ETV Bharat / bharat

দেড় বছরের শিশুকে যৌন নির্যাতন ! বেধড়ক মার গ্রামবাসীদের - Child sexually abused

Child sexually abused: দেড় বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল ৷ বিহারের বাঁকা জেলায় ঘটেছে এই হাড়হিম করা ঘটনা ৷ অভিযুক্তকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা ৷ শিশুটির চিকিৎসা চলছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 7:53 PM IST

ETV BHARAT
দেড় বছরের শিশুকে যৌন নির্যাতন ! (প্রতীকী ছবি)

বাঁকা (বিহার), 15 জুলাই: হাড়হিম করা ঘটনা ঘটল বিহারের বাঁকায় ৷ দেড় বছরের একরত্তি শিশুকন্যার উপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ উঠল 45 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাঁকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা ৷ এই জঘন্য অপরাধের জন্য তাঁরা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেছেন ৷

বিহারের বাঁকা জেলার বাঁধুওয়া কুরাওয়া থানা এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা ৷ দেড় বছরের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাউন্সি পুলিশের এসডিপিও অর্চনা কুমারী জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে । মেয়েটির চিকিৎসা চলছে । পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে ।"

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে । জানা গিয়েছে, বাড়ির পাশের একটি আধা-নির্মিত সরকারি ভবনে খেলছিল সদ্য হাঁটতে শেখা শিশুটি । সেই সময় অভিযুক্ত গিয়ে তাকে চেপে ধরে ভবনের ভেতরে নিয়ে গিয়ে শিশুটির উপর যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ ৷ শিশুটির চিৎকারে তার মা ও ঠাকুমা ছুটে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে ৷ এরপর চিৎকারে প্রতিবেশীরাও জড়ো হয়ে যান ৷ ওই ব্যক্তির উপর ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সবাই ৷ শুরু হয় বেধড়ক মারধর ৷

গ্রামবাসীরা জানিয়েছেন, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি তিন ছেলে ও এক মেয়ের বাবা । তাঁর এক ছেলে বিবাহিত । দেড় বছরের শিশুর উপর তাঁর পৈশাচিক অত্যাচার দেখে হতবাক গোটা গ্রামের মানুষ ৷ মনোবিজ্ঞানীদের মতে, এ ধরনের অপরাধ সমাজে ভয়, অবিশ্বাস ও নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ায় । শিশুদের পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে খেলা করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে সমাজে একটি ইতিবাচক বার্তা যায় ।

অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, এমন জঘন্য অপরাধে মৃত্যুদণ্ড হলে তবেই আর কোনও দিন কোনও ব্যক্তি এমন ঘৃণ্য অপরাধ করার কথা কেউ চিন্তাও করতে পারবে না ৷ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

বাঁকা (বিহার), 15 জুলাই: হাড়হিম করা ঘটনা ঘটল বিহারের বাঁকায় ৷ দেড় বছরের একরত্তি শিশুকন্যার উপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ উঠল 45 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাঁকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা ৷ এই জঘন্য অপরাধের জন্য তাঁরা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেছেন ৷

বিহারের বাঁকা জেলার বাঁধুওয়া কুরাওয়া থানা এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা ৷ দেড় বছরের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাউন্সি পুলিশের এসডিপিও অর্চনা কুমারী জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে । মেয়েটির চিকিৎসা চলছে । পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে ।"

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে । জানা গিয়েছে, বাড়ির পাশের একটি আধা-নির্মিত সরকারি ভবনে খেলছিল সদ্য হাঁটতে শেখা শিশুটি । সেই সময় অভিযুক্ত গিয়ে তাকে চেপে ধরে ভবনের ভেতরে নিয়ে গিয়ে শিশুটির উপর যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ ৷ শিশুটির চিৎকারে তার মা ও ঠাকুমা ছুটে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে ৷ এরপর চিৎকারে প্রতিবেশীরাও জড়ো হয়ে যান ৷ ওই ব্যক্তির উপর ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সবাই ৷ শুরু হয় বেধড়ক মারধর ৷

গ্রামবাসীরা জানিয়েছেন, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি তিন ছেলে ও এক মেয়ের বাবা । তাঁর এক ছেলে বিবাহিত । দেড় বছরের শিশুর উপর তাঁর পৈশাচিক অত্যাচার দেখে হতবাক গোটা গ্রামের মানুষ ৷ মনোবিজ্ঞানীদের মতে, এ ধরনের অপরাধ সমাজে ভয়, অবিশ্বাস ও নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ায় । শিশুদের পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে খেলা করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে সমাজে একটি ইতিবাচক বার্তা যায় ।

অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, এমন জঘন্য অপরাধে মৃত্যুদণ্ড হলে তবেই আর কোনও দিন কোনও ব্যক্তি এমন ঘৃণ্য অপরাধ করার কথা কেউ চিন্তাও করতে পারবে না ৷ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.