ইটানগর, 6 মার্চ: অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় বার বার চোখ রাঙাচ্ছে চিন। এই রাজ্যের একটি অংশকে নিজেদের বলেও দাবি করছে এই প্রতিবেশী দেশ ৷ চিনের এই চোখরাঙানির জবাব দিতে অরুণাচল প্রদেশের তাওয়াং এবং চিনের সীমান্তে নজরদারি এবং সেনা বাড়াচ্ছে ভারত। আর সেখানে যাতে দ্রুত পৌঁছে যাওয়া যায় সেই লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে সেলা টানেল। এটি বিশ্বের সবচেয়ে লম্বা 'টুইন টানেল' ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসে সেলা 13 হাজার ফুট উচ্চতার টানেলের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। আগামী 9 মার্চ অরুণাচল প্রদেশ সফরে গিয়ে তিনি এই টানেলের উদ্বোধন করবেন ৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সেদিন শুধু সেলা টানেল উদ্বোধন করবেন তা নয়, তার পাশাপাশি আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে তাঁর এই অরুণাচল সফর ৷ বুধবার এক আধিকারিক জানিয়েছেন, মোদি পশ্চিম কামেং জেলার বৈশাখীতে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা 'টুইন টানেল' টানেলটি উদ্বোধন করবেন। এরপরই তাঁর প্রতিবেশী রাজ্য অসমে যাওয়ার কথা ৷ অরুণাচলে প্রধানমন্ত্রী প্রায় 20টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ৷
এই টানেলের কাজ গতবছর অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে এই কাজ কিছুটা পিছিয়ে যায়। তুষারপাত এবং ভারী বৃষ্টিপাত সেইসঙ্গে ভূমিধসের কারণে দীর্ঘ সময়ের জন্য কাজ বন্ধ ছিল। পরবর্তীতে সেই কাজ সম্পন্ন হয় ৷ এই টানেলটির জন্য 697 কোটি টাকা ব্যয়ে এই টানেল করা হয়েছে বালিপাড়া-চারিদুয়ার-তাওয়াং এলাকায়। সেখানে একটি টানেল 980 মিটার এবং অন্য টানেলটি 1 হাজার 555 মিটার লম্বা। ওই টানেলের দু'পাশে আছে প্রায় 9 কিলোমিটার লম্বা অ্যাপ্রোচ রোড।
সব ধরনের আবহাওয়াতেই কোনওরকম বাধা ছাড়াই যাতায়াত করা যাবে এই টানেল দিয়ে। ফলে, চিনের সীমান্তে অবস্থিত তাওয়াং-এর কাছে খুব সহজেই পৌঁছতে পারবেন ভারতের সেনা এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এই টানেলের কাজ করেছে বর্ডার রোড অরগানাইজেশন। এর ফলে আরও দ্রুত, অস্ত্র এবং অন্য জিনিস নিয়ে তাওয়াং সেক্টরে পৌঁছাতে পারবেন সেনাবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: