ETV Bharat / bharat

আমেরিকা সফরে মোদি, প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডিকে দিলেন 'বিশেষ' উপহার - PM Modi Gifts to Biden Couple

PM Modi US Visit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্ধু প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনকে উপহার দিলেন একটি ট্রেনের মডেল ও বিশেষ শাল ৷ রুপোর তৈরির ট্রেনটি ভারতীয় ট্রেনের ঐতিহ্যকে তুলে ধরেছে ৷ পশমিনা শাল কাশ্মীরের সংস্কৃতির পরিচায়ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 12:41 PM IST

PM Modi Gifts to President Biden and First Lady
প্রেসিডেন্ট বাইডেনের উপহার ভারতীয় রেলের মডেল (ছবি সৌজন্য: ডিডি নিউজ)

ওয়াশিংটন, 22 সেপ্টেম্বর: সম্পর্ক আদতে কূটনৈতিক হলেও বন্ধু প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্য উপহার নিতে ভোলেননি অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার মার্কিন সফরে তাঁকে গ্রিনভিলের ডেলাওয়ারের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন দম্পতি ৷ এবার তিনি জো বাইডেনকে উপহার দিলেন ভারতীয় রেলওয়ের একটি মডেল ৷ আর জিল বাইডেনের জন্য জম্মু-কাশ্মীরের ঐতিহ্যবাহী পশমিনা শাল ৷

তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়ে এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন তিনি ৷ মার্কিন প্রেসিডেন্টে ডেলাওয়ারের বাড়িতে আমন্ত্রিত হওয়া নিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "প্রেসিডেন্ট বাইডেনের গ্রিনভিল, ডেলাওয়ারের বাড়িতে আমায় নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ৷ তাঁকে ধন্যবাদ ৷ আমাদের মধ্যে কথোপকথন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ৷ আমরা আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি ৷"

দিল্লি থেকে ডেলাওয়ার

প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া ট্রেনের মডেলটি দুর্লভ বলা যায় ৷ পুরনো আমলের ভারতীয় ট্রেনের এই মডেলটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা ৷ 92.5 শতাংশ রুপো দিয়ে তৈরি এই ট্রেন ৷ ঐতিহ্যবাহী ট্রেনটি জুড়ে সূক্ষ্ম কারুকার্য হাতে খোদাই করেছেন দক্ষ শিল্পীরা ৷ এই ট্রেনটি বাষ্পাচালিত ইঞ্জিনের ট্রেনের মডেল, যা ভারতের ঐতিহ্যকে তুলে ধরেছে ৷ ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ককে ফুটিয়ে তুলতে ট্রেনের গায়ে গন্তব্য লেখা দিল্লি থেকে ডেলাওয়ার ৷

পশমিনা শাল

ফার্স্ট লেডি জিল বাইডেনকে পশমিনা শাল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ জম্মু-কাশ্মীরের ঐতিহ্যবাহী এই শালটি একটি বিশেষ পেপার ম্যাশে বক্সের মধ্যে রাখা হয় ৷ পশমিনা শালের জড়িয়ে লাদাখের জনজীবনের গল্প ৷

লাদাখের অতি-উচ্চতায় বাস করে ছাংথাঙ্গি ছাগল ৷ শীতকালে এই পাহাড়ি ছাগলের গায়ে যে পশম বাড়ে তা-ই হল পশমিনা শালের 'আত্মা' ৷ অত্যন্ত নরম ও সূক্ষ্ম পশম উল দিয়ে হাতে বুনে তৈরি হয় পশমিনা ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি মেনে এই পশম থেকে উল বোনেন সুদক্ষ শিল্পীরা ৷ পশমের বিভিন্ন রংগুলিও বিশাল লাদাখের মতোই বৈচিত্র্য়ময় ৷ এই শালে ফেব্রিক করা হয় প্রাকৃতিক উপায়ে ৷ গাছগাছালি আর খনিজ আকরিক থেকে আহৃত রং ব্যবহার হয় পশমিনা শালে ৷

