ETV Bharat / bharat

নিট ইউজি পরীক্ষায় আবেদনকারীদের আজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুযোগ

NEET UG 2024: চলতি বছরের নিট ইউজি পরীক্ষার জন্য 25 লক্ষ 60 হাজার প্রার্থী অনলাইনে আবেদন করেছেন । যে সব প্রার্থীরা আবেদনপত্র পূরণে ভুল করেছেন তাদের সংশোধনের সুযোগ দিচ্ছে এনটিএ । এই প্রার্থীরা 20 মার্চ রাত 11টা 50 মিনিট পর্যন্ত তাদের ফর্মের ভুলগুলি সংশোধন করতে পারবেন ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 2:01 PM IST

NEET UG 2024
NEET UG 2024

কোটা, 18 মার্চ: চলতি বছরের নিট ইউজি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৷ কিন্তু কিছু ভুল থেকে গিয়েছে ৷ সেই ভুল এবার সংশোধন করতে পারবেন ৷ আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ) ৷ 20 মার্চ রাত 11টা 50 মিনিট পর্যন্ত শেষ রেজিস্ট্রেশনের ভুলগুলি সংশোধন করা যাবে ৷

দেশের সবচেয়ে বড় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা হল নিট ইউজি ৷ আগামী 5 মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করে । এই পরীক্ষার জন্য আবেদন নেওয়া শেষ হয়েছে 16 মার্চ । এই সময়ের মধ্যে 25 লক্ষ 60 হাজার প্রার্থী অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করেছেন । এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে । তবে অনেকের রেজিস্ট্রেশনের সময় ফর্ম ফিলাপে ভুল হয়ে থাকতে পারে ৷ তাই তাদের সেই ভুল 20 মার্চের মধ্যে সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ।

কোটার প্রাইভেট কোচিং ইনস্টিটিউটের ক্যারিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র বলেছেন, প্রার্থীরা 18 থেকে 20 মার্চ পর্যন্ত তিনদিন অনলাইনে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করতে পারবেন । এতে প্রার্থীদের ফর্মে ফিলাপ করা সমস্ত তথ্য পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে ৷ তবে তারা কেবল মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন না । এই প্রথমবার এই প্রবেশিকা পরীক্ষার ভুল সংশোধন উইন্ডোতে সমস্ত তথ্য পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে ।

তিনি জানান, 20 মার্চ রাত 11টা 50মিনিট পর্যন্ত প্রার্থীরা ভুল সংশোধনের এই সুবিধা পাবে । তবে কিছু চিহ্নিত ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের ফিও দিতে হবে । এর মধ্যে রয়েছে জেন্ডার, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি । এই ফির টাকা আর ফেরত দেওয়া হবে না । ত্রুটি সংশোধন সম্পর্কিত যেকোন ধরণের অনুসন্ধান বা তথ্যের জন্য প্রার্থীরা ফোন নম্বর 011 40759000 এবং ইমেল আইডি neet@nta.ac.in-এ NTA-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

প্রার্থীরা ফর্মে এই বিষয়গুলি পরিবর্তন করতে পারবেন:

  • প্রার্থীর নিজের নাম
  • বাবা বা মায়ের নাম
  • জন্ম তারিখ
  • লিঙ্গ
  • সামাজিক শ্রেণি
  • প্রশ্নপত্রের মাধ্যম
  • যোগ্যতা
  • পরীক্ষা দেওয়ার শহর
  • শিক্ষাগত যোগ্যতার বিশদ বিবরণ (দশম ও দ্বাদশ)
  • বিভাগ
  • উপশ্রেণি/পিডব্লুডি
  • ঠিকানা (স্থায়ী এবং বর্তমান)
  • জরুরি যোগাযোগ নম্বর
  • প্রার্থীর ছবি
  • স্বাক্ষর

আরও পড়ুন:

