ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বসে পাকিস্তানে নথি পাচার ! মোরাদাবাদ থেকে গ্রেফতার পাক গুপ্তচর - ISI AGENT ARRESTED

জানা গিয়েছে, ভারত ও পাকিস্তান সীমান্তে চোরাচালানের সঙ্গেও যুক্ত ছিল ধৃত এই ব্যক্তি ৷ উত্তরপ্রদেশে বসে থেকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে সাহায্য করত ৷

ISI AGENT ARRESTED
ফাইল চিত্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2025 at 8:31 AM IST

2 Min Read

লখনউ, 19 মে: দেশের মাটিতে বসে ভারতের গোপন নথি পাচার পাকিস্তানে ! পাক গোয়েন্দাদের সাহায্যের জন্য পাচার করেছে বেশ কিছু সিমকার্ডও ! অবশেষে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)-এর জালে পাক গুপ্তচর শাহজাদ ৷ শনিবার উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় ৷

পাক গুপ্তচরের গ্রেফতারি প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশের এটিএস-র তরফে ৷ বিবৃতি অনুযায়ী, শাহজাদ শুধু গুপ্তচর নয় ৷ সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে দেশের একাধিক গোপন তথ্য তুলে দিয়েছে ৷ দেশের মাটিতে বসে দীর্ঘদিন ধরে পাকিস্তানি চরদের সিম কার্ড দিয়ে ও আর্থিকভাবে সাহায্যও করেছে সে ৷ উত্তরপ্রদেশে বসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির তৎপরতাকে সহজতর করে তুলেছে ৷

ISI AGENT ARRESTED
ধৃত পাক গুপ্তচর শাহজাদ (ইটিভি ভারত)

সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে, ভারত-পাক সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে এটিএস ৷ তাদের কাছে আগে থেকেই খবর ছিল, এই ব্যক্তি আইএসআই-এর মদতে চোরাচালানের পাশাপাশি দেশ বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ৷ এরপরই শাহজাদের খোঁজ পান এটিএস কর্তারা ৷ তদন্তে জানা গিয়েছে, আইএসআই-কে সাহায্যের জন্য একাধিক ব্যক্তিকে পাকিস্তানের ভিসার ব্যবস্থাও করে দিয়েছে শাহজাদ ৷

এটিএস-র দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ কয়েকবছর ধরে একাধিকবার পাকিস্তানে ভ্রমণ করেছে শাহজাদ ৷ সরকারের চোখে ধুলো দেওয়ার জন্য দুই দেশের মধ্যে প্রসাধনী, জামাকাপড়, মশলা এবং অন্যান্য সামগ্রীর ব্যবসা করত ৷ গোয়েন্দাদের অনুমান, এই ব্যবসার আড়ালে পাকিস্তানি গুপ্তচরের কাজ করছিল সে ৷

তদন্তে জানা গিয়েছে, একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে শাহজাদের ৷ তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তাও হত তার ৷ সমস্ত তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর শাহজাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এটিএস ৷ আপাতত তাকে জেরা করছেন এটিএস-এর কর্তারা ৷ খতিয়ে দেখা হচ্ছে পহেলগাঁও হামলা ও পরবর্তী পরিস্থিতির সঙ্গে তার কোনও যোগ ছিল কি না ৷

পড়ুন: সন্দেহজনক লেনদেন, নজরে জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট; দিল্লি গেল হরিয়ানা পুলিশ

লখনউ, 19 মে: দেশের মাটিতে বসে ভারতের গোপন নথি পাচার পাকিস্তানে ! পাক গোয়েন্দাদের সাহায্যের জন্য পাচার করেছে বেশ কিছু সিমকার্ডও ! অবশেষে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)-এর জালে পাক গুপ্তচর শাহজাদ ৷ শনিবার উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় ৷

পাক গুপ্তচরের গ্রেফতারি প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশের এটিএস-র তরফে ৷ বিবৃতি অনুযায়ী, শাহজাদ শুধু গুপ্তচর নয় ৷ সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে দেশের একাধিক গোপন তথ্য তুলে দিয়েছে ৷ দেশের মাটিতে বসে দীর্ঘদিন ধরে পাকিস্তানি চরদের সিম কার্ড দিয়ে ও আর্থিকভাবে সাহায্যও করেছে সে ৷ উত্তরপ্রদেশে বসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির তৎপরতাকে সহজতর করে তুলেছে ৷

ISI AGENT ARRESTED
ধৃত পাক গুপ্তচর শাহজাদ (ইটিভি ভারত)

সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে, ভারত-পাক সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে এটিএস ৷ তাদের কাছে আগে থেকেই খবর ছিল, এই ব্যক্তি আইএসআই-এর মদতে চোরাচালানের পাশাপাশি দেশ বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ৷ এরপরই শাহজাদের খোঁজ পান এটিএস কর্তারা ৷ তদন্তে জানা গিয়েছে, আইএসআই-কে সাহায্যের জন্য একাধিক ব্যক্তিকে পাকিস্তানের ভিসার ব্যবস্থাও করে দিয়েছে শাহজাদ ৷

এটিএস-র দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ কয়েকবছর ধরে একাধিকবার পাকিস্তানে ভ্রমণ করেছে শাহজাদ ৷ সরকারের চোখে ধুলো দেওয়ার জন্য দুই দেশের মধ্যে প্রসাধনী, জামাকাপড়, মশলা এবং অন্যান্য সামগ্রীর ব্যবসা করত ৷ গোয়েন্দাদের অনুমান, এই ব্যবসার আড়ালে পাকিস্তানি গুপ্তচরের কাজ করছিল সে ৷

তদন্তে জানা গিয়েছে, একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে শাহজাদের ৷ তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তাও হত তার ৷ সমস্ত তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর শাহজাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এটিএস ৷ আপাতত তাকে জেরা করছেন এটিএস-এর কর্তারা ৷ খতিয়ে দেখা হচ্ছে পহেলগাঁও হামলা ও পরবর্তী পরিস্থিতির সঙ্গে তার কোনও যোগ ছিল কি না ৷

পড়ুন: সন্দেহজনক লেনদেন, নজরে জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট; দিল্লি গেল হরিয়ানা পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.