ETV Bharat / bharat

আসন্ন বাজেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে: রাষ্ট্রপতি - Prez Murmu on Budget Session

Prez Droupadi Murmu on Economy: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে সংসদে যৌথ ব্কৃতা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন তাঁর বক্তৃতায় উঠে এল বাজেটের কথা ৷ বাজেট নিয়ে কী ইঙ্গিত দিলেন তিনি ?

author img

By PTI

Published : Jun 27, 2024, 12:33 PM IST

Prez Droupadi Murmu
সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ছবি সৌজন্য: সংসদ টিভি)

নয়াদিল্লি, 27 জুন: আসন্ন বাজেটে বহু ঐতিহাসিক পদক্ষেপ করা হবে ৷ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তও নেওয়া হবে ৷ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, আগামী অধিবেশনে বাজেট পেশ করা হবে ৷ তিনি বলেন, "বাজেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সামাজিক দিক দিয়েও সেগুলি মূল্যবান ৷ একাধিক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে ৷ মানুষের আকাঙ্ক্ষা পূরণে দ্রুতগতিতে সংস্কার করা হবে ৷"

এদিন বক্তৃতায় আগাগোড়া তিনি বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের ভূয়সী প্রশংসা করেন ৷ রাষ্ট্রপতি জানান, তাঁর সরকার বিশ্বাস করে যে, রাজ্যগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকবে ৷ রাষ্ট্রপতি মুর্মু বলেন, "এটা প্রতিযোগিতামূলক-সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মূল কথা ৷"

বিশ্বে ভারতের অর্থনৈতিক অবস্থানের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে ৷ বিগত 10 বছরে গড়ে 8 শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের অর্থনীতি, এমনকী প্রতিকূল সময়েও ৷"

কোভিড প্যানডেমিকের সময়েও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি থেমে থাকেনি, বক্তৃতায় জোর দিয়ে বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এমনকী অর্থনৈতিক দিক দিয়ে যা কিছু উন্নতি হয়েছে, তা দু'টি বিজেপি সরকারের কারণেই ৷

তাঁর কথায়, "বিশ্বে প্যানডেমিকের সময়, বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনা চলাকালীনও অর্থনৈতিক বৃদ্ধির হার জারি ছিল ৷ এটা গত 10 বছরে যে সংস্কার হয়েছে, তারই ফল ৷ বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির 15 শতাংশ ভারতের একারই ৷ আমার সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ৷"

নয়াদিল্লি, 27 জুন: আসন্ন বাজেটে বহু ঐতিহাসিক পদক্ষেপ করা হবে ৷ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তও নেওয়া হবে ৷ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, আগামী অধিবেশনে বাজেট পেশ করা হবে ৷ তিনি বলেন, "বাজেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সামাজিক দিক দিয়েও সেগুলি মূল্যবান ৷ একাধিক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে ৷ মানুষের আকাঙ্ক্ষা পূরণে দ্রুতগতিতে সংস্কার করা হবে ৷"

এদিন বক্তৃতায় আগাগোড়া তিনি বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের ভূয়সী প্রশংসা করেন ৷ রাষ্ট্রপতি জানান, তাঁর সরকার বিশ্বাস করে যে, রাজ্যগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকবে ৷ রাষ্ট্রপতি মুর্মু বলেন, "এটা প্রতিযোগিতামূলক-সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মূল কথা ৷"

বিশ্বে ভারতের অর্থনৈতিক অবস্থানের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে ৷ বিগত 10 বছরে গড়ে 8 শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের অর্থনীতি, এমনকী প্রতিকূল সময়েও ৷"

কোভিড প্যানডেমিকের সময়েও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি থেমে থাকেনি, বক্তৃতায় জোর দিয়ে বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এমনকী অর্থনৈতিক দিক দিয়ে যা কিছু উন্নতি হয়েছে, তা দু'টি বিজেপি সরকারের কারণেই ৷

তাঁর কথায়, "বিশ্বে প্যানডেমিকের সময়, বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনা চলাকালীনও অর্থনৈতিক বৃদ্ধির হার জারি ছিল ৷ এটা গত 10 বছরে যে সংস্কার হয়েছে, তারই ফল ৷ বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির 15 শতাংশ ভারতের একারই ৷ আমার সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.