  1. মেডিক্যাল এন্ট্রান্সের প্রস্তুতি নেওয়া ছাত্রের রহস্যমৃত্য, কোটার ছাত্রাবাস থেকে উদ্ধার দেহ
  2. নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিং এবার 'কাট অফ নম্বর' ছাড়াই, বিষয়টি ঠিক কী!
  3. শূন্য অথবা নেগেটিভ নম্বর পেলেও এবার এমডি ! জাতীয় মেডিক্যাল কমিশন মানদণ্ড কমানোয় বিতর্ক

কোটা, 18 মার্চ: চলতি বছরের নিট ইউজি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৷ কিন্তু কিছু ভুল থেকে গিয়েছে ৷ সেই ভুল এবার সংশোধন করতে পারবেন ৷ আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ) ৷ 20 মার্চ রাত 11টা 50 মিনিট পর্যন্ত শেষ রেজিস্ট্রেশনের ভুলগুলি সংশোধন করা যাবে ৷

দেশের সবচেয়ে বড় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা হল নিট ইউজি ৷ আগামী 5 মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করে । এই পরীক্ষার জন্য আবেদন নেওয়া শেষ হয়েছে 16 মার্চ । এই সময়ের মধ্যে 25 লক্ষ 60 হাজার প্রার্থী অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করেছেন । এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে । তবে অনেকের রেজিস্ট্রেশনের সময় ফর্ম ফিলাপে ভুল হয়ে থাকতে পারে ৷ তাই তাদের সেই ভুল 20 মার্চের মধ্যে সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ।

কোটার প্রাইভেট কোচিং ইনস্টিটিউটের ক্যারিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র বলেছেন, প্রার্থীরা 18 থেকে 20 মার্চ পর্যন্ত তিনদিন অনলাইনে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করতে পারবেন । এতে প্রার্থীদের ফর্মে ফিলাপ করা সমস্ত তথ্য পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে ৷ তবে তারা কেবল মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন না । এই প্রথমবার এই প্রবেশিকা পরীক্ষার ভুল সংশোধন উইন্ডোতে সমস্ত তথ্য পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে ।

তিনি জানান, 20 মার্চ রাত 11টা 50মিনিট পর্যন্ত প্রার্থীরা ভুল সংশোধনের এই সুবিধা পাবে । তবে কিছু চিহ্নিত ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের ফিও দিতে হবে । এর মধ্যে রয়েছে জেন্ডার, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি । এই ফির টাকা আর ফেরত দেওয়া হবে না । ত্রুটি সংশোধন সম্পর্কিত যেকোন ধরণের অনুসন্ধান বা তথ্যের জন্য প্রার্থীরা ফোন নম্বর 011 40759000 এবং ইমেল আইডি neet@nta.ac.in-এ NTA-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

প্রার্থীরা ফর্মে এই বিষয়গুলি পরিবর্তন করতে পারবেন:

  • প্রার্থীর নিজের নাম
  • বাবা বা মায়ের নাম
  • জন্ম তারিখ
  • লিঙ্গ
  • সামাজিক শ্রেণি
  • প্রশ্নপত্রের মাধ্যম
  • যোগ্যতা
  • পরীক্ষা দেওয়ার শহর
  • শিক্ষাগত যোগ্যতার বিশদ বিবরণ (দশম ও দ্বাদশ)
  • বিভাগ
  • উপশ্রেণি/পিডব্লুডি
  • ঠিকানা (স্থায়ী এবং বর্তমান)
  • জরুরি যোগাযোগ নম্বর
  • প্রার্থীর ছবি
  • স্বাক্ষর

আরও পড়ুন:

  1. মেডিক্যাল এন্ট্রান্সের প্রস্তুতি নেওয়া ছাত্রের রহস্যমৃত্য, কোটার ছাত্রাবাস থেকে উদ্ধার দেহ
  2. নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিং এবার 'কাট অফ নম্বর' ছাড়াই, বিষয়টি ঠিক কী!
  3. শূন্য অথবা নেগেটিভ নম্বর পেলেও এবার এমডি ! জাতীয় মেডিক্যাল কমিশন মানদণ্ড কমানোয় বিতর্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.