ETV Bharat / bharat

পঞ্জাব প্রশাসন নয়, সিধু মুসেওয়ালার মায়ের 'বেআইনি' আইভিএফ নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রের

IVF of Late Sidhu Moosewalas Mother: মঙ্গলবার প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা অভিযোগ করেছিলেন, পঞ্জাব সরকার প্রশাসনকে দিয়ে তাঁদের হেনস্থা করছে 'বেআইনি আইভিএফ'-এর অভিযোগে ৷ তবে, পঞ্জাব সরকার নয়, এনিয়ে রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে ? তা জানতে চেয়েছে কেন্দ্র ৷ আজ কেন্দ্রের সেই চিঠি প্রকাশ্যে এসেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 4:12 PM IST

ETV BHARAT
ETV BHARAT

চণ্ডীগড়, 20 মার্চ: পঞ্জাব সরকারের বিরুদ্ধে প্রশাসনকে দিয়ে তাঁদের হেনস্তার অভিযোগ তুলেছিলেন প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং ৷ কিন্তু সেই অভিযোগ যে সত্যি নয়, তা সামনে এল ৷ বেআইনি পদ্ধতিতে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার অভিযোগ উঠেছে বালকৌর সিং এবং তাঁর স্ত্রী'র বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্য গবেষণা বিভাগ এবং এআরটি অ্যান্ড সারোগেসি বিভাগের নির্দেশে তদন্ত করছে পঞ্জাব প্রশাসন ৷ বুধবার সেই নির্দেশের চিঠি সংবাদমাধ্যমের হাতে এসেছে ৷

যদিও পঞ্জাব বা কেন্দ্র কোনওপক্ষই এনিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি ৷ তবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পঞ্জাব সরকারকে পাঠানো সেই চিঠি প্রকাশ হয়েছে ৷ উল্লেখ্য, সন্ত্রাসবাদীদের গুলি নিহত সিধু মুসেওয়ালার মা চরণ কৌর গতমাসে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ সন্তান ধারণ ও প্রসবের এই বিষয়টি আইভিএফ প্রযুক্তি অর্থাৎ, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে করা হয়েছে ৷

কিন্তু, এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন আইন 2021 অনুযায়ী, 21-50 বছরের মধ্যে মহিলারা আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করতে পারবেন ৷ সেখানে সিধু মুসেওয়ালার মায়ের বয়স 58 বছর ৷ যা এআরটি রেগুলেশন আইনে অবৈধ ৷ বিষয়টি নিয়ে গত 14 মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্য গবেষণা বিভাগ এবং এআরটি অ্যান্ড সারোগেসি বিভাগ পঞ্জাবের স্বাস্থ্য দফতর ও প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি চিঠি পাঠায় ৷ সেখানে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের কথা উল্লেখ করে, বিষয়টি নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে ? তা জানতে চায় ৷

যেখানে স্পষ্ট ভাষায় স্বাস্থ্যমন্ত্রক উল্লেখ করেছে, "পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা শ্রীমতি চরণ সিং আইভিএফ চিকিৎসার মাধ্যমে একটি শিশুর জন্ম দিয়েছেন 58 বছর বয়সে ৷ অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন আইন 2021-এর ধারা 21 (জি) (1) অনুযায়ী, মহিলাদের জন্য এআরটি পরিষেবার নির্ধারিত বয়সসীমা 21-50 বছর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে ৷ সেই কারণে, আপনাদের (পঞ্জাব প্রশাসন) কাছে অনুরোধ করা হচ্ছে, এই বিষয়টি খতিয়ে দেখতে এবং সেই মতো এআরটি রেগুলেশন আইন 2021-এর আওতায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? তার একটি রিপোর্ট বিভাগে জমা দিতে হবে ৷"

উল্লেখ্য, সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেন, পঞ্জাব সরকার প্রশাসনকে দিয়ে তাঁদের হেনস্তা করছে ৷ এমনকী ওই শিশুর জন্ম বৈধভাবে হয়েছে কি না, তা জানতে চাওয়া হচ্ছে ৷ তবে বালকৌর সিং দাবি করেছেন সরকার যদি কোনও ব্যবস্থা নিতে চায়, তাতে তিনি সহযোগিতা করবেন ৷ কিন্তু, তার আগে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হতে দিতে হবে ৷

আরও পড়ুন:

