ETV Bharat / bharat

মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির তদন্তে সিট গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন - WEST BENGAL WAQF VIOLENCE

বঙ্গের একাধিক জেলায় সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসার তদন্তে আদালত-তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠনের জন্য সুপ্রিম কোর্টে জমা পড়ল আবেদন ।

SUPREME COURT
সুপ্রিম কোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 14, 2025 at 11:35 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 14 এপ্রিল: ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায় সহিংস বিক্ষোভের তদন্তে সুপ্রিম কোর্টে আবেদন । গত সপ্তাহে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং হুগলি-সহ বঙ্গের অন্যান্য জেলায় ওয়াকফ অশান্তির জেরে তিনজন নিহত এবং 200 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে ।

বিষয়টি নিয়ে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেন । সেখানে পশ্চিমবঙ্গে চলমান সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতার ঘটনা তদন্তের জন্য আদালত-তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠনের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ চাওয়া হয়েছে । আবেদনকারী এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বিবাদী করেছেন ।

আবেদনে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে বিবাদীদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশনা চাওয়া হয়েছে ।

এছাড়াও আবেদনে বর্তমানে ক্ষতিগ্রস্তদের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার এবং ভবিষ্যতে উত্তেজনা রোধ করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে ।

বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন । তাঁর কথায়, "মুর্শিদাবাদে ষড়যন্ত্র মৌলবাদীদের । তৃণমূল কংগ্রেস আনসারুল্লাহ বাংলার মতোই বিপজ্জনক । 100 কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে ।"

তাঁর আরও অভিযোগ, সুতি, সামসেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, ফরাক্কা এবং অন্যান্য এলাকা থেকে শত শত হিন্দু বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী জেলাগুলিতে আশ্রয় নিয়েছে । যারা সরে যেতে পারেনি তারা নিজেদের মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করছে । তাদের বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে । এমনকি তাদের পুকুর এবং কূপের মতো পানীয় জলের উৎসগুলিও বিষাক্ত করা হয়েছে ।

নয়াদিল্লি, 14 এপ্রিল: ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায় সহিংস বিক্ষোভের তদন্তে সুপ্রিম কোর্টে আবেদন । গত সপ্তাহে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং হুগলি-সহ বঙ্গের অন্যান্য জেলায় ওয়াকফ অশান্তির জেরে তিনজন নিহত এবং 200 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে ।

বিষয়টি নিয়ে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেন । সেখানে পশ্চিমবঙ্গে চলমান সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতার ঘটনা তদন্তের জন্য আদালত-তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠনের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ চাওয়া হয়েছে । আবেদনকারী এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বিবাদী করেছেন ।

আবেদনে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে বিবাদীদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশনা চাওয়া হয়েছে ।

এছাড়াও আবেদনে বর্তমানে ক্ষতিগ্রস্তদের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার এবং ভবিষ্যতে উত্তেজনা রোধ করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে ।

বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন । তাঁর কথায়, "মুর্শিদাবাদে ষড়যন্ত্র মৌলবাদীদের । তৃণমূল কংগ্রেস আনসারুল্লাহ বাংলার মতোই বিপজ্জনক । 100 কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে ।"

তাঁর আরও অভিযোগ, সুতি, সামসেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, ফরাক্কা এবং অন্যান্য এলাকা থেকে শত শত হিন্দু বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী জেলাগুলিতে আশ্রয় নিয়েছে । যারা সরে যেতে পারেনি তারা নিজেদের মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করছে । তাদের বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে । এমনকি তাদের পুকুর এবং কূপের মতো পানীয় জলের উৎসগুলিও বিষাক্ত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.