ETV Bharat / bharat

'পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিতে চাইলে দরজা খোলা আছে', পাকিস্তান প্রসঙ্গে জয়শঙ্কর - INDIA PAKISTAN CONFLICT

পাকিস্তান যদি কাশ্মীরে ভারতের জমি ছেড়ে দেওয়ার কথা বলে, শুধুমাত্র তখনই দিল্লি আলোচনায় বসতে পারে ৷ ফের এ কথা জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷

Minister of External Affairs Dr. S. Jaishankar
হন্ডুরাসের দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (ছবি: বিদেশ মন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : May 15, 2025 at 9:06 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 15 মে: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সম্পূর্ণ দ্বিপাক্ষিক ৷ গোটা দেশ এমনটাই মনে করে ৷ বহু বছর ধরে এটা চলে আসছে এবং সেখানে কোনও পরিবর্তন হয়নি ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে হন্ডুরাস-এর দূতাবাস উদ্বোধনের ফাঁকে সাংবাদিকদের এমনটাই বললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷

তিনি বলেন, "পহেলগাঁওয়ে হামলার জন্য যারা দায়ী, তাদের শাস্তি দেওয়ার কথা বলেছে রাষ্ট্রপুঞ্জ ৷ 7 মে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে আমরা সেটাই করে দেখিয়েছি ৷" 6-7 মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ৷ এরপর 8, 9 ও 10 মে পাকিস্তানও ভারতীয় সেনাঘাঁটি এবং সাধারণ মানুষের বসবাসের জায়গাগুলিকে নিশানা করে ৷ ভারত তার যথাযোগ্য জবাবও দিয়েছে ৷

10 মে দুই দেশের সামরিক অভিযানে ডিরেক্টর জেনারেল সংঘর্ষ বিরতি নিয়ে সম্মত হওয়ার পর অপারেশন সিঁদুর স্থগিত হয় ৷ বিদেশ মন্ত্রী বলেন, "বিষয়গুলি পরিষ্কার ৷ এই আবহে আমাদের বিরোধীদেরও আমি আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই ৷ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক, কাজকর্ম সবকিছু দ্বিপাক্ষিক এবং কঠোরভাবেই দ্বিপাক্ষিক ৷ বিগত বহু বছর ধরে এই বিষয়ে দেশে ঐকমত্য আছে ৷ এর কোনও বদল হয়নি ৷" জম্মু-কাশ্মীরের অধিকৃত ভারতের জমি ছেড়ে দিতে হবে পাকিস্তানকে ৷ পাকিস্তানের সঙ্গে এই বিষয়েই আলোচনা হতে পারে ৷

এদিন সিন্ধু জল চুক্তি স্থগিত করা নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে বলে জানান বিদেশ মন্ত্রী ৷ 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস) বৈঠক করে ৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত-সহ পাঁচটি পদক্ষেপ করে ভারত ৷ এর ফলে পাকিস্তান জল সংকটের সম্মুখীন হবে ৷ এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "সিন্ধু জল চুক্তি স্থগিত রয়েছে ৷ পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করা পর্যন্ত তা স্থগিতই থাকবে ৷ "

নয়াদিল্লি, 15 মে: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সম্পূর্ণ দ্বিপাক্ষিক ৷ গোটা দেশ এমনটাই মনে করে ৷ বহু বছর ধরে এটা চলে আসছে এবং সেখানে কোনও পরিবর্তন হয়নি ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে হন্ডুরাস-এর দূতাবাস উদ্বোধনের ফাঁকে সাংবাদিকদের এমনটাই বললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷

তিনি বলেন, "পহেলগাঁওয়ে হামলার জন্য যারা দায়ী, তাদের শাস্তি দেওয়ার কথা বলেছে রাষ্ট্রপুঞ্জ ৷ 7 মে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে আমরা সেটাই করে দেখিয়েছি ৷" 6-7 মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ৷ এরপর 8, 9 ও 10 মে পাকিস্তানও ভারতীয় সেনাঘাঁটি এবং সাধারণ মানুষের বসবাসের জায়গাগুলিকে নিশানা করে ৷ ভারত তার যথাযোগ্য জবাবও দিয়েছে ৷

10 মে দুই দেশের সামরিক অভিযানে ডিরেক্টর জেনারেল সংঘর্ষ বিরতি নিয়ে সম্মত হওয়ার পর অপারেশন সিঁদুর স্থগিত হয় ৷ বিদেশ মন্ত্রী বলেন, "বিষয়গুলি পরিষ্কার ৷ এই আবহে আমাদের বিরোধীদেরও আমি আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই ৷ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক, কাজকর্ম সবকিছু দ্বিপাক্ষিক এবং কঠোরভাবেই দ্বিপাক্ষিক ৷ বিগত বহু বছর ধরে এই বিষয়ে দেশে ঐকমত্য আছে ৷ এর কোনও বদল হয়নি ৷" জম্মু-কাশ্মীরের অধিকৃত ভারতের জমি ছেড়ে দিতে হবে পাকিস্তানকে ৷ পাকিস্তানের সঙ্গে এই বিষয়েই আলোচনা হতে পারে ৷

এদিন সিন্ধু জল চুক্তি স্থগিত করা নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে বলে জানান বিদেশ মন্ত্রী ৷ 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস) বৈঠক করে ৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত-সহ পাঁচটি পদক্ষেপ করে ভারত ৷ এর ফলে পাকিস্তান জল সংকটের সম্মুখীন হবে ৷ এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "সিন্ধু জল চুক্তি স্থগিত রয়েছে ৷ পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করা পর্যন্ত তা স্থগিতই থাকবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.