ETV Bharat / bharat

'চোখ-মুখে আতঙ্ক, আমি ঠিক চিনতে পেরেছি', সোনমকে দেখেই অবাক ধাবার মালিক - MEGHALAYA HONEYMOON MURDER

শিলং-কাণ্ডের পরতে পরতে রহস্য ৷ স্বামীকে শিলংয়ে কন্ট্রাক্ট কিলারদের দিয়ে খুন করিয়ে উত্তরপ্রদেশে কী করছিল সোনম ? ধাবা মালিক তাকে দেখে কেন অবাক হলেন ?

indore honeymoon couple
স্ত্রী সোনমই রাজা রঘুবংশীকে খুন করেছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 9, 2025 at 12:17 PM IST

3 Min Read

গাজিপুর, 9 জুন: অবশেষে 15 দিনের মাথায় সন্ধান মিলেছে শিলংয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ সোনম রঘুবংশীর ৷ পুলিশের কাছে সে স্বীকার করেছে, স্বামী রাজা রঘুবংশীকে সে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করিয়েছে ৷ সোমবার সোনমকে গাজিপুর থেকে গ্রেফতার করা হয় ৷ তারপর সামনে আসে মেঘালয় মধুচন্দ্রিমা-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ৷

রবিবার রাত 1টা নাগাদ ধাবা মালিকের কাছে থেকে ফোন নিয়ে কথা বলতে চায় সোনম ৷ বিধ্বস্ত ও চোখ-মুখে আতঙ্কের ছাপ থাকা সোনমকে দেখে সন্দেহ ধাবা মালিকের ৷

ধাবার মালিকই ফোন করেন পুলিশকে (ইটিভি ভারত)

কী জানা গেল ধাবার মালিকের থেকে ?

  • জানা গিয়েছে, রবিবার রাতে সোনমকে গাজিপুরের যে ধাবায় দেখা যায় তারই মালিক পুলিশকে ফোন করে ৷ তিনি জানান, নিখোঁজ থাকা সোনম তাঁর দোকানে এসেছে ৷ ধাবার মালিক সাহিল যাদবের কথায়, "গতকাল রাত 1টা নাগাদ সোনম এখানে আসে। ওকে খুব অস্থির দেখাচ্ছিল ৷ কাঁদছিলও মাঝে মাঝে ৷ আমার কাছে এসে সোনম বলে মোবাইল দিতে ৷ পরিবারের সঙ্গে কথা বলতে চাই । আমি দেখেই চিনতে পারি ও সোনম ইন্দোরের বাসিন্দা ৷ সোনম যে কেন এত ঘাবড়ে রয়েছে তা দেখে আমার সন্দহ হয় ৷ ওকে বসতে বলি ৷"
indore honeymoon couple
এই সেই ধাবা, যেখানে সোনমের দেখা মেলে (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "কিছুক্ষণ পর পুলিশ এসে সোনমকে নিয়ে যায়। আমি দিদির পরিবারের নম্বর সেভ করে রেখেছি। আমার আশঙ্কাই সত্যি হয় ৷ ওই মহিলা শিলংয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হওয়া সোনমই ৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। কিন্তু কোথায় নিয়ে গিয়েছে তা আমার জানা নেই ৷"

এখনও যে প্রশ্নগুলির উত্তর অজানা :

  • যখন সোনমকে গ্রেফতার করা হয়, তখন তার চুল এলোমেলো ছিল এবং ময়লা কালো রঙের জামাকাপড় পরে ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে বিধ্বস্ত ৷ এখন প্রশ্ন উঠছে, যে 25 মে থেকে নিখোঁজ সোনম তার স্বামী রাজার মৃত্যুর পর কোথায় ছিল ? এতদিন তিনি কী করেছিলেন ? শিলং থেকে গাজিপুরেই বা কীভাবে পৌঁছল ? কেউ কি তাকে এখানে নিয়ে এসেছিল ? স্বামীর খুনে যে অভিযুক্তদের নাম সোনমের সঙ্গে জড়িয়েছে তাদের সঙ্গে কী অন্য কোনও যোগসূত্র রয়েছে তার ? সোনমের সঙ্গে কি খারাপ কিছু ঘটেছে ? এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা ৷
indore honeymoon couple
শিলং দম্পতি নিখোঁজ-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য (ইটিভি ভারত)
  • বর্তমানে, উত্তরপ্রদেশ পুলিশ এই মামলায় তদন্তভারে নেই। ইউপি পুলিশ জানিয়েছে, মেঘালয় পুলিশ এই রহস্য সমাধানে নিযুক্ত ৷ সোনমকে তাদের হাতে তুলে দেওয়া হবে। শিলং পুলিশ ললিতপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। তারা সকলেই ইন্দোরের বাসিন্দা ও একই পরিবারের ৷ মেঘালয় পুলিশ সোনমকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই পুরো রহস্যের কিনারা করবে ৷

