চণ্ডীগড়, 4 জুন: গ্রেফতার পাক-গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রা ঘনিষ্ঠ ইউটিউবার ৷ পুলিশ জানিয়েছে, পঞ্জাবের রূপনগরের বাসিন্দা জসবীর সিং-ও পাকিস্তানের আধিকিারিকদের ভারতের সংবেদনশীল তথ্য পাচার করত ৷ তার বদলে মোটা টাকাও পেত ৷
জানা গিয়েছে, 'জন মহল' নামে একটি চ্যানেল চালায় বছর তিরিশের জসবীর ৷ তার গতিবিধির উপর কয়েকদিন ধরে নজর রাখা হচ্ছিল ৷ আর সেভাবেই তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের ৷ জ্যোতির সঙ্গে জসবীরের যোগাযোগের বেশ কিছু প্রমাণও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব ৷
এখানেও দানিশ-যোগ
দিল্লির পাক হাই-কমিশনের প্রাক্তন কর্মী দানিশের সঙ্গেও জসবীরের যোগাযোগ ছিল ৷ জ্যোতিকে গ্রেফতারের দিন কয়েক আগে এই দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় ৷ তদন্তে উঠে আসা দানিশের সঙ্গে জ্যোতির গভীর যোগাযোগ ছিল ৷ দানিশের সাহায্য পাকিস্তানের ভিসা পেয়েছিল জ্যোতি ৷ এ হেন দানিশের পাশাপাশি শাকির ওরফে জুঠ রানধাওয়া নামে পাক-গুপ্তচর সংস্থার এক হ্যান্ডলারের সঙ্গেও জসবীরের সম্পর্ক ছিল ৷ এই ব্যক্তিকেই বিভিন্ন তথ্য পাঠাত সে ৷
ডিজি জানিয়েছেন, তদন্তে উঠে এসেছে দানিশের আমন্ত্রণে পাকিস্তানের হাইকমিশনের একটি অনুষ্ঠানেও গিয়েছিল জসবীর ৷ সে সময় পাক-সেনার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পাকিস্তানের বেশ কয়েকজনের ইউটিবারের সঙ্গে জসবীরের দেখা হয় ৷ আলাপ হওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ৷ তাছাড়া 2020, 2021 এবং 2024-মোট তিনবার পাকিস্তান সফরেও গিয়েছে সে ৷
জসবীরের কাছে থাকা মোবাইলে পাকিস্তানের বেশ কয়েকটি নম্বরও ছিল ৷ তদন্তে আরও জানা গিয়েছে, জ্যোতি গ্রেফতার হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত যোগাযোগ শেষ করার চেষ্টা করেছিল জসবীর ৷ ততক্ষণে তার কথা তদন্তকারীরা জানতে পেরে গিয়েছেন ৷ সাইবার সেলে লিখিত অভিযোগও দায়ের হয়ে গিয়েছে ৷ কয়েকদিন কড়া নজরদারি চালানোর পর শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয় ৷
22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার দিন পনেরো বাদে 6-7 মে রাতে অপারেশন সিঁদুরের পর থেকে দেশের উত্তরাংশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে ৷ সবচেয়ে বেশি চর্চা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে নিয়ে ৷ ট্রাভেল ব্লগার হিসেবে দেশের এদিক ওদিক ঘুরে ভিডিয়ো করার আড়ালে পাকিস্তানে গোপন তথ্য পাচার করত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ৷ এই অভিযোগে তাকে গ্রেফতার করে হিসার থানার পুলিশ ৷ এবার ধরা পড়ল জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার জসবীর ৷