পশমিনা শাল যেমন সুন্দর, চোখ ধাঁধানো, তেমনই সুন্দর এর বাক্সের ডিজাইন ৷ হাতে তৈরি এই বাক্সগুলি তৈরি হয় প্রাকৃতিক জিনিস দিয়ে ৷ কাগজের মণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক জিনিস দিয়ে পেপার ম্যাশে বাক্স বানানো হয় ৷ প্রতিটি বাক্স অভিনব ৷ জম্মু-কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক ৷

ওয়াশিংটন, 22 সেপ্টেম্বর: সম্পর্ক আদতে কূটনৈতিক হলেও বন্ধু প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্য উপহার নিতে ভোলেননি অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার মার্কিন সফরে তাঁকে গ্রিনভিলের ডেলাওয়ারের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন দম্পতি ৷ এবার তিনি জো বাইডেনকে উপহার দিলেন ভারতীয় রেলওয়ের একটি মডেল ৷ আর জিল বাইডেনের জন্য জম্মু-কাশ্মীরের ঐতিহ্যবাহী পশমিনা শাল ৷

তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়ে এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন তিনি ৷ মার্কিন প্রেসিডেন্টে ডেলাওয়ারের বাড়িতে আমন্ত্রিত হওয়া নিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "প্রেসিডেন্ট বাইডেনের গ্রিনভিল, ডেলাওয়ারের বাড়িতে আমায় নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ৷ তাঁকে ধন্যবাদ ৷ আমাদের মধ্যে কথোপকথন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ৷ আমরা আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি ৷"

দিল্লি থেকে ডেলাওয়ার

প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া ট্রেনের মডেলটি দুর্লভ বলা যায় ৷ পুরনো আমলের ভারতীয় ট্রেনের এই মডেলটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা ৷ 92.5 শতাংশ রুপো দিয়ে তৈরি এই ট্রেন ৷ ঐতিহ্যবাহী ট্রেনটি জুড়ে সূক্ষ্ম কারুকার্য হাতে খোদাই করেছেন দক্ষ শিল্পীরা ৷ এই ট্রেনটি বাষ্পাচালিত ইঞ্জিনের ট্রেনের মডেল, যা ভারতের ঐতিহ্যকে তুলে ধরেছে ৷ ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ককে ফুটিয়ে তুলতে ট্রেনের গায়ে গন্তব্য লেখা দিল্লি থেকে ডেলাওয়ার ৷

পশমিনা শাল

ফার্স্ট লেডি জিল বাইডেনকে পশমিনা শাল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ জম্মু-কাশ্মীরের ঐতিহ্যবাহী এই শালটি একটি বিশেষ পেপার ম্যাশে বক্সের মধ্যে রাখা হয় ৷ পশমিনা শালের জড়িয়ে লাদাখের জনজীবনের গল্প ৷

লাদাখের অতি-উচ্চতায় বাস করে ছাংথাঙ্গি ছাগল ৷ শীতকালে এই পাহাড়ি ছাগলের গায়ে যে পশম বাড়ে তা-ই হল পশমিনা শালের 'আত্মা' ৷ অত্যন্ত নরম ও সূক্ষ্ম পশম উল দিয়ে হাতে বুনে তৈরি হয় পশমিনা ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি মেনে এই পশম থেকে উল বোনেন সুদক্ষ শিল্পীরা ৷ পশমের বিভিন্ন রংগুলিও বিশাল লাদাখের মতোই বৈচিত্র্য়ময় ৷ এই শালে ফেব্রিক করা হয় প্রাকৃতিক উপায়ে ৷ গাছগাছালি আর খনিজ আকরিক থেকে আহৃত রং ব্যবহার হয় পশমিনা শালে ৷

পশমিনা শাল যেমন সুন্দর, চোখ ধাঁধানো, তেমনই সুন্দর এর বাক্সের ডিজাইন ৷ হাতে তৈরি এই বাক্সগুলি তৈরি হয় প্রাকৃতিক জিনিস দিয়ে ৷ কাগজের মণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক জিনিস দিয়ে পেপার ম্যাশে বাক্স বানানো হয় ৷ প্রতিটি বাক্স অভিনব ৷ জম্মু-কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.