অযোধ্যা, 6 সেপ্টেম্বর: বিভিন্ন রিপোর্ট বলছে, ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে জেলাজুরে । এবার সামনে এসেছে এক দলিত নাবালিকাকে ধর্ষণের ঘটনা । পুলিশি এনকাউন্টারে জখম ওই ঘটনায় প্রধান অভিযুক্ত শাহবাজ ৷ আপাতত একটি হাসপাতালে চিকিৎসাধীন সে ৷
ঠিক কী হয়েছে ?
দিন কুড়ি আগে একটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল ৷ খান্দাসা থানা এলাকায় রায় পট্টি চিরন্ধাপুরে এক দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ অভিযোগ ওই গ্রামেরই এক যুবক নাবালিকাকে ধর্ষণ করে ৷ শুধু তাই নয়, ধর্ষণের সময় অভিযুক্তের এক সহযোগীও উপস্থিত ছিল । ওই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে অগ্রগতি হলেও কাউকে গ্রেফতার করা যায়নি ৷ ওই ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত ও তার সঙ্গী ।
নির্যাতিতার পরিবার ফের অভিযোগ জানায়, তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে । বিদেশ থেকেও হুমকি দেওয়া হয়েছে । এমনকী 2 সেপ্টেম্বর অভিযুক্ত তার সহযোগীদের নিয়ে এসে ফের হুমকি দিয়ে যায় ।
গতকাল চেকিংয়ের সময় দুই যুবককে থামায় পুলিশ ৷ বাইক আরোহী ওই দুই যুবকের সঙ্গে বচসা শুরু হয় ৷ তারপরেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় শাহবাজ ৷ পালটা পুলিশ গুলি চালালে তার পায়ে গুলি লাগে ৷ অন্ধকারের সুযোগ নিয়ে আরেক সঙ্গী পালালেও শাহবাজকে ধরে পুলিশ ৷
এসপি গ্রামীণ অতুল সোনকার বলেন, ‘‘রাত 9টা নাগাদ একটি চেকিং অভিযান চালানো হয় । এসময় পুলিশ তদন্তের জন্য একটি বাইককে আটকালে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশের পালটা গুলিতে এক যুবক আহত হয় এবং অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় । পুলিশ আহত যুবককে জেলা হাসপাতালে ভর্তি করেছে । জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহবান একটি ধর্ষণের আসামি বলে প্রমাণিত হয়েছে । তার বিরুদ্ধে এসসি, এসটি আইন, পকসো এবং হুমকির ধারায় খান্দাসা থানায় একটি এফআইআরও নথিভুক্ত হয়েছে ।’’