নয়াদিল্লি, 23 এপ্রিল: কাশ্মীরে জঙ্গি হামলার পরদিন বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার সন্ধ্যায় তাঁর বাসভবনে বৈঠকটি হয় ৷ তাতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷
এছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ক্যাবিনেট সচিব টিভি সোমানাথন, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং প্রধানমন্ত্রীর দুই প্রধান সচিব পিকে মিশ্র এবং শক্তিকান্ত দাস ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই কমিটির সদস্য ৷ তবে আপাতত মার্কিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন নির্মলা ৷ তাই তিনি এই বৈঠকে থাকতে পারেননি ৷
In the wake of the terrorist attack in Pahalgam, chaired a meeting of the CCS at 7, Lok Kalyan Marg. pic.twitter.com/bZj5gggp5l
— Narendra Modi (@narendramodi) April 23, 2025
জানা গিয়েছে, বৈঠকের শুরুতেই হামলার বিষয় প্রধানমন্ত্রীকে সবিস্তারে জানান শাহ ৷ পাশাপাশি কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে তা নিয়েও কথা হয়েছে বৈঠকে ৷ নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি প্রস্তাব নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এদিকে, হামলার পরপরই শ্রীনগরে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এরপর বুধবার সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
শ্রদ্ধা জানানোর পর অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, "পহেলগাঁও জঙ্গি হামলায় প্রতিটি ভারতীয় তাঁদের প্রিয়জনদের হারানোর বেদনা অনুভব করেছেন। এই শোক ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এই সমস্ত পরিবার এবং সমগ্র জাতিকে আশ্বস্ত করছি যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।"
প্রায় একই বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ৷ এদিন দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, "পহেলগাঁওয়ে হামলায় জড়িতরা রেহাই পাবে না ৷ অবিলম্বে তাদের কড়া জবাব দেবে ভারত ৷ এই ধরনের হামলা করে ভারতকে ভয় দেখানোও যাবে না ৷ দেশবাসীকে আমি আশ্বস্ত করছি, অপরাধীদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে ৷ যারা এই হামলা করছে শুধু তাদের চিহ্নিত করলেই আমাদের কাজ শেষ হবে না ৷ পর্দার নেপথ্যে থেকে সন্ত্রাসের মদতদাতাদেরও রেয়াত করা হবে না ৷ "