ETV Bharat / bharat

ক্রমশ ছড়াচ্ছে এমপক্স ! কেরলে হদিশ মিলল আক্রান্তের - Kozhikode Mpox

Mpox Reported In Kerala: গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এসেছিলেন বলেও জানা গিয়েছে। ওই যুবককে মঙ্গলবার এমপক্স উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 9:42 PM IST

Mpox Reported In Kerala
কেরলে হদিশ মিলল এমপক্সের (প্রতীকী ছবি)

মলপ্পুরম, 18 সেপ্টম্বর: কেরলের মলপ্পুরম জেলায় হদিশ মিলল এমপক্স (Mpox)-এর। এডভান্নার এক যুবক এমপক্সে আক্রান্ত বলে জানা গিয়েছে। তিনি মঞ্জেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলেও খবর। ওই যুবককে মঙ্গলবার এমপক্স উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোঝিকোড মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাব টেস্টে ভাইরাসের বিষয়ে নিশ্চিত হয়েছে ৷

যুবকটি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এসেছিলেন বলেও জানা গিয়েছে। একই সঙ্গে হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, ওই যুবকটি জ্বরে ভুগছিলেন ৷ তাঁর দেহে চিকেন পক্সের মতো দাগও রয়েছে বলে জানা গিয়েছে। এরপরই যুবক সাধারণভাবে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রথম কেরলে এই রোগটি নিশ্চিত করা হল।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কেউ বিদেশ থেকে আসলে তাদের দ্রুত স্বাস্থ্য বিভাগ বিশেষ করে প্রবাসীদের জানাতে হবে। কারও যদি Mpox-এর লক্ষণ থাকে তবে তাদের স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, রোগীদের যোগাযোগের তালিকায় প্রচুর লোক ইতিমধ্যেই রয়েছে বলে খবর। তাই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, প্রবাসীরা যারা অন্যান্য জেলায় এসেছেন তাদেরও নজরদারিতে রাখা হবে।

ক্রমশ ছড়াচ্ছে Mpox ৷ প্রাণঘাতী এবং সংক্রমণ হার ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তারমধ্যেই স্বস্তির খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ হু (WHO) জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য একটি এম-পক্স ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে ৷ এটিকে আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেছে হু ।

মলপ্পুরম, 18 সেপ্টম্বর: কেরলের মলপ্পুরম জেলায় হদিশ মিলল এমপক্স (Mpox)-এর। এডভান্নার এক যুবক এমপক্সে আক্রান্ত বলে জানা গিয়েছে। তিনি মঞ্জেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলেও খবর। ওই যুবককে মঙ্গলবার এমপক্স উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোঝিকোড মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাব টেস্টে ভাইরাসের বিষয়ে নিশ্চিত হয়েছে ৷

যুবকটি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এসেছিলেন বলেও জানা গিয়েছে। একই সঙ্গে হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, ওই যুবকটি জ্বরে ভুগছিলেন ৷ তাঁর দেহে চিকেন পক্সের মতো দাগও রয়েছে বলে জানা গিয়েছে। এরপরই যুবক সাধারণভাবে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রথম কেরলে এই রোগটি নিশ্চিত করা হল।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কেউ বিদেশ থেকে আসলে তাদের দ্রুত স্বাস্থ্য বিভাগ বিশেষ করে প্রবাসীদের জানাতে হবে। কারও যদি Mpox-এর লক্ষণ থাকে তবে তাদের স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, রোগীদের যোগাযোগের তালিকায় প্রচুর লোক ইতিমধ্যেই রয়েছে বলে খবর। তাই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, প্রবাসীরা যারা অন্যান্য জেলায় এসেছেন তাদেরও নজরদারিতে রাখা হবে।

ক্রমশ ছড়াচ্ছে Mpox ৷ প্রাণঘাতী এবং সংক্রমণ হার ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তারমধ্যেই স্বস্তির খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ হু (WHO) জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য একটি এম-পক্স ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে ৷ এটিকে আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেছে হু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.