ETV Bharat / bharat

মাইনাস 22 ডিগ্রি তাপমাত্রায় প্রি-ওয়েডিং শুট, তরুণীর সঙ্গে তার পর যা হল... - Pre Wedding Shoot

Pre Wedding Shoot: আর্যা ভোরা নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিমাচল প্রদেশে প্রি-ওয়েডিং শুট করতে যান ৷ সেখানে তিনি মাইনাস 22 ডিগ্রি তাপমাত্রায় ভিডিয়ো শুট করেন ৷ সেই সময় তাঁর শরীরে গরম পোশাকও ছিল না ৷ ফলে যা হল তাঁর সঙ্গে...

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 8:07 PM IST

Pre Wedding Shoot
Pre Wedding Shoot

সিমলা, 21 মার্চ: প্রি-ওয়েডিং শুট এখন অপরিহার্য হয়ে উঠছে ৷ বিবাহিত জীবনে প্রবেশের আগে এখন প্রায় সব যুগলই প্রি-ওয়েডিং শুট করান ৷ প্রত্যেকেই চান তাঁদের প্রি-ওয়েডিং শুট যেন বাকিদের থেকে আলাদা হয় ৷ সেই কারণে প্রত্যেকেই নিজেদের প্রি-ওয়েডিং শুটে নতুনত্ব আনার চেষ্টা করেন ৷ সেই কারণে অনেক যুগল জঙ্গলে, অনেকে সমুদ্রের নিচে, কেউ কেউ উঁচু পাহাড়ে, এমনকী কেউ কেউ কাদায় ভিডিয়ো-ফটো শুট করে থাকেন ।

কিন্তু আর্যা ভোরা যা করেছেন, তা বোধহয় এখনও পর্যন্ত কেউ করেননি ৷ এই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন জায়গায় গিয়ে প্রি-ওয়েডিং শুট করেছেন, যেখানে তাপমাত্রা ছিল শূন্যের নিচে ৷ এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে তিনি অসুস্থ হয়েও পড়েন ৷ পরে তিনি সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্টও করেন ।

আর্যা ভোরার স্বপ্ন ছিল বরফের মধ্যে প্রি-ওয়েডিং শুট করবেন । সেই কারণে তিনি গত সপ্তাহে হিমাচল প্রদেশে যান ৷ সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷ সেখানে তাঁর পরিকল্পনা ছিল তিনি বরফের মধ্যে দিয়ে হবু স্বামীর সঙ্গে হাঁটবেন ৷

এই ভিডিয়ো শুট করার জন্য শীতের কোনও পোশাক পরেননি আর্যা ৷ এর জেরে তাঁর হাইপোথার্মিয়া হয়ে যায় ৷ তিনি বলেন, "শুট করার পরে আমার মনে হয়েছিল কেউ আমার উপর অ্যাসিড ঢেলে দিচ্ছে । আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না । সৌভাগ্যবশত, রন (আমার হবু স্বামী) এবং আমার বন্ধুরা আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন ।"

রন এই ভিডিয়োটির প্রতিক্রিয়ায় বলেন, "ওই এলাকাটি খুব ঠান্ডা । শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আর্যা কাঁপছিল । আপনি যদি এই ধরনের জায়গায় গরম কাপড় না পরেন, তাহলে শরীরের তাপমাত্রা কমে যাবে । কিন্তু আর্যা সিদ্ধান্ত নেন সারাজীবনের স্মৃতি হিসেবে রাখার জন্য গরম পোশাক ছাড়াই ওই শুটিং করবেন ।’’ তাঁদের অভিজ্ঞতা যাতে অন্যরা যাতে পারেন, সেই কারণে তাঁরা বিষয়টি সোশাল মিডিয়ায় জানাচ্ছেন ৷

এই ভিডিয়োটি দেখার পরে, কিছু নেটিজেন আর্যার সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন, আবার কেউ কেউ তাঁর কাজের সমালোচনা করছেন সোশাল মিডিয়ায় । কেউ লিখেছেন, ‘‘ইনস্টাগ্রামে কন্টেন্টের জন্য কি আমাদের স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া উচিত ?’’ আবার কেউ লিখেছেন, ‘‘এটা পাগলের কাজ ৷’’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘‘আপনি কি দুই মিনিটের স্লো মোশন ভিডিয়োর জন্য এই ধরনের কাজ করবেন ?’’

