সিদ্দিপেট (তেলেঙ্গানা), 8 সেপ্টেম্বর: বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রকাশ্যে আসে দুষ্কর্ম ৷ অভিযোগ দায়ের হয় থানায় ৷ অভিযুক্তদের গ্রেফতার করে পকসো আইনে মামলা করে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেটে ৷
এখানকার নবম শ্রেণির ছাত্রীকে 'গণধর্ষণ' করে তিন যুবক ৷ নাবালিকার বাবা কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা যান ৷ ঘটনার দিন তার মা কাজে গিয়েছিলেন ৷ স্কুল থেকে ফিরে বাড়িতে একাই ছিল নাবালিকা ৷ সেই সময় তার পূর্ব পরিচিত তিন যুবক এসে গণধর্ষণ করে ৷ তিন অভিযুক্তের মধ্যে একজন জানত, নাবালিকা ওই সময় বাড়িতে একা থাকবে ৷ আগে থেকে চেনাশোনা হওয়ায় নাবালিকা বিশ্বাস করে তাদের বাড়িতে ঢুকতে দিয়েছিল বলে অনুমান পুলিশের ৷ সেই সুযোগ নিয়েই তিন যুবক নাবালিকার উপর অত্যাচার চালায় ৷
সম্প্রতি পেট ব্যথায় ভুগছিল নাবালিকা। চিকিৎসার জন্য তাকে দুবাকা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তারি পরীক্ষার পর মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানা যায়। মেয়েকে জিজ্ঞাসা করে আসল ঘটনা জানতে পারেন মা ৷ এরপর বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ তদন্তকারীদের দাবি, জেরাই তিনজনই স্বীকার করে নাবালিকাকে ধর্ষণের কথা ৷ এরপর পকসো মামলা নথিভুক্ত করে ধৃতদের নিজেদের হেফজতে নেয় পুলিশ ৷ এদিকে নির্যাতিতাকে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিপেট সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।