নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: সোমবার হচ্ছে না বিজেপির পরিষদীয় দলের বৈঠক ৷ বুধবার হবে সেই বৈঠক ৷ সূত্রের খবর, সেই বৈঠকের পরই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা 20 ফেব্রুয়ারি রামলীলা ময়দানে শপথ গ্রহণ করতে পারেন।
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রায় নয় দিন পেরিয়ে গিয়েছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ এর মাঝেই জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের দিকে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ৷ যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-সহ শীর্ষস্থানীয় বিজেপি নেতারাও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷
সূত্র মারফৎ খবর, প্রধানমন্ত্রীর বিদেশ সফর থেকে ফেরার পর সোমবার হওয়ার কথা ছিল বিজেপির পরিষদীয় দলের বৈঠক ৷ আনুষ্ঠানিকভাবে সেই বৈঠক থেকেই বিধানসভার দলনেতা নির্বাচন হওয়ার কথা ছিল ৷ এদিনের সেই বৈঠকও বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ৷ মনে করা হচ্ছে ওই দিন পরিষদীয় দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপরই বৃহস্পতিবার হবে শপথগ্রহণ অনুষ্ঠান ৷
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানের বিস্তারিত আলোচনাও ওই বৈঠকে হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি 26 বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে ৷ গত 8 ফেব্রুয়ারি ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল। আম আদমি পার্টির (আপ) এক দশকের শাসনের অবসান ঘটিয়ে 70 সদস্যের বিধানসভার মধ্যে 48টি আসন জিতেছে বিজেপি ৷ আপ 22টি আসন জিতেছে। একই সঙ্গে হেরে গিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ বিজেপির পরবেশ ভার্মার কাছে নয়াদিল্লি আসনে হেরে গিয়েছেন তিনি। এছাড়াও আপ মন্ত্রিসভার একাধিক মন্ত্রীও হেরে গিয়েছেন ভোটে ৷ (পিটিআই)