ETV Bharat / bharat

গ্রেস নম্বর পাওয়া নিট-ইউজি প্রার্থীদের রি-টেস্টের ফলপ্রকাশ - NEET UG re exam 2024 result out

NEET-UG re-exam 2024 result out: গ্রেস মার্ক পাওয়া নিট-ইউজি প্রার্থীদের পুনরায় যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার ফলপ্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ এই 1563 জন প্রার্থীর পাশাপাশি নিট-ইউজি-র সব প্রার্থীদের সংশোধিত ব়্যাংক ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে এনটিএ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 12:58 PM IST

Updated : Jul 1, 2024, 1:17 PM IST

ETV BHARAT
গ্রেস নম্বর পাওয়া নিট-ইউজি প্রার্থীদের রি-টেস্টের ফলপ্রকাশ (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 1 জুলাই: 1563 জন প্রার্থীর জন্য 23 জুন নিট-ইউজির পুনরায় যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সোমবার তার ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ 30 জুন একটি গণবিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীর সংশোধিত ব়্যাংকও ঘোষণা করেছে এনটিএ । নির্দিষ্ট কয়েকজন ছাত্রকে গ্রেস নম্বর দেওয়া নিয়ে বিতর্ক শুরু হওয়ায় 23 জুন গ্রেস নম্বর পাওয়া প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, 23 জুন পুনরায় পরীক্ষা দেওয়া 1563 জন পরীক্ষার্থী-সহ নিট-ইউজি 2024 পরীক্ষার সমস্ত প্রার্থীর সংশোধিত স্কোরকার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরা হবে ৷ ফলাফল জানতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে

এর আগে, নিট-ইউজি নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যে, বিজেপি নেতা শাজিয়া ইলমি 30 জুন বলেছিলেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সমস্যার জন্য নৈতিক দায়িত্ব নিয়েছেন এবং এর তদন্ত করা হচ্ছে । তিনি বলেন, "এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষারোপ বা রাজনৈতিক স্টান্টের খেলায় না-গিয়ে আমাদের গুরুত্ব সহকারে বিষয়টি দেখতে হবে ৷ এটি একটি গুরুতর সমস্যা এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ও তাঁদের অভিভাবকরা এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷"

স্নাতক স্তরে মেডিক্যালে পড়াশোনার প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র 2024 সালের পরীক্ষা হয়েছিল 5 মে ৷ দেশের 571টি শহরে, বিদেশের 14টি শহরে 4,750টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ 23 লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশ নেন । 4 জুন ঘোষণা করা হয় ফলাফল ৷ ফলপ্রকাশের পরই একাধিক সমস্যার কারণে প্রার্থীদের মধ্যে হৈ-চৈ পড়ে যায় । অপ্রত্যাশিতভাবে 67 জন পরীক্ষার্থী 720 নম্বরের মধ্যে 720 নম্বরই স্কোর করায় তা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় ৷

সুপ্রিম কোর্ট তার রায়ে জানায়, যে প্রার্থীদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে, তা বাতিল করা উচিত এবং ওই প্রার্থীদের গ্রেস নম্বর বাদ দিয়ে আসল স্কোর প্রকাশ করা উচিত অথবা তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়া উচিত ৷ সেই পরীক্ষাই হয়েছিল 23 জুন ৷ কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যকারিতা এবং পরীক্ষার সুষ্ঠু পরিচালনা খতিয়ে দেখার জন্য প্রাক্তন ইসরো চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করে । সাত সদস্যের কমিটি দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ।

বিহারে তদন্তকারীদের হাতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ আসার পর সিবিআই নিট-ইউজি-এর তদন্তভার গ্রহণ করে এবং পরীক্ষা পরিচালনায় যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় 23 জুন একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করেছে । এফআইআরে বলা হয়েছে, 5 মে অনুষ্ঠিত নিট-ইউজি পরিচালনার সময় কয়েকটি রাজ্যে কিছু 'বিচ্ছিন্ন ঘটনা' ঘটেছে । 27 জুন নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই । এর আগে বিহারের পটনা থেকে দু'জনকে গ্রেফতার করেছিল সিবিআই ৷

নয়াদিল্লি, 1 জুলাই: 1563 জন প্রার্থীর জন্য 23 জুন নিট-ইউজির পুনরায় যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সোমবার তার ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ 30 জুন একটি গণবিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীর সংশোধিত ব়্যাংকও ঘোষণা করেছে এনটিএ । নির্দিষ্ট কয়েকজন ছাত্রকে গ্রেস নম্বর দেওয়া নিয়ে বিতর্ক শুরু হওয়ায় 23 জুন গ্রেস নম্বর পাওয়া প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, 23 জুন পুনরায় পরীক্ষা দেওয়া 1563 জন পরীক্ষার্থী-সহ নিট-ইউজি 2024 পরীক্ষার সমস্ত প্রার্থীর সংশোধিত স্কোরকার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরা হবে ৷ ফলাফল জানতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে

এর আগে, নিট-ইউজি নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যে, বিজেপি নেতা শাজিয়া ইলমি 30 জুন বলেছিলেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সমস্যার জন্য নৈতিক দায়িত্ব নিয়েছেন এবং এর তদন্ত করা হচ্ছে । তিনি বলেন, "এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষারোপ বা রাজনৈতিক স্টান্টের খেলায় না-গিয়ে আমাদের গুরুত্ব সহকারে বিষয়টি দেখতে হবে ৷ এটি একটি গুরুতর সমস্যা এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ও তাঁদের অভিভাবকরা এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷"

স্নাতক স্তরে মেডিক্যালে পড়াশোনার প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র 2024 সালের পরীক্ষা হয়েছিল 5 মে ৷ দেশের 571টি শহরে, বিদেশের 14টি শহরে 4,750টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ 23 লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশ নেন । 4 জুন ঘোষণা করা হয় ফলাফল ৷ ফলপ্রকাশের পরই একাধিক সমস্যার কারণে প্রার্থীদের মধ্যে হৈ-চৈ পড়ে যায় । অপ্রত্যাশিতভাবে 67 জন পরীক্ষার্থী 720 নম্বরের মধ্যে 720 নম্বরই স্কোর করায় তা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় ৷

সুপ্রিম কোর্ট তার রায়ে জানায়, যে প্রার্থীদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে, তা বাতিল করা উচিত এবং ওই প্রার্থীদের গ্রেস নম্বর বাদ দিয়ে আসল স্কোর প্রকাশ করা উচিত অথবা তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়া উচিত ৷ সেই পরীক্ষাই হয়েছিল 23 জুন ৷ কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যকারিতা এবং পরীক্ষার সুষ্ঠু পরিচালনা খতিয়ে দেখার জন্য প্রাক্তন ইসরো চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করে । সাত সদস্যের কমিটি দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ।

বিহারে তদন্তকারীদের হাতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ আসার পর সিবিআই নিট-ইউজি-এর তদন্তভার গ্রহণ করে এবং পরীক্ষা পরিচালনায় যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় 23 জুন একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করেছে । এফআইআরে বলা হয়েছে, 5 মে অনুষ্ঠিত নিট-ইউজি পরিচালনার সময় কয়েকটি রাজ্যে কিছু 'বিচ্ছিন্ন ঘটনা' ঘটেছে । 27 জুন নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই । এর আগে বিহারের পটনা থেকে দু'জনকে গ্রেফতার করেছিল সিবিআই ৷

Last Updated : Jul 1, 2024, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.