ETV Bharat / bharat

ভোটমুখী ঝাড়খণ্ডে মোদি ! ‘উপহার’ 6টি বন্দে ভারত, একাধিক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী - PM Narendra Modi

PM Modi Jharkhand visit: ঝাড়খণ্ড সফরে নরেন্দ্র মোদি । ভোটমুখী রাজ্যে 6টি বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী । এছাড়াও, একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 11:06 AM IST

PM Modi Jharkhand visit
ভোটমুখী ঝাড়খণ্ডে মোদি ! (ইটিভি ভারত)

রাঁচি, 15 সেপ্টেম্বর: ঝাড়খণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সকাল 10টায় ঝাড়খণ্ডের টাটানগর জংশন রেলওয়ে স্টেশনে টাটানগর-পটনা বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন তিনি ৷ বন্দে ভারত ফ্ল্যাগ অফের পর 10টা 30 মিনিট নাগাদ টাটানগরে 660 কোটি টাকার রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।

জামশেদপুর সফরে প্রধানমন্ত্রী মোদি দেওঘর জেলার মধুপুর বাইপাস লাইন এবং হাজারিবাগ জেলার হাজারিবাগ টাউন কোচিং ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । রেল সূত্রে খবর, মধুপুর বাইপাস লাইনের কাজ শেষ হলে হাওড়া-দিল্লি মেন লাইনে ট্রেনের বিভিন্ন সমস্যার অবসান হবে । একই সঙ্গে গিরিডি এবং জোসিডির মধ্যে যাতায়াতের সময়ও কমবে । হাজারিবাগ টাউন কোচিং ডিপো এই স্টেশনে কোচিং স্টক রক্ষণাবেক্ষণে সাহায্য করবে । এদিন, 20 হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G) সুবিধাভোগীদের অনুমোদনের চিঠিও বিতরণ করা হবে ।

প্রধানমন্ত্রী কুরকুড়া-কানারোয়ান ডাবলিং প্রকল্পও জাতির কাছে উৎসর্গ করবেন যা বান্দামুন্ডা-রাঁচি লাইনের অংশ ৷ রাঁচি, মুরি, চন্দ্রপুরা স্টেশন হয়ে রাউরকেলা-গোমোহ রুট গিয়েছে । এই প্রকল্পটি পণ্য ও যাত্রী পরিবহনের গতিশীলতা বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করবে । এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে 4টি রোড আন্ডার ব্রিজ (আরইউবি) জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে ।

প্রধানমন্ত্রী যে ছ’টি বন্দে ভারতের সূচনা করবেন...

  • টাটানগর-পটনা
  • ভাগলপুর-দুমকা-হাওড়া
  • ব্রহ্মপুর-টাটানগর
  • গয়া-হাওড়া
  • দেওঘর-বারাণসী
  • রাউরকেলা-হাওড়া

ট্রেনগুলি দেওঘরের বৈদ্যনাথ ধাম, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, কলকাতার কালীঘাট, বেলুড় মঠের মতো তীর্থস্থানগুলিতে ভ্রমণের গতি বাড়াবে । এতে ধর্মীয় পর্যটনের প্রসার ঘটবে । এছাড়াও ধানবাদের কয়লা শিল্প, কলকাতার পাট শিল্প, দুর্গাপুরে লৌহ ও ইস্পাত সম্পর্কিত শিল্পগুলিও লাভবান হবে ।

আরও পড়ুন:

রাঁচি, 15 সেপ্টেম্বর: ঝাড়খণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সকাল 10টায় ঝাড়খণ্ডের টাটানগর জংশন রেলওয়ে স্টেশনে টাটানগর-পটনা বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন তিনি ৷ বন্দে ভারত ফ্ল্যাগ অফের পর 10টা 30 মিনিট নাগাদ টাটানগরে 660 কোটি টাকার রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।

জামশেদপুর সফরে প্রধানমন্ত্রী মোদি দেওঘর জেলার মধুপুর বাইপাস লাইন এবং হাজারিবাগ জেলার হাজারিবাগ টাউন কোচিং ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । রেল সূত্রে খবর, মধুপুর বাইপাস লাইনের কাজ শেষ হলে হাওড়া-দিল্লি মেন লাইনে ট্রেনের বিভিন্ন সমস্যার অবসান হবে । একই সঙ্গে গিরিডি এবং জোসিডির মধ্যে যাতায়াতের সময়ও কমবে । হাজারিবাগ টাউন কোচিং ডিপো এই স্টেশনে কোচিং স্টক রক্ষণাবেক্ষণে সাহায্য করবে । এদিন, 20 হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G) সুবিধাভোগীদের অনুমোদনের চিঠিও বিতরণ করা হবে ।

প্রধানমন্ত্রী কুরকুড়া-কানারোয়ান ডাবলিং প্রকল্পও জাতির কাছে উৎসর্গ করবেন যা বান্দামুন্ডা-রাঁচি লাইনের অংশ ৷ রাঁচি, মুরি, চন্দ্রপুরা স্টেশন হয়ে রাউরকেলা-গোমোহ রুট গিয়েছে । এই প্রকল্পটি পণ্য ও যাত্রী পরিবহনের গতিশীলতা বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করবে । এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে 4টি রোড আন্ডার ব্রিজ (আরইউবি) জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে ।

প্রধানমন্ত্রী যে ছ’টি বন্দে ভারতের সূচনা করবেন...

  • টাটানগর-পটনা
  • ভাগলপুর-দুমকা-হাওড়া
  • ব্রহ্মপুর-টাটানগর
  • গয়া-হাওড়া
  • দেওঘর-বারাণসী
  • রাউরকেলা-হাওড়া

ট্রেনগুলি দেওঘরের বৈদ্যনাথ ধাম, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, কলকাতার কালীঘাট, বেলুড় মঠের মতো তীর্থস্থানগুলিতে ভ্রমণের গতি বাড়াবে । এতে ধর্মীয় পর্যটনের প্রসার ঘটবে । এছাড়াও ধানবাদের কয়লা শিল্প, কলকাতার পাট শিল্প, দুর্গাপুরে লৌহ ও ইস্পাত সম্পর্কিত শিল্পগুলিও লাভবান হবে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.