আরও পড়ুন:

অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শুট চিকিৎসক বরের, ভিডিয়ো ভাইরাল হতেই ঘটল এই কাণ্ড

সিমলা, 21 মার্চ: প্রি-ওয়েডিং শুট এখন অপরিহার্য হয়ে উঠছে ৷ বিবাহিত জীবনে প্রবেশের আগে এখন প্রায় সব যুগলই প্রি-ওয়েডিং শুট করান ৷ প্রত্যেকেই চান তাঁদের প্রি-ওয়েডিং শুট যেন বাকিদের থেকে আলাদা হয় ৷ সেই কারণে প্রত্যেকেই নিজেদের প্রি-ওয়েডিং শুটে নতুনত্ব আনার চেষ্টা করেন ৷ সেই কারণে অনেক যুগল জঙ্গলে, অনেকে সমুদ্রের নিচে, কেউ কেউ উঁচু পাহাড়ে, এমনকী কেউ কেউ কাদায় ভিডিয়ো-ফটো শুট করে থাকেন ।

কিন্তু আর্যা ভোরা যা করেছেন, তা বোধহয় এখনও পর্যন্ত কেউ করেননি ৷ এই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন জায়গায় গিয়ে প্রি-ওয়েডিং শুট করেছেন, যেখানে তাপমাত্রা ছিল শূন্যের নিচে ৷ এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে তিনি অসুস্থ হয়েও পড়েন ৷ পরে তিনি সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্টও করেন ।

আর্যা ভোরার স্বপ্ন ছিল বরফের মধ্যে প্রি-ওয়েডিং শুট করবেন । সেই কারণে তিনি গত সপ্তাহে হিমাচল প্রদেশে যান ৷ সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷ সেখানে তাঁর পরিকল্পনা ছিল তিনি বরফের মধ্যে দিয়ে হবু স্বামীর সঙ্গে হাঁটবেন ৷

এই ভিডিয়ো শুট করার জন্য শীতের কোনও পোশাক পরেননি আর্যা ৷ এর জেরে তাঁর হাইপোথার্মিয়া হয়ে যায় ৷ তিনি বলেন, "শুট করার পরে আমার মনে হয়েছিল কেউ আমার উপর অ্যাসিড ঢেলে দিচ্ছে । আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না । সৌভাগ্যবশত, রন (আমার হবু স্বামী) এবং আমার বন্ধুরা আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন ।"

রন এই ভিডিয়োটির প্রতিক্রিয়ায় বলেন, "ওই এলাকাটি খুব ঠান্ডা । শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আর্যা কাঁপছিল । আপনি যদি এই ধরনের জায়গায় গরম কাপড় না পরেন, তাহলে শরীরের তাপমাত্রা কমে যাবে । কিন্তু আর্যা সিদ্ধান্ত নেন সারাজীবনের স্মৃতি হিসেবে রাখার জন্য গরম পোশাক ছাড়াই ওই শুটিং করবেন ।’’ তাঁদের অভিজ্ঞতা যাতে অন্যরা যাতে পারেন, সেই কারণে তাঁরা বিষয়টি সোশাল মিডিয়ায় জানাচ্ছেন ৷

এই ভিডিয়োটি দেখার পরে, কিছু নেটিজেন আর্যার সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন, আবার কেউ কেউ তাঁর কাজের সমালোচনা করছেন সোশাল মিডিয়ায় । কেউ লিখেছেন, ‘‘ইনস্টাগ্রামে কন্টেন্টের জন্য কি আমাদের স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া উচিত ?’’ আবার কেউ লিখেছেন, ‘‘এটা পাগলের কাজ ৷’’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘‘আপনি কি দুই মিনিটের স্লো মোশন ভিডিয়োর জন্য এই ধরনের কাজ করবেন ?’’

আরও পড়ুন:

অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শুট চিকিৎসক বরের, ভিডিয়ো ভাইরাল হতেই ঘটল এই কাণ্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.