধান অরবিন্দ পাধি জানান, শ্রীমন্দিরের শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে ৷ তাঁর কথায়, "আমাদের সকলের কর্তব্য হল মন্দিরের ঐতিহ্য থেকে শুরু করে আচার-অনুষ্ঠান এবং শ্রীধামের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ৷ এভাবেই আমরা ভগবান জগন্নাথের প্রতি আমাদের ভক্তির প্রদর্শন করতে পারি। আগামিদিনেও এই ধরনের কোনও বিশৃঙ্খলা সহ্য করা হবে না ।"

অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দিরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আগামী 30 দিনের জন্য দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে বরখাস্ত করা হয়েছে ৷ এসজিটিএ-র সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে পুরীর শ্রী জগন্নাথ ধামের পবিত্র নিয়ম-নীতি সম্পর্কে অপপ্রচার চালান তিনি ৷ পরে অবশ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে পুরো বিষয়টি সামনে আসে ৷ দিঘা সাংস্কৃতিক কেন্দ্রকে পুরীর জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবেও তুলে ধরেন তিনি ৷ তাঁকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে । এই সিদ্ধান্তে সনাতনী সম্প্রদায়ের মানুষ নিশ্চিতভাবে খুশি হবেন ৷"

পড়ুন: ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ; দিঘার মন্দির উদ্বোধন নিয়ে মন্তব্য শুভেন্দুর

পুরী ও কলকাতা, 12 মে: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ পুরীর জগন্নাথ ধামের সেই দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে বরখাস্ত করল 'শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন' (এসজিটিএ) ৷ আগামী 30 দিন তিনি শ্রীমন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না ৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এই বিষয়ে এসজিটিএ-র প্রধান অরবিন্দ পাধির একটি বিবৃতি দিয়েছেন ৷ সেই বিবৃতি অনুযায়ী, আগামী একমাস শ্রীমন্দিরের কোনও দায়িত্ব পালন করতে পারবেন না দাসমহাপাত্র ৷ এই সময়ের মধ্যে মন্দিরের কোনও অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন না ৷ রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দেহরক্ষীর দায়িত্বে থাকেন বেশ কয়েকজন দয়িতাপতি ৷ সেখানে কাদের কাদের দায়িত্ব দেওয়া হবে, সচিব হিসেবে তা ঠিক করেন দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র ৷

PURI JAGANNATH TEMPLE
দয়িতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি দিল পুরী জগন্নাথ মন্দির (ইটিভি ভারত)

এবারও তিনি সেই দায়িত্ব পালন করবেন কিনা তা নিয়ে সংশয় আছে ৷ এবার রথযাত্রা 27 জুন ৷ একমাসের হিসেবে তার আগেই রামকৃষ্ণ দাসমহাপাত্রর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে ৷ তবু এই দায়িত্বে তাঁকেই রাখা হবে কি না তা এখনও স্পষ্ট নয় ৷ কারণ, এই বিবৃতিতেই বলা হয়েছে, এসজিটিএ-র নিয়ম পালন না-করা হলে বরখাস্ত থাকার মেয়াদ আরও বাড়ানো হবে ৷ দয়িতাপতির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ আগামী এক মাস মন্দিরের কমান্ডার এবং সিনিয়র সুপারভাইজার নিয়মিতভাবে দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রের আচরণ সম্পর্কে মতামত জানাবেন ৷ সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আগই দুবার শো-কজ নোটিশ

দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রের বিরুদ্ধে দুটি শো-কজ নোটিশ জারি করেছিল এসজিটিএ ৷ গত 30 এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র ৷ এরপর প্রথম নোটিসটি দেওয়া হয় 4 মে ৷ সেখানে তাঁকে 2015 সালের 'নবকলেবর' উৎসবের সময় সংগৃহীত পবিত্র কাঠ দিয়ে দিঘার জগন্নাথ মূর্তি তৈরির অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয় ৷ অবশ্য তদন্তের পর ওড়িশা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, 2015 সালের 'নবকলেবর' অনুষ্ঠানের পবিত্র কাঠ দিঘার মন্দিরে ব্যবহার করা হয়নি ৷ দ্বিতীয় শো-কজ নোটিশটি পাঠানো হয় 9 মে ৷ সেখানে এসজেটিএ-এর তরফে জানতে চাওয়া হয়, ‘দিঘা জগন্নাথ ধাম’ লেখা থাকা সত্ত্বেও ওই উদ্বোধনী অনুষ্ঠানে কেন অংশ নিয়েছিলেন দয়িতাপতি ? অবশেষে, সন্তোষজনক জবাব না-পেয়ে দ্বৈতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে 30 দিনের জন্য বরখাস্ত করা হল ।

মন্দির-কর্তৃপক্ষের বিবৃতি

এই প্রসঙ্গে এসজিটিএ প্রধান অরবিন্দ পাধি জানান, শ্রীমন্দিরের শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে ৷ তাঁর কথায়, "আমাদের সকলের কর্তব্য হল মন্দিরের ঐতিহ্য থেকে শুরু করে আচার-অনুষ্ঠান এবং শ্রীধামের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ৷ এভাবেই আমরা ভগবান জগন্নাথের প্রতি আমাদের ভক্তির প্রদর্শন করতে পারি। আগামিদিনেও এই ধরনের কোনও বিশৃঙ্খলা সহ্য করা হবে না ।"

অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দিরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আগামী 30 দিনের জন্য দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে বরখাস্ত করা হয়েছে ৷ এসজিটিএ-র সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে পুরীর শ্রী জগন্নাথ ধামের পবিত্র নিয়ম-নীতি সম্পর্কে অপপ্রচার চালান তিনি ৷ পরে অবশ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে পুরো বিষয়টি সামনে আসে ৷ দিঘা সাংস্কৃতিক কেন্দ্রকে পুরীর জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবেও তুলে ধরেন তিনি ৷ তাঁকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে । এই সিদ্ধান্তে সনাতনী সম্প্রদায়ের মানুষ নিশ্চিতভাবে খুশি হবেন ৷"

পড়ুন: ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ; দিঘার মন্দির উদ্বোধন নিয়ে মন্তব্য শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.