ETV Bharat / bharat

মহাকাশে পৌঁছেছে চিঠি, সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদির - PM MODI INVITES SUNITA WILLIAMS

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেসে থাকাকালীন প্রধানমন্ত্রী মোদির চিঠি পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস ৷ এদিন সেই চিঠি প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

US Astronaut Sunita Williams and Barry Wilmore in ISS
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর (ছবি সৌজন্য: নাসা)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 18, 2025 at 6:00 PM IST

Updated : March 18, 2025 at 6:25 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 18 মার্চ: মহাকাশে থাকতেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সেই চিঠি হাতে পেয়েছেন আমেরিকার নভশ্চর ৷

আইএসএস থেকে পৃথিবীর পথে রওনা দিয়েছেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর ৷ এই আবহে নভশ্চরকে চিঠি পাঠিয়ে ভারতে আমন্ত্রণের বিষয়টি সামনে আনলেন মহাকাশ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ প্রধানমন্ত্রী মোদি, সুনীতা উইলিয়ামসকে চিঠিতে লিখেছেন, "আপনি আগে ফিরে আসুন ৷ এরপর আমরা আপনার ভারতে আসার অপেক্ষায় থাকব ৷ অভ্যর্থনা জানাব, এটা আমাদের সৌভাগ্য ৷"

গত বছরের জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়েন সুনীতা ও বুচ ৷ তাঁরা যে মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ তাই সুনীতাদের তখন ফেরা হয়নি ৷ এরপর বহুবার তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনা হয়েছে ৷ কিন্তু প্রত্য়েক বারই কোনও না কোনও কারণে তা বাতিল হয়ে যায় ৷

শেষে রবিবার ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ড্রাগন মহাকাশযান পৌঁছয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৷ ন'মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ ভেসে থাকার পর মঙ্গলবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর ৷ সব ঠিক থাকলে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ফ্লোরিডার সমুদ্র উপকূলে নামবেন সুনীতারা ৷ তাঁদের জন্য থাকবে বিশেষ জাহাজ ৷

মহাকাশ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রী মোদির মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামসকে লেখা চিঠি পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ৷ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নভশ্চরের জন্য কতটা উদ্বিগ্ন, তাও ব্যাখ্যা করলেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, "সুনীতা উইলিয়ামসের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার সেই রুদ্ধশ্বাস মুহূর্তের জন্য বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মেয়ের জন্য চিঠি লিখে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন ৷" প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী জিতেন্দ্র সিং আরও লেখেন, "আপনি আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন ৷"

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকাকালীনই সুনীতা উইলিয়ামস প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ কীভাবে তা সম্ভব হল, সেই কাহিনিও তুলে ধরেছেন ৷

সোশাল মিডিয়ায় জিতেন্দ্র সিং লেখেন, নভশ্চর মাইক মাসিমিনোর হাত দিয়ে সুনীতা উইলিয়ামসকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই চিঠি 140 কোটি মানুষের গর্ব ৷ কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নভশ্চর মাইক মাসিমিনোর দেখা হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী দেশের মানুষের তরফে এই চিঠি সুনীতা উইলিয়ামসের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান ৷ সুনীতা নিরাপদে পৃথিবীর মাটিতে ফিরে আসুন, এমনটাই কামনা করেন প্রধানমন্ত্রী ৷ মার্কিন মহাকাশচারী সুনীতাও প্রধানমন্ত্রী মোদি ও ভারতকে তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন ৷

নয়াদিল্লি, 18 মার্চ: মহাকাশে থাকতেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সেই চিঠি হাতে পেয়েছেন আমেরিকার নভশ্চর ৷

আইএসএস থেকে পৃথিবীর পথে রওনা দিয়েছেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর ৷ এই আবহে নভশ্চরকে চিঠি পাঠিয়ে ভারতে আমন্ত্রণের বিষয়টি সামনে আনলেন মহাকাশ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ প্রধানমন্ত্রী মোদি, সুনীতা উইলিয়ামসকে চিঠিতে লিখেছেন, "আপনি আগে ফিরে আসুন ৷ এরপর আমরা আপনার ভারতে আসার অপেক্ষায় থাকব ৷ অভ্যর্থনা জানাব, এটা আমাদের সৌভাগ্য ৷"

গত বছরের জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়েন সুনীতা ও বুচ ৷ তাঁরা যে মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ তাই সুনীতাদের তখন ফেরা হয়নি ৷ এরপর বহুবার তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনা হয়েছে ৷ কিন্তু প্রত্য়েক বারই কোনও না কোনও কারণে তা বাতিল হয়ে যায় ৷

শেষে রবিবার ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ড্রাগন মহাকাশযান পৌঁছয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৷ ন'মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ ভেসে থাকার পর মঙ্গলবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর ৷ সব ঠিক থাকলে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ফ্লোরিডার সমুদ্র উপকূলে নামবেন সুনীতারা ৷ তাঁদের জন্য থাকবে বিশেষ জাহাজ ৷

মহাকাশ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রী মোদির মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামসকে লেখা চিঠি পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ৷ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নভশ্চরের জন্য কতটা উদ্বিগ্ন, তাও ব্যাখ্যা করলেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, "সুনীতা উইলিয়ামসের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার সেই রুদ্ধশ্বাস মুহূর্তের জন্য বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মেয়ের জন্য চিঠি লিখে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন ৷" প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী জিতেন্দ্র সিং আরও লেখেন, "আপনি আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন ৷"

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকাকালীনই সুনীতা উইলিয়ামস প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ কীভাবে তা সম্ভব হল, সেই কাহিনিও তুলে ধরেছেন ৷

সোশাল মিডিয়ায় জিতেন্দ্র সিং লেখেন, নভশ্চর মাইক মাসিমিনোর হাত দিয়ে সুনীতা উইলিয়ামসকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই চিঠি 140 কোটি মানুষের গর্ব ৷ কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নভশ্চর মাইক মাসিমিনোর দেখা হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী দেশের মানুষের তরফে এই চিঠি সুনীতা উইলিয়ামসের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান ৷ সুনীতা নিরাপদে পৃথিবীর মাটিতে ফিরে আসুন, এমনটাই কামনা করেন প্রধানমন্ত্রী ৷ মার্কিন মহাকাশচারী সুনীতাও প্রধানমন্ত্রী মোদি ও ভারতকে তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন ৷

Last Updated : March 18, 2025 at 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.