ETV Bharat / bharat

'কাশ্মীর নয়াদিল্লি-ইসলামাবাদের দ্বিপাক্ষিক বিষয়', স্পষ্ট করল বিদেশ মন্ত্রক - INDIA PAKISTAN KASHMIR ISSUE

কাশ্মীর নিয়ে আলোচনা হলে তা ভারত ও পাকিস্তানের মধ্যেই হবে ৷ তৃতীয় কোনও দেশের মধ্যস্থতা বরদাস্ত করবে না ভারত, ফের জানাল বিদেশ মন্ত্রক ৷

Ministry of External Affairs
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By PTI

Published : May 13, 2025 at 10:08 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 13 মে: কাশ্মীর ইস্যুতে ভারত যে অন্য কোনও দেশের মধ্যস্থতা চায় না, তা গতকালই পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে আরও একবার একই কথা জানালেন দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ এদিন তিনি বলেন, "কাশ্মীর, নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক বিষয় ৷ এটাই আমাদের অবস্থান এবং এর কোনও পরিবর্তন হবে না ৷"

গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন ৷ গত 10 মে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা তিনিই প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ৷ তাঁর ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী ৷

এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্য়ে হাজার বছরের কাশ্মীর ইস্যু সমাধানের জন্য মধ্যস্থতা করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ এরপর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর উদ্দেশে ভাষণের আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমার প্রশাসনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে ৷ আশা করছি, এটা স্থায়ী ৷ দু'টি দেশের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে ৷" ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানকে তিনি জানিয়েছিলেন এই সংঘর্ষ না থামালে ব্যবসা হবে না ৷

সরকারি সূত্রে খবর, আমেরিকার দাবি খারিজ করেছে ভারত ৷ অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর 9 মে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন ৷ 8 ও 10 মে মার্কো রুবিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা যোগাযোগ করেন ৷ তিনি দেশের জাতীয় উপদেষ্টা দোভালের সঙ্গে কথা বলেন 10 মে ৷

এই ঘটনা পরম্পরার পর এদিন রণধীর জয়সওয়াল বলেন, "আমাদের জাতীয় অবস্থান দীর্ঘদিনের ৷ জম্মু ও কাশ্মীর অখণ্ড ভারতের অংশ ৷ এই বিষয়টি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় ৷ এই নীতির পরিবর্তন হয়নি ৷ ভারতের যে অংশে পাকিস্তান অধিকৃত করে আছে, সেটা নিয়ে বিবাদ চলছে ৷"

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে মুখপাত্র বলেন, "এই রকম কিছু রিপোর্ট জানা গিয়েছে ৷ 10 মে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি বৈঠক করবে ৷ কিন্তু পরে তারা এই খবর অস্বীকার করে ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রক নিজেই এটা অস্বীকার করে ৷ ভারত পরমাণু নিয়ে ভয় দেখালে তা মেনে নেবে না ৷"

নয়াদিল্লি, 13 মে: কাশ্মীর ইস্যুতে ভারত যে অন্য কোনও দেশের মধ্যস্থতা চায় না, তা গতকালই পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে আরও একবার একই কথা জানালেন দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ এদিন তিনি বলেন, "কাশ্মীর, নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক বিষয় ৷ এটাই আমাদের অবস্থান এবং এর কোনও পরিবর্তন হবে না ৷"

গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন ৷ গত 10 মে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা তিনিই প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ৷ তাঁর ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী ৷

এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্য়ে হাজার বছরের কাশ্মীর ইস্যু সমাধানের জন্য মধ্যস্থতা করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ এরপর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর উদ্দেশে ভাষণের আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমার প্রশাসনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে ৷ আশা করছি, এটা স্থায়ী ৷ দু'টি দেশের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে ৷" ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানকে তিনি জানিয়েছিলেন এই সংঘর্ষ না থামালে ব্যবসা হবে না ৷

সরকারি সূত্রে খবর, আমেরিকার দাবি খারিজ করেছে ভারত ৷ অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর 9 মে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন ৷ 8 ও 10 মে মার্কো রুবিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা যোগাযোগ করেন ৷ তিনি দেশের জাতীয় উপদেষ্টা দোভালের সঙ্গে কথা বলেন 10 মে ৷

এই ঘটনা পরম্পরার পর এদিন রণধীর জয়সওয়াল বলেন, "আমাদের জাতীয় অবস্থান দীর্ঘদিনের ৷ জম্মু ও কাশ্মীর অখণ্ড ভারতের অংশ ৷ এই বিষয়টি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় ৷ এই নীতির পরিবর্তন হয়নি ৷ ভারতের যে অংশে পাকিস্তান অধিকৃত করে আছে, সেটা নিয়ে বিবাদ চলছে ৷"

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে মুখপাত্র বলেন, "এই রকম কিছু রিপোর্ট জানা গিয়েছে ৷ 10 মে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি বৈঠক করবে ৷ কিন্তু পরে তারা এই খবর অস্বীকার করে ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রক নিজেই এটা অস্বীকার করে ৷ ভারত পরমাণু নিয়ে ভয় দেখালে তা মেনে নেবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.