নয়াদিল্লি, 12 মে: অপারেশন সিঁদুর এখনও বন্ধ হয়নি ৷ স্থগিত হয়েছে মাত্র ৷ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এ কথা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তাঁর কথায়, "দুনিয়া দেখেছে কীভাবে ভারত পাকিস্তানের ড্রোনকে পাকিস্তানের আকাশেই নষ্ট করে দিয়েছে ৷ পাকিস্তান সীমান্তে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল ৷ আমরা পাকিস্তানের বুকে আঘাত করেছি ৷ ভারতের ড্রোন, মিসাইল অভ্রান্ত নিশানা গিয়ে আঘাত হেনেছে ৷ পাকিস্তানের এয়ারবেসের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ এই এয়ারবেস নিয়ে পাকিস্তানের খুব অহঙ্কার ছিল ৷"
এর আগে সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তানের দিক থেকে প্রথম সংঘর্ষ বিরতির প্রস্তাব আসে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "ভারত প্রথম তিন দিনেই এমন ধ্বংসলীলা চালিয়েছে, যা ওরা কল্পনাও করতে পারেনি ৷ ভারতের আগ্রাসী হামলার পর পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে শুরু করে ৷ ভারতের সামরিক অভিযানে পর্যুদস্ত হয়ে শেষে বিশ্বের কাছে সংঘাত শেষ করার জন্য দরবার করছিল ৷ আর ভারতের সামরিক আঘাতে দিশাহারা হয়ে 10 মে দুপুরে নিরুপায় পাকিস্তানের সেনাকর্তা আমাদের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেন ৷ ততক্ষণে আমরা পাকিস্তানের জঙ্গিদের নিকেশ করে দিয়েছি ৷ জঙ্গিদের ঠিকানা ধূলিসাৎ করে দিয়েছি ৷ পাকিস্তান যখন বলে যে আর কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হবে না এবং তাদের সেনাও দুঃসাহস দেখাবে না, তখনই ভারত বিষয়টি বিচার-বিবেচনা করে দেখে ৷"
তিনি জোর দিয়ে বলেন, "আমরা পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষ স্থগিত করেছি মাত্র ৷ আগামিদিনে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখব ৷" পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের 'জিরো টলারেন্স' নীতির কথাও ফের উল্লেখ করলেন মোদি ৷ পাকিস্তানকে নিয়ে তাঁর স্পষ্ট কথা, "পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য় করব না ৷" সিন্ধু জল চুক্তি নাম না করে তিনি বলেন, "জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না ৷" তবে ভারত-পাক সংঘাত প্রশমনে ভূমিকা নেওয়ার যে দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তা নিয়ে এদিন কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতেই ভারতীয় সেনা থেকে শুরু করে আধাসেনাকে স্যালুট জানান ৷ পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, "সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে হয় না ৷ সন্ত্রাসবাদ ও ব্যবসাও একসঙ্গে হতে পারে না ৷ জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না ৷" বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে তাঁর সাফ কথা, "আমি আজ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলব, পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হলে, সন্ত্রাসবাদ নিয়েই হবে ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হলে, পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে ৷ এটাই আমাদের ঘোষিত নীতিই ৷"