জম্মু, 11 এপ্রিল: কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত সরাসরি কাশ্মীরগামী ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, রেল কর্তৃপক্ষ এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আধিকারিকদের মতে, জম্মু ও কাশ্মীরের রেলওয়ে এবং স্থানীয় প্রশাসনকে প্রধানমন্ত্রীর ট্রেন উদ্বোধনের জন্য প্রস্তুতি নিতে মৌখিকভাবে বলা হয়েছে ৷ তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বার্তা পাওয়া যায়নি।
ঊর্ধ্বতন এক আধিকারিক বলেন, “আমরা প্রক্রিয়া শুরু করেছি ৷ তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বার্তা পাওয়ার অপেক্ষায় রয়েছি ৷ যাতে কাটরা এবং রিয়াসি জেলার বিশ্বের সর্বোচ্চ চেনাব সেতুতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করা যায় ৷” এক আধিকারিক আরও বলেন, “এই প্রসঙ্গে, জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব অটল দুল্লু আজ চেনাব সেতুর পাশাপাশি কাটরা শহর পরিদর্শন করেছেন ৷ রেলওয়ে এবং পুলিশ-সহ অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন ৷ তাদেরকে এই বৃহৎ অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি কর্মকর্তাদের বলেছেন যে, সরকারি বার্তা পৌঁছনোর সঙ্গে সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে, যাতে কাজটি তাৎক্ষণিকভাবে শুরু করা যায় ৷”
জম্মু ও কাশ্মীর সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি উধমপুরে অবতরণ করবেন বলে মনে করা হচ্ছে ৷ সেখান থেকে তিনি চেনাব সেতুতে যাবেন এবং তারপরে, তিনি কাশ্মীরের উদ্দেশ্যে ট্রেনের যাত্রা শুরু করতে কাটরা রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন। কাশ্মীরের উদ্দেশে ট্রেনের যাত্রা শুরু করার পর, তিনি স্পোর্টস স্টেডিয়াম কাটরায় একটি জনসভায় ভাষণ দেবেন, যেখানে ঐতিহাসিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে ।
ইতিহাসে প্রথমবার, কাটরা থেকে সরাসরি একটি ট্রেন শ্রীনগরে পৌঁছবে ৷ বিশেষভাবে ডিজাইন করা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই কাটরা রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। গত কয়েক মাস ধরে, জম্মু ও কাশ্মীরের মানুষ প্রধানমন্ত্রীর কাশ্মীরগামী ট্রেনটির উদ্বোধনের অপেক্ষায় ছিলেন, কারণ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশন (CRS) কাটরা এবং শ্রীনগরের মধ্যে ট্রেনটি চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে।