নয়াদিল্লি, 13 মে: কাশ্মীর ইস্যুতে ভারত যে অন্য কোনও দেশের মধ্যস্থতা চায় না, তা গতকালই পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে আরও একবার একই কথা জানালেন দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ এদিন তিনি বলেন, "কাশ্মীর, নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক বিষয় ৷ এটাই আমাদের অবস্থান এবং এর কোনও পরিবর্তন হবে না ৷"
গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন ৷ গত 10 মে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা তিনিই প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ৷ তাঁর ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী ৷
India rebuts the United States' claim. After Operation Sindoor commenced, US Vice President JD Vance spoke to PM Modi on 9th May. US Secretary of State, Marco Rubio spoke to EAM Dr S Jaishankar on 8th May and 10th May and to NSA Doval on 10th May. There was no reference to trade… pic.twitter.com/3ZIQDARZSG
— ANI (@ANI) May 12, 2025
এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্য়ে হাজার বছরের কাশ্মীর ইস্যু সমাধানের জন্য মধ্যস্থতা করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ এরপর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর উদ্দেশে ভাষণের আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমার প্রশাসনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে ৷ আশা করছি, এটা স্থায়ী ৷ দু'টি দেশের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে ৷" ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানকে তিনি জানিয়েছিলেন এই সংঘর্ষ না থামালে ব্যবসা হবে না ৷
#WATCH | US President Donald Trump says, " ...on saturday, my administration helped broker an immediate ceasefire, i think a permanent one between india and pakistan - the countries having a lot of nuclear weapons..."
— ANI (@ANI) May 12, 2025
(source - white house="" youtube) pic.twitter.com/4q5LXFhtZ4
সরকারি সূত্রে খবর, আমেরিকার দাবি খারিজ করেছে ভারত ৷ অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর 9 মে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন ৷ 8 ও 10 মে মার্কো রুবিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা যোগাযোগ করেন ৷ তিনি দেশের জাতীয় উপদেষ্টা দোভালের সঙ্গে কথা বলেন 10 মে ৷
এই ঘটনা পরম্পরার পর এদিন রণধীর জয়সওয়াল বলেন, "আমাদের জাতীয় অবস্থান দীর্ঘদিনের ৷ জম্মু ও কাশ্মীর অখণ্ড ভারতের অংশ ৷ এই বিষয়টি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় ৷ এই নীতির পরিবর্তন হয়নি ৷ ভারতের যে অংশে পাকিস্তান অধিকৃত করে আছে, সেটা নিয়ে বিবাদ চলছে ৷"
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে মুখপাত্র বলেন, "এই রকম কিছু রিপোর্ট জানা গিয়েছে ৷ 10 মে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি বৈঠক করবে ৷ কিন্তু পরে তারা এই খবর অস্বীকার করে ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রক নিজেই এটা অস্বীকার করে ৷ ভারত পরমাণু নিয়ে ভয় দেখালে তা মেনে নেবে না ৷"