পটনা, 21 মার্চ: আবারও বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মামলা দায়ের হল। আইনজীবী সুরাজ কুমার মুজফফরপুরের একটি আদালতে এই মামলা দায়ের করেছেন। 25 মার্চ মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে।
তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার পটনার একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যমন্ত্রী এমন আচরণ করেছে যা অশোভন এবং জাতীয় সঙ্গীতের অবমাননার সামিল। এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আরও দাবি, নীতীশের বিরুদ্ধে বিএনএসের ধারা অনুযায়ী অভিযোগ নিতে পুলিশকে নির্দেশ দিক আদালত।
মামলা দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুরাজ। তিনি বলেন, "ওই অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী যা করেছেন তা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননার সামিল। সেদিনের ঘটনা নিয়ে আদালতে মামলা করেছি। আমি চাই আদালত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশকে নির্দেশ দিক।"
ওই অনুষ্ঠানের ভিডিয়ো সামাজিক মাধ্য়মে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে আরও কয়েকজনের সঙ্গে নীতীশ একটি মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন। জাতীয় সঙ্গীতও স্পষ্ট শোনা যাচ্ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী তাঁর পাশে থাকা একজনকে ডেকে হেসে হেসে কথা বলছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ভারতীয় রাজনীতিতে নীতীশ এক বর্ণময় চরিত্র। গত দশ বছরে বারবার শিবির বদল করেছেন। এখনও পর্যন্ত ন'বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তাঁর বিরোধীরা শিবির বদল নিয়ে সর্বক্ষণ তাঁকে কটাক্ষ করেন। তাছাড়া বিভিন্ন সময় তাঁর বেশ কিছু মন্তব্য নিয়েও তুমুল বিতর্ক হয়। বেশ কিছুদিন আগে মহিলাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান।
মাত্র একদিন আগে রাববি দেবী সম্পর্কে তিনি বলেন, "লালুপ্রসাদ যাদবই তাঁকে মুখ্যমন্ত্রী করেছেন।" কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তেজস্বী যাদব। শুধু তাই নয়, বেশ কয়েক মাস ধরে তেজস্বী দাবি করে আসছেন নীতীশের শরীর ভালো নয়, মুখ্যমন্ত্রীর মতো অতিগুরুত্বপূর্ণ পদে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। এত বিতর্কের মধ্যে এবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল নীতীশের বিরুদ্ধে।