ETV Bharat / bharat

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়ার বিরুদ্ধে চার্জশিট ইডি'র - NATIONAL HERALD CASE

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধি-সহ আরও কয়েকজন নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি ৷ এই ঘটনা রাজনৈতিক প্রতিশোধ বলে অভিযোগ করছে কংগ্রেস ৷

ED Chargesheet against Sonia and Rahul Gandhi in National Herald Case
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিরুদ্ধে ইডির চার্জশিট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 15, 2025 at 8:37 PM IST

3 Min Read

নয়াদিল্লি, 15 এপ্রিল: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি-সহ অন্য কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে অন্য একটি মামলায় ইডি'র কার্যালয়ে হাজিরা দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা ৷

এর আগে গত 12 এপ্রিল, শনিবার কংগ্রেসের ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ও অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড-এর (এজিএল) 661 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ দিয়েছিল ইডি ৷ গত 9 এপ্রিল এই মামলার চার্জশিট জমা দিয়েছিল ইডি ৷ মঙ্গলবার সেই চার্জশিট খতিয়ে দেখেন বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে ৷ আগামী 25 এপ্রিল পরবর্তী শুনানি ৷ এই চার্জশিটে কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা এবং সুমন দুবের নামও উল্লেখ করা হয়েছে ৷

আর্থিক জালিয়াতি সংক্রান্ত পিএমএলএ আইনের 3 ও 4 নম্বর ধারার আওতায় আর্থিক নয়ছয় ও তার জন্য শাস্তির আবেদন জানিয়েছেন ইডির বিশেষ সরকারি কৌঁসুলী এনকে মাত্তা ৷ এদিন বিচারক বলেন, "অভিযোগগুলি খতিয়ে দেখে নথিভুক্ত করা হোক ৷" পরবর্তী শুনানির মধ্যে বিচারক ইডিকে অভিযোগের সফ্ট কপি ও তথ্যগুলির ওসিআর ফরম্যাট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

চার্জশিট পেশ করার পর কংগ্রেসের মিডিয়ার সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করাটা আইনের আড়ালে সরকার প্রযোজিত অপরাধ ৷ শ্রীমতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং অন্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করাটা প্রতিশোধের রাজনীতি ছাড়া আর কিছুই নয় ৷ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখানোর চেষ্টা করছেন ৷ জাতীয় কংগ্রেসও চুপচাপ বসে থাকবে না ৷ সত্যমেব জয়তে ৷"

ইয়ং ইন্ডিয়ার সবচেয়ে বেশি শেয়ার রয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন তথা রাজ্য়সভার সাংসদ সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির কাছে ৷ তাঁরা প্রত্যেকে 38 শতাংশ শেয়ারের মালিক ৷ কয়েক বছর আগে এই মামলায় তাঁদের দু'জনকে দীর্ঘ সময় ধরে জেরা করেছিল ইডি ৷ এরপর ইডি দাবি করে, বেসরকার সংস্থা ইয়ং ইন্ডিয়ার কর্ণধার সোনিয়া ও রাহুল গান্ধি, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড-এর (এজিএল) 2 হাজার কোটি টাকার সম্পত্তি মাত্র 50 লক্ষ টাকায় কিনেছিলেন ৷

উল্লেখ্য, রাজ্যসভায় বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী 2012 সালের 1 নভেম্বর ন্যাশনাল হেরাল্ড নিয়ে মামলা দায়ের করেন ৷ এই মামলায় 2014 সালের 26 জুন প্রথমবার সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে নোটিশ দেওয়া হয় ৷ ওই বছর 1 অগস্ট ইডি এই মামলায় অর্থ তছরূপের অভিযোগ দায়ের করে ৷ 2015 সালের 19 ডিসেম্বর এই মামলায় দিল্লির আদালত থেকে জামিন পান গান্ধিরা ৷ 2016 সালে এই মামলা খারিজ করতে গান্ধিদের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করা হয় ৷ 2019 সালে ন্যাশনাল হেরাল্ডের 64 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ৷

নয়াদিল্লি, 15 এপ্রিল: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি-সহ অন্য কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে অন্য একটি মামলায় ইডি'র কার্যালয়ে হাজিরা দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা ৷

এর আগে গত 12 এপ্রিল, শনিবার কংগ্রেসের ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ও অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড-এর (এজিএল) 661 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ দিয়েছিল ইডি ৷ গত 9 এপ্রিল এই মামলার চার্জশিট জমা দিয়েছিল ইডি ৷ মঙ্গলবার সেই চার্জশিট খতিয়ে দেখেন বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে ৷ আগামী 25 এপ্রিল পরবর্তী শুনানি ৷ এই চার্জশিটে কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা এবং সুমন দুবের নামও উল্লেখ করা হয়েছে ৷

আর্থিক জালিয়াতি সংক্রান্ত পিএমএলএ আইনের 3 ও 4 নম্বর ধারার আওতায় আর্থিক নয়ছয় ও তার জন্য শাস্তির আবেদন জানিয়েছেন ইডির বিশেষ সরকারি কৌঁসুলী এনকে মাত্তা ৷ এদিন বিচারক বলেন, "অভিযোগগুলি খতিয়ে দেখে নথিভুক্ত করা হোক ৷" পরবর্তী শুনানির মধ্যে বিচারক ইডিকে অভিযোগের সফ্ট কপি ও তথ্যগুলির ওসিআর ফরম্যাট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

চার্জশিট পেশ করার পর কংগ্রেসের মিডিয়ার সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করাটা আইনের আড়ালে সরকার প্রযোজিত অপরাধ ৷ শ্রীমতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং অন্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করাটা প্রতিশোধের রাজনীতি ছাড়া আর কিছুই নয় ৷ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখানোর চেষ্টা করছেন ৷ জাতীয় কংগ্রেসও চুপচাপ বসে থাকবে না ৷ সত্যমেব জয়তে ৷"

ইয়ং ইন্ডিয়ার সবচেয়ে বেশি শেয়ার রয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন তথা রাজ্য়সভার সাংসদ সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির কাছে ৷ তাঁরা প্রত্যেকে 38 শতাংশ শেয়ারের মালিক ৷ কয়েক বছর আগে এই মামলায় তাঁদের দু'জনকে দীর্ঘ সময় ধরে জেরা করেছিল ইডি ৷ এরপর ইডি দাবি করে, বেসরকার সংস্থা ইয়ং ইন্ডিয়ার কর্ণধার সোনিয়া ও রাহুল গান্ধি, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড-এর (এজিএল) 2 হাজার কোটি টাকার সম্পত্তি মাত্র 50 লক্ষ টাকায় কিনেছিলেন ৷

উল্লেখ্য, রাজ্যসভায় বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী 2012 সালের 1 নভেম্বর ন্যাশনাল হেরাল্ড নিয়ে মামলা দায়ের করেন ৷ এই মামলায় 2014 সালের 26 জুন প্রথমবার সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে নোটিশ দেওয়া হয় ৷ ওই বছর 1 অগস্ট ইডি এই মামলায় অর্থ তছরূপের অভিযোগ দায়ের করে ৷ 2015 সালের 19 ডিসেম্বর এই মামলায় দিল্লির আদালত থেকে জামিন পান গান্ধিরা ৷ 2016 সালে এই মামলা খারিজ করতে গান্ধিদের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করা হয় ৷ 2019 সালে ন্যাশনাল হেরাল্ডের 64 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.