হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: ওয়াইএসআরসিপি সরকারের আমলে তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় সনাতন ধর্মের মানুষ হিসাবে ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী দক্ষিণী সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জনসেনা পার্টির পবন কল্যাণ ৷ তিনি রবিবার থেকে গুন্টুরের শ্রী দশাবতার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে 11 দিনের 'প্রায়শ্চিত্ত দীক্ষা' (তপস্যা) শুরু করলেন । যা শেষ হবে অক্টোবরে ৷ তিনি তপস্যা শেষে তিরুপতি মন্দির দর্শন করবেন বলে জানিয়েছেন ৷
তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি মেশানোর যে গুরুতর অভিযোগ উঠেছে, সেবিষয়ে সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন পবন কল্যাণ ৷ তিনি উল্লেখ করেন, রাজ্যে ওয়াইএসআরসিপি সরকারের শাসনকালে তাদের কর্মের কারণে তিরুপতির প্রসাদের পবিত্রতা নষ্ট হয়েছে ।
हमारी संस्कृति, आस्था, विश्वास और श्रद्धा की धर्मधुरी, श्री तिरुपति बालाजी धाम के प्रसाद में, कुत्सित प्रयासों के तहत, जो अपवित्रता का, संचार करने की कोशिश की गई, उससे मैं व्यक्तिगत स्तर पर, अत्यंत मर्माहत हूँ, और सच कहूं तो, अंदर से अत्यंत छला गया, महसूस कर रहा हूँ। प्रभु…
— Pawan Kalyan (@PawanKalyan) September 21, 2024
দক্ষিণী সুপারস্টার এক্স পোস্টে লিখেছেন, "আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ভক্তির কেন্দ্রস্থল শ্রী তিরুপতি বালাজি ধামের প্রসাদের পবিত্রতা নষ্টের প্রচেষ্টায় আমি ব্যক্তিগত স্তরে গভীরভাবে আহত হয়েছি ৷ সত্যি বলতে আমি ভিতরে থেকে প্রতারিত বোধ করছি... ৷ এই মুহূর্তে আমি প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য 11 দিনের উপবাস করার ব্রত নিচ্ছি ৷ প্রায়শ্চিত্ত দীক্ষার শেষে 1 ও 2 অক্টোবর আমি তিরুপতিতে যাব এবং প্রভুকে ব্যক্তিগতভাবে দর্শন করব ৷ তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তারপর প্রভুর সামনে আমার প্রায়শ্চিত্ত দীক্ষা সম্পন্ন হবে...৷"
সনাতন ধর্মালম্বী সকল মানুষ ও অনুরাগীদের তিরুপতির ঘটনার জন্য সম্মিলিতভাবে প্রায়শ্চিত্তের ডাক দিয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ৷ একে 'বালাজির প্রতি ভয়ঙ্কর অন্যায়' বলে অভিহিত করে অনুগামীদের প্রভুর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।
অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ প্রতিশ্রুতি দিয়েছেন, তিরুপতি মন্দিরের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছেড়ে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ রকম ঘটনা প্রতিরোধ করার জন্য পরিকাঠামোগত পরিবর্তন করা হবে । তিনি বলেছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা তথ্যের উপর ভিত্তি করে বলেছেন । সরকার পরিচালিত ল্যাবে লাড্ডুর পরীক্ষা থেকেই তা স্পষ্ট ৷
#WATCH | Andhra Pradesh Deputy CM Pawan Kalyan undertakes an 11-day 'Prayaschitta Diksha' at Sri Dasavatara Venkateswara Swamy Temple, in Guntur, over the alleged adulteration of the Tirumala's Laddu Prasadam.
— ANI (@ANI) September 22, 2024
" i am deeply hurt on a personal level by the malicious attempts made… pic.twitter.com/r7Nm5ysbrW
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে লাড্ডু প্রসাদ তৈরিতে ঘি-এর বদলে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ৷ এই ঘটনা আগের যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) অর্থাৎ জগন মোহন রেড্ডির সরকারের আমলে হয়েছে বলে তাঁর অভিযোগ । এরপরেই এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে ৷