মুম্বই, 26 মার্চ: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য ৷ এবার স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী কুণাল কামরাকে নোটিশ দিল মুম্বই পুলিশ ৷ কামরার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে তলব করেছে পুলিশ, এমনটাই খবর মিলেছে ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কামরার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হওয়ায় তাঁকে প্রাথমিক নোটিশ জারি করা হয়েছে ৷
রবিবার খার এলাকার 'দ্য হাবিতাত' নামক একটি কমেডি ক্লাবে অনুষ্ঠান করেন কুণাল ৷ অভিযোগ, সেখানেই একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন তিনি ৷ রসিকতা করেন মুম্বই পুলিশকে নিয়েও ৷ একটি গানও করেন কমেডিয়ান কুণাল কামরা ৷ ওই গানে শিন্ডেকে ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেন কুণাল ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ তারপরেই তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় মামলা দায়ের করেছে শিবসেনা ৷

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই মুম্বইয়ের যে হোটেলে কুণাল কামরা অনুষ্ঠান করেছিলেন, সেখানে ভাঙচুর চালানো হয় ৷ মানহানিকর মন্তব্য করার অভিযুক্ত কুণালকে ঠিক কবে তলব করা হয়েছে তা জানা যায়নি ৷ মুম্বই পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, কৌতুকশিল্পী পুলিশের কাছে হাজির হওয়ার জন্য এক সপ্তাহের সময় চেয়েছেন ।
ঠিক কী হয়েছিল ওই কমেডি শো’তে ?
ভিডিয়োয় দেখা গিয়েছে, কুণাল কামরা 1997 সালের ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি করেন ৷ যেখানে শিন্ডেকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) বলেন তিনি । মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ বদল (শিবসেনার ‘মালিকানা’ হস্তান্তর) নিয়েও রসিকতা করেন তিনি । রবিবার রাতে শিবসেনা সদস্যরা যে হোটেলে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে ভাঙচুর করে ।

শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে, খার পুলিশ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে । উল্লেখ্য, কুণালের অনুষ্ঠানের সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত ৷ ক্যাপশনে লেখেন, "কুণাল কি কামাল... জয় মহারাষ্ট্র" ৷ সেই পোস্টের পর তার নামেও মামলা হয় ৷ মামলায় নাম রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা আদিত্য ঠাকরেরও ৷
পাশাপাশি অনুষ্ঠানস্থল ভাঙচুরের অভিযোগে শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার 40 জন কর্মীর বিরুদ্ধেও পুলিশ মামলা দায়ের করেছে । সোমবার ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় শিবসেনা কর্মী রাহুল কানাল-সহ 11 জনকে । যদিও আদালত ওদিনই তাদের জামিন মঞ্জুর করে দেয় ।