ETV Bharat / bharat

ওড়িশায় প্রাক্তন ব্লক চেয়ারম্যানকে নৃশংস খুনে 5 জনের মৃত্যুদণ্ড

Odisha court awards death penalty: ওড়িশায় প্রাক্তন ব্লক চেয়ারম্যানকে নৃশংস খুনের ঘটনায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত ৷ এই রায়ে খুশি মৃতের মেয়ে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 8:08 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কেন্দুঝড়, 6 মার্চ: ওড়িশায় একটি নৃশংস খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল আদালত ৷ এই রায়ে খুশি মৃতের পরিবার ৷ তাঁদের দাবি, অবশেষে ন্যায়বিচার হয়েছে ৷

মৃতের মেয়ে বলেন, "আমার বাবাকে 2019 সালে আসামিরা হত্যা করেছিল । গত 5 বছর ধরে চলা লড়াইয়ে পুলিশ সুপার, তদন্তকারী অফিসার এবং বারের অন্যান্য সদস্যরা আমাকে সমর্থন করেছেন । বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা ছিল এবং অবশেষে ন্যায়বিচার হয়েছে ।"

2019 সালে প্রাক্তন ব্লক চেয়ারম্যান রামচন্দ্র বেহেরার নৃশংস খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে ওড়িশার আদালত ৷ বুধবার আনন্দপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত এই রায় দিয়েছে ৷ যে পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হল, অজিত প্রুস্টি, সঞ্জীব প্রুস্টি, আলেখা প্রুস্টি, অরুণ প্রুস্টি ও দোলাবইটা ৷ রামচন্দ্র বেহরার মৃত্যুর ঘটনায় তাদের আগেই গ্রেফতার করেছিল ঘাসিপুরা থানার পুলিশ ।

2019 সালের 25 মার্চ প্রাক্তন ব্লক চেয়ারম্যান রামচন্দ্র বেহেরাকে রাত 10:30 টা নাগাদ তাঁর বাড়ির সামনে নির্মমভাবে হত্যা করা হয় । সেই মামলায় অভিযুক্ত পাঁচজনকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত ৷

আইনজীবী অশ্বিনী মল্লিক বলেন, পাঁচজন অভিযুক্ত রামচন্দ্র বেহেরার বাড়িতে গিয়ে তাঁকে ডেকে নিয়ে গিয়েছিলেন । পরে তাঁকে হত্যা করে বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা । নিহতের হাত-পা কেটে দেহাংশ ফেলে রেখে যাওয়া হয় । আদালত এই মামলায় 53 জন সাক্ষী, 94টি নথিপত্র এবং 30টি বস্তুগত বিষয় যাচাই-বাছাই করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিয়েছে ।

আরও পড়ুন:

  1. কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও তাঁর বান্ধবীর পুলিশি হেফাজত, দোষীর ফাঁসি চান বাবা
  2. দম্পতিকে খুনের মামলায় 9 বছর পর আসামীকে ফাঁসির সাজা কালিম্পংয়ের জেলা আদালতের
  3. নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত

কেন্দুঝড়, 6 মার্চ: ওড়িশায় একটি নৃশংস খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল আদালত ৷ এই রায়ে খুশি মৃতের পরিবার ৷ তাঁদের দাবি, অবশেষে ন্যায়বিচার হয়েছে ৷

মৃতের মেয়ে বলেন, "আমার বাবাকে 2019 সালে আসামিরা হত্যা করেছিল । গত 5 বছর ধরে চলা লড়াইয়ে পুলিশ সুপার, তদন্তকারী অফিসার এবং বারের অন্যান্য সদস্যরা আমাকে সমর্থন করেছেন । বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা ছিল এবং অবশেষে ন্যায়বিচার হয়েছে ।"

2019 সালে প্রাক্তন ব্লক চেয়ারম্যান রামচন্দ্র বেহেরার নৃশংস খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে ওড়িশার আদালত ৷ বুধবার আনন্দপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত এই রায় দিয়েছে ৷ যে পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হল, অজিত প্রুস্টি, সঞ্জীব প্রুস্টি, আলেখা প্রুস্টি, অরুণ প্রুস্টি ও দোলাবইটা ৷ রামচন্দ্র বেহরার মৃত্যুর ঘটনায় তাদের আগেই গ্রেফতার করেছিল ঘাসিপুরা থানার পুলিশ ।

2019 সালের 25 মার্চ প্রাক্তন ব্লক চেয়ারম্যান রামচন্দ্র বেহেরাকে রাত 10:30 টা নাগাদ তাঁর বাড়ির সামনে নির্মমভাবে হত্যা করা হয় । সেই মামলায় অভিযুক্ত পাঁচজনকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত ৷

আইনজীবী অশ্বিনী মল্লিক বলেন, পাঁচজন অভিযুক্ত রামচন্দ্র বেহেরার বাড়িতে গিয়ে তাঁকে ডেকে নিয়ে গিয়েছিলেন । পরে তাঁকে হত্যা করে বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা । নিহতের হাত-পা কেটে দেহাংশ ফেলে রেখে যাওয়া হয় । আদালত এই মামলায় 53 জন সাক্ষী, 94টি নথিপত্র এবং 30টি বস্তুগত বিষয় যাচাই-বাছাই করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিয়েছে ।

আরও পড়ুন:

  1. কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও তাঁর বান্ধবীর পুলিশি হেফাজত, দোষীর ফাঁসি চান বাবা
  2. দম্পতিকে খুনের মামলায় 9 বছর পর আসামীকে ফাঁসির সাজা কালিম্পংয়ের জেলা আদালতের
  3. নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.