শ্রীনগর, 16 এপ্রিল: ভূস্বর্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন পিছিয়ে গেল ৷ 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন যাত্রার উদ্বোধন করবেন বলে স্থির ছিল ৷ কিন্তু হঠাৎ তিনি তাঁর জম্মু সফর বাতিল করেছেন ৷ মঙ্গলবার রেলের এক উচ্চাধিকারিক জানান, ওই দিন জম্মু-কাশ্মীরের কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷
কাশ্মীরের চিফ এরিয়া ম্যানেজার (সিএএম) সাকিব ইউসুফ ইয়াটু ইটিভি ভারতকে এই উদ্বোধন স্থগিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হলেও এরপর কবে ট্রেন উদ্বোধন হবে, তা জানাননি ৷ প্রধানমন্ত্রী মোদির এই সফর বাতিল হওয়ার নেপথ্যে কী কারণ, তা জানা যায়নি ৷
উদ্বোধনের অপেক্ষায় রয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) ৷ মোদি সফরের আগে মক ড্রিল এবং ট্রায়াল রান চলছিল ৷ প্রধানমন্ত্রী মোদির উধমপুরে নেমে আকাশপথে চেনাব রেলওয়ে ব্রিজে যাওয়ার কথা ছিল ৷ চলতি বছরের জানুয়ারিতে রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস) একটি সাত পাতার নথিতে কাটরা-রেইসি করিডোর দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচলে শর্তসাপেক্ষ ছাড়পত্র দিয়েছিলেন ৷
ইতিহাসে প্রথমবার, কাটরা থেকে সরাসরি একটি ট্রেন শ্রীনগরে পৌঁছবে ৷ বিশেষভাবে ডিজাইন করা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই কাটরা রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। গত কয়েক মাস ধরে, জম্মু ও কাশ্মীরের মানুষ প্রধানমন্ত্রীর কাশ্মীরগামী ট্রেনটির উদ্বোধনের অপেক্ষায় ছিলেন, কারণ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশন (CRS) কাটরা এবং শ্রীনগরের মধ্যে ট্রেনটি চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে ৷