ETV Bharat / bharat

শিন্ডেকে অপমান ! এবার পুলিশি তলব কুণালকে; আরও বিপাকে কৌতুকশিল্পী - POLICE ISSUE NOTICE TO KUNAL KAMRA

একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষের পরেই পুলিশের নোটিশ ৷ জানা গিয়েছে, কুণাল কামরা পুলিশের কাছে হাজির হওয়ার জন্য এক সপ্তাহের সময় চেয়েছেন ।

Police issue notice to Kunal Kamra
পুলিশি তলব কুণালকে (ইটিভি ভারত)
author img

By PTI

Published : March 26, 2025 at 1:31 PM IST

2 Min Read

মুম্বই, 26 মার্চ: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য ৷ এবার স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী কুণাল কামরাকে নোটিশ দিল মুম্বই পুলিশ ৷ কামরার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে তলব করেছে পুলিশ, এমনটাই খবর মিলেছে ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কামরার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হওয়ায় তাঁকে প্রাথমিক নোটিশ জারি করা হয়েছে ৷

রবিবার খার এলাকার 'দ্য হাবিতাত' নামক একটি কমেডি ক্লাবে অনুষ্ঠান করেন কুণাল ৷ অভিযোগ, সেখানেই একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন তিনি ৷ রসিকতা করেন মুম্বই পুলিশকে নিয়েও ৷ একটি গানও করেন কমেডিয়ান কুণাল কামরা ৷ ওই গানে শিন্ডেকে ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেন কুণাল ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ তারপরেই তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় মামলা দায়ের করেছে শিবসেনা ৷

Police issue notice to Kunal Kamra
এবার পুলিশি তলব কুণালকে (ইটিভি ভারত)

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই মুম্বইয়ের যে হোটেলে কুণাল কামরা অনুষ্ঠান করেছিলেন, সেখানে ভাঙচুর চালানো হয় ৷ মানহানিকর মন্তব্য করার অভিযুক্ত কুণালকে ঠিক কবে তলব করা হয়েছে তা জানা যায়নি ৷ মুম্বই পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, কৌতুকশিল্পী পুলিশের কাছে হাজির হওয়ার জন্য এক সপ্তাহের সময় চেয়েছেন ।

ঠিক কী হয়েছিল ওই কমেডি শো’তে ?

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুণাল কামরা 1997 সালের ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি করেন ৷ যেখানে শিন্ডেকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) বলেন তিনি । মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ বদল (শিবসেনার ‘মালিকানা’ হস্তান্তর) নিয়েও রসিকতা করেন তিনি । রবিবার রাতে শিবসেনা সদস্যরা যে হোটেলে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে ভাঙচুর করে ।

Police issue notice to Kunal Kamra
কামরার বিরুদ্ধে দায়ের করা মামলা (ইটিভি ভারত)

শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে, খার পুলিশ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে । উল্লেখ্য, কুণালের অনুষ্ঠানের সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত ৷ ক্যাপশনে লেখেন, "কুণাল কি কামাল... জয় মহারাষ্ট্র" ৷ সেই পোস্টের পর তার নামেও মামলা হয় ৷ মামলায় নাম রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা আদিত্য ঠাকরেরও ৷

পাশাপাশি অনুষ্ঠানস্থল ভাঙচুরের অভিযোগে শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার 40 জন কর্মীর বিরুদ্ধেও পুলিশ মামলা দায়ের করেছে । সোমবার ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় শিবসেনা কর্মী রাহুল কানাল-সহ 11 জনকে । যদিও আদালত ওদিনই তাদের জামিন মঞ্জুর করে দেয় ।

আরও পড়ুন

মুম্বই, 26 মার্চ: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য ৷ এবার স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী কুণাল কামরাকে নোটিশ দিল মুম্বই পুলিশ ৷ কামরার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে তলব করেছে পুলিশ, এমনটাই খবর মিলেছে ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কামরার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হওয়ায় তাঁকে প্রাথমিক নোটিশ জারি করা হয়েছে ৷

রবিবার খার এলাকার 'দ্য হাবিতাত' নামক একটি কমেডি ক্লাবে অনুষ্ঠান করেন কুণাল ৷ অভিযোগ, সেখানেই একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন তিনি ৷ রসিকতা করেন মুম্বই পুলিশকে নিয়েও ৷ একটি গানও করেন কমেডিয়ান কুণাল কামরা ৷ ওই গানে শিন্ডেকে ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেন কুণাল ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ তারপরেই তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় মামলা দায়ের করেছে শিবসেনা ৷

Police issue notice to Kunal Kamra
এবার পুলিশি তলব কুণালকে (ইটিভি ভারত)

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই মুম্বইয়ের যে হোটেলে কুণাল কামরা অনুষ্ঠান করেছিলেন, সেখানে ভাঙচুর চালানো হয় ৷ মানহানিকর মন্তব্য করার অভিযুক্ত কুণালকে ঠিক কবে তলব করা হয়েছে তা জানা যায়নি ৷ মুম্বই পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, কৌতুকশিল্পী পুলিশের কাছে হাজির হওয়ার জন্য এক সপ্তাহের সময় চেয়েছেন ।

ঠিক কী হয়েছিল ওই কমেডি শো’তে ?

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুণাল কামরা 1997 সালের ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি করেন ৷ যেখানে শিন্ডেকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) বলেন তিনি । মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ বদল (শিবসেনার ‘মালিকানা’ হস্তান্তর) নিয়েও রসিকতা করেন তিনি । রবিবার রাতে শিবসেনা সদস্যরা যে হোটেলে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে ভাঙচুর করে ।

Police issue notice to Kunal Kamra
কামরার বিরুদ্ধে দায়ের করা মামলা (ইটিভি ভারত)

শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে, খার পুলিশ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে । উল্লেখ্য, কুণালের অনুষ্ঠানের সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত ৷ ক্যাপশনে লেখেন, "কুণাল কি কামাল... জয় মহারাষ্ট্র" ৷ সেই পোস্টের পর তার নামেও মামলা হয় ৷ মামলায় নাম রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা আদিত্য ঠাকরেরও ৷

পাশাপাশি অনুষ্ঠানস্থল ভাঙচুরের অভিযোগে শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার 40 জন কর্মীর বিরুদ্ধেও পুলিশ মামলা দায়ের করেছে । সোমবার ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় শিবসেনা কর্মী রাহুল কানাল-সহ 11 জনকে । যদিও আদালত ওদিনই তাদের জামিন মঞ্জুর করে দেয় ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.