  1. 'ভুয়ো খবর' বলেছিলেন, এবার সদ্যোজাতকে কোলে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি মুসেওয়ালার বাবার
  2. নিহত পঞ্জাবি গায়ক সিধুর মা অন্তঃসত্ত্বা, গুজব বলে ওড়ালেন বাবা বালকৌর সিং
  3. সিধু মুসেওয়ালা খুনের 2 বছর পর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তাঁর 58 বছরের মা

চণ্ডীগড়, 20 মার্চ: পঞ্জাব সরকারের বিরুদ্ধে প্রশাসনকে দিয়ে তাঁদের হেনস্তার অভিযোগ তুলেছিলেন প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং ৷ কিন্তু সেই অভিযোগ যে সত্যি নয়, তা সামনে এল ৷ বেআইনি পদ্ধতিতে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার অভিযোগ উঠেছে বালকৌর সিং এবং তাঁর স্ত্রী'র বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্য গবেষণা বিভাগ এবং এআরটি অ্যান্ড সারোগেসি বিভাগের নির্দেশে তদন্ত করছে পঞ্জাব প্রশাসন ৷ বুধবার সেই নির্দেশের চিঠি সংবাদমাধ্যমের হাতে এসেছে ৷

যদিও পঞ্জাব বা কেন্দ্র কোনওপক্ষই এনিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি ৷ তবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পঞ্জাব সরকারকে পাঠানো সেই চিঠি প্রকাশ হয়েছে ৷ উল্লেখ্য, সন্ত্রাসবাদীদের গুলি নিহত সিধু মুসেওয়ালার মা চরণ কৌর গতমাসে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ সন্তান ধারণ ও প্রসবের এই বিষয়টি আইভিএফ প্রযুক্তি অর্থাৎ, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে করা হয়েছে ৷

কিন্তু, এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন আইন 2021 অনুযায়ী, 21-50 বছরের মধ্যে মহিলারা আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করতে পারবেন ৷ সেখানে সিধু মুসেওয়ালার মায়ের বয়স 58 বছর ৷ যা এআরটি রেগুলেশন আইনে অবৈধ ৷ বিষয়টি নিয়ে গত 14 মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্য গবেষণা বিভাগ এবং এআরটি অ্যান্ড সারোগেসি বিভাগ পঞ্জাবের স্বাস্থ্য দফতর ও প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি চিঠি পাঠায় ৷ সেখানে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের কথা উল্লেখ করে, বিষয়টি নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে ? তা জানতে চায় ৷

যেখানে স্পষ্ট ভাষায় স্বাস্থ্যমন্ত্রক উল্লেখ করেছে, "পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা শ্রীমতি চরণ সিং আইভিএফ চিকিৎসার মাধ্যমে একটি শিশুর জন্ম দিয়েছেন 58 বছর বয়সে ৷ অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন আইন 2021-এর ধারা 21 (জি) (1) অনুযায়ী, মহিলাদের জন্য এআরটি পরিষেবার নির্ধারিত বয়সসীমা 21-50 বছর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে ৷ সেই কারণে, আপনাদের (পঞ্জাব প্রশাসন) কাছে অনুরোধ করা হচ্ছে, এই বিষয়টি খতিয়ে দেখতে এবং সেই মতো এআরটি রেগুলেশন আইন 2021-এর আওতায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? তার একটি রিপোর্ট বিভাগে জমা দিতে হবে ৷"

উল্লেখ্য, সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেন, পঞ্জাব সরকার প্রশাসনকে দিয়ে তাঁদের হেনস্তা করছে ৷ এমনকী ওই শিশুর জন্ম বৈধভাবে হয়েছে কি না, তা জানতে চাওয়া হচ্ছে ৷ তবে বালকৌর সিং দাবি করেছেন সরকার যদি কোনও ব্যবস্থা নিতে চায়, তাতে তিনি সহযোগিতা করবেন ৷ কিন্তু, তার আগে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হতে দিতে হবে ৷

আরও পড়ুন:

  1. 'ভুয়ো খবর' বলেছিলেন, এবার সদ্যোজাতকে কোলে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি মুসেওয়ালার বাবার
  2. নিহত পঞ্জাবি গায়ক সিধুর মা অন্তঃসত্ত্বা, গুজব বলে ওড়ালেন বাবা বালকৌর সিং
  3. সিধু মুসেওয়ালা খুনের 2 বছর পর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তাঁর 58 বছরের মা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.