ETV Bharat / bharat

যুদ্ধের জন্য বাহিনীকে সবসময় ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প: মোদি - PM targets oppn over Agnipath

PM targets oppn over Agnipath: যুদ্ধের জন্য বাহিনীকে সবসময় ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প ৷ একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিরোধীরা অগ্নিপথ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 1:46 PM IST

Updated : Jul 26, 2024, 2:07 PM IST

ETV BHARAT
যুদ্ধের জন্য বাহিনীকে সবসময় ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প: মোদি (ছবি: এএনআই)

দ্রাস (কারগিল), 26 জুলাই: সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প ৷ এটি সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি দৃষ্টান্ত ৷ কার্গিল যুদ্ধ বিজয়ের 25তম বার্ষিকীতে এভাবেই অগ্নিপথ নিয়ে বিতর্কের নিরসন করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, অগ্নিপথ প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, "অগ্নিপথের লক্ষ্য হল বাহিনীকে তরুণ করা...অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সবসময় ফিট রাখা ৷" বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন একটি স্পর্শকাতর বিষয়কে কিছু লোক রাজনীতির বিষয় বানিয়েছে । সেনাবাহিনীর এই সংস্কার নিয়েও কেউ কেউ তাঁদের ব্যক্তিগত স্বার্থে মিথ্যার রাজনীতি করছে ।"

সশস্ত্র বাহিনীতে গড় বয়স যাতে তরুণ থাকে সেই লক্ষ্যেই অগ্নিপথ প্রকল্প আনা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "কয়েক দশক ধরে সশস্ত্র বাহিনীকে অল্পবয়সি করার বিষয়ে সংসদ এবং বিভিন্ন কমিটিতে আলোচনা হয়েছে । ভারতীয় সৈন্যদের গড় বয়স বিশ্বব্যাপী সেনাদের গড় বয়সের থেকে বেশি হওয়া একটি উদ্বেগের বিষয় ৷" বছরের পর বছর ধরে অনেক কমিটিতে এই সমস্যাটি উত্থাপিত হয়েছে কিন্তু এই জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের সমাধান করার ইচ্ছা আগে দেখা যায়নি বলে বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, "অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশ এই উদ্বেগের সমাধান করেছে ৷"

বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, "এরা সেই একই লোক যারা বাহিনীতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে আমাদের বাহিনীকে দুর্বল করেছে। এই লোকেরা ভারতীয় বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান পেতে চায় না এবং তারা তেজস যুদ্ধবিমানটিকে একটি বাক্সে তালাবন্দি করার প্রস্তুতি নিয়েছিল ।"

পেনশনের টাকা বাঁচাতে অগ্নিপথ প্রকল্প চালু করা হয়েছিল এমন দাবিও নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, "কিছু লোক এমন ভুল ধারণাও ছড়াচ্ছে যে সরকার পেনশনের টাকা বাঁচাতে এই প্রকল্প নিয়ে এসেছে । আমি এমন লোকদের জিজ্ঞাসা করতে চাই, আজকের নিয়োগকারীদের জন্য পেনশনের প্রশ্ন 30 বছর পরে উঠবে । সরকার কেন আজ সিদ্ধান্ত নেবে ?" মোদি বলে যে, তাঁর সরকার বাহিনীর গৃহীত সিদ্ধান্তকে সম্মান করেছে কারণ "আমাদের জন্য দেশের নিরাপত্তা সর্বাগ্রে, রাজনীতি নয় ৷"

দ্রাস (কারগিল), 26 জুলাই: সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প ৷ এটি সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি দৃষ্টান্ত ৷ কার্গিল যুদ্ধ বিজয়ের 25তম বার্ষিকীতে এভাবেই অগ্নিপথ নিয়ে বিতর্কের নিরসন করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, অগ্নিপথ প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, "অগ্নিপথের লক্ষ্য হল বাহিনীকে তরুণ করা...অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সবসময় ফিট রাখা ৷" বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন একটি স্পর্শকাতর বিষয়কে কিছু লোক রাজনীতির বিষয় বানিয়েছে । সেনাবাহিনীর এই সংস্কার নিয়েও কেউ কেউ তাঁদের ব্যক্তিগত স্বার্থে মিথ্যার রাজনীতি করছে ।"

সশস্ত্র বাহিনীতে গড় বয়স যাতে তরুণ থাকে সেই লক্ষ্যেই অগ্নিপথ প্রকল্প আনা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "কয়েক দশক ধরে সশস্ত্র বাহিনীকে অল্পবয়সি করার বিষয়ে সংসদ এবং বিভিন্ন কমিটিতে আলোচনা হয়েছে । ভারতীয় সৈন্যদের গড় বয়স বিশ্বব্যাপী সেনাদের গড় বয়সের থেকে বেশি হওয়া একটি উদ্বেগের বিষয় ৷" বছরের পর বছর ধরে অনেক কমিটিতে এই সমস্যাটি উত্থাপিত হয়েছে কিন্তু এই জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের সমাধান করার ইচ্ছা আগে দেখা যায়নি বলে বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, "অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশ এই উদ্বেগের সমাধান করেছে ৷"

বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, "এরা সেই একই লোক যারা বাহিনীতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে আমাদের বাহিনীকে দুর্বল করেছে। এই লোকেরা ভারতীয় বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান পেতে চায় না এবং তারা তেজস যুদ্ধবিমানটিকে একটি বাক্সে তালাবন্দি করার প্রস্তুতি নিয়েছিল ।"

পেনশনের টাকা বাঁচাতে অগ্নিপথ প্রকল্প চালু করা হয়েছিল এমন দাবিও নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, "কিছু লোক এমন ভুল ধারণাও ছড়াচ্ছে যে সরকার পেনশনের টাকা বাঁচাতে এই প্রকল্প নিয়ে এসেছে । আমি এমন লোকদের জিজ্ঞাসা করতে চাই, আজকের নিয়োগকারীদের জন্য পেনশনের প্রশ্ন 30 বছর পরে উঠবে । সরকার কেন আজ সিদ্ধান্ত নেবে ?" মোদি বলে যে, তাঁর সরকার বাহিনীর গৃহীত সিদ্ধান্তকে সম্মান করেছে কারণ "আমাদের জন্য দেশের নিরাপত্তা সর্বাগ্রে, রাজনীতি নয় ৷"

Last Updated : Jul 26, 2024, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.