উল্লেখ্য, দিনপাঁচেক আগে মেখালয়ের ওয়েই সোডং জলপ্রপাতের কাছের গভীর খাদে রাজা রঘুবংশীর পচাগলা দেহ উদ্ধার হয় ৷ 20 তারিখ রাজা ও সোনম ইন্দোর থেকে হামিনুনের উদ্দেশে শিলংয়ে রওনা দেন ৷ তিনি ও তাঁর স্ত্রী সোনম রঘুবংশী গত 25 মে থেকে নিখোঁজ ছিল ৷ আর গতকাল গাজিপুরে সোনমকে দেখতে পাওয়া যায় ৷

গাজিপুর, 9 জুন: অবশেষে 15 দিনের মাথায় সন্ধান মিলেছে শিলংয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ সোনম রঘুবংশীর ৷ পুলিশের কাছে সে স্বীকার করেছে, স্বামী রাজা রঘুবংশীকে সে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করিয়েছে ৷ সোমবার সোনমকে গাজিপুর থেকে গ্রেফতার করা হয় ৷ তারপর সামনে আসে মেঘালয় মধুচন্দ্রিমা-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ৷

রবিবার রাত 1টা নাগাদ ধাবা মালিকের কাছে থেকে ফোন নিয়ে কথা বলতে চায় সোনম ৷ বিধ্বস্ত ও চোখ-মুখে আতঙ্কের ছাপ থাকা সোনমকে দেখে সন্দেহ ধাবা মালিকের ৷

ধাবার মালিকই ফোন করেন পুলিশকে (ইটিভি ভারত)

কী জানা গেল ধাবার মালিকের থেকে ?

  • জানা গিয়েছে, রবিবার রাতে সোনমকে গাজিপুরের যে ধাবায় দেখা যায় তারই মালিক পুলিশকে ফোন করে ৷ তিনি জানান, নিখোঁজ থাকা সোনম তাঁর দোকানে এসেছে ৷ ধাবার মালিক সাহিল যাদবের কথায়, "গতকাল রাত 1টা নাগাদ সোনম এখানে আসে। ওকে খুব অস্থির দেখাচ্ছিল ৷ কাঁদছিলও মাঝে মাঝে ৷ আমার কাছে এসে সোনম বলে মোবাইল দিতে ৷ পরিবারের সঙ্গে কথা বলতে চাই । আমি দেখেই চিনতে পারি ও সোনম ইন্দোরের বাসিন্দা ৷ সোনম যে কেন এত ঘাবড়ে রয়েছে তা দেখে আমার সন্দহ হয় ৷ ওকে বসতে বলি ৷"
indore honeymoon couple
এই সেই ধাবা, যেখানে সোনমের দেখা মেলে (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "কিছুক্ষণ পর পুলিশ এসে সোনমকে নিয়ে যায়। আমি দিদির পরিবারের নম্বর সেভ করে রেখেছি। আমার আশঙ্কাই সত্যি হয় ৷ ওই মহিলা শিলংয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হওয়া সোনমই ৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। কিন্তু কোথায় নিয়ে গিয়েছে তা আমার জানা নেই ৷"

এখনও যে প্রশ্নগুলির উত্তর অজানা :

  • যখন সোনমকে গ্রেফতার করা হয়, তখন তার চুল এলোমেলো ছিল এবং ময়লা কালো রঙের জামাকাপড় পরে ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে বিধ্বস্ত ৷ এখন প্রশ্ন উঠছে, যে 25 মে থেকে নিখোঁজ সোনম তার স্বামী রাজার মৃত্যুর পর কোথায় ছিল ? এতদিন তিনি কী করেছিলেন ? শিলং থেকে গাজিপুরেই বা কীভাবে পৌঁছল ? কেউ কি তাকে এখানে নিয়ে এসেছিল ? স্বামীর খুনে যে অভিযুক্তদের নাম সোনমের সঙ্গে জড়িয়েছে তাদের সঙ্গে কী অন্য কোনও যোগসূত্র রয়েছে তার ? সোনমের সঙ্গে কি খারাপ কিছু ঘটেছে ? এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা ৷
indore honeymoon couple
শিলং দম্পতি নিখোঁজ-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য (ইটিভি ভারত)
  • বর্তমানে, উত্তরপ্রদেশ পুলিশ এই মামলায় তদন্তভারে নেই। ইউপি পুলিশ জানিয়েছে, মেঘালয় পুলিশ এই রহস্য সমাধানে নিযুক্ত ৷ সোনমকে তাদের হাতে তুলে দেওয়া হবে। শিলং পুলিশ ললিতপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। তারা সকলেই ইন্দোরের বাসিন্দা ও একই পরিবারের ৷ মেঘালয় পুলিশ সোনমকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই পুরো রহস্যের কিনারা করবে ৷

উল্লেখ্য, দিনপাঁচেক আগে মেখালয়ের ওয়েই সোডং জলপ্রপাতের কাছের গভীর খাদে রাজা রঘুবংশীর পচাগলা দেহ উদ্ধার হয় ৷ 20 তারিখ রাজা ও সোনম ইন্দোর থেকে হামিনুনের উদ্দেশে শিলংয়ে রওনা দেন ৷ তিনি ও তাঁর স্ত্রী সোনম রঘুবংশী গত 25 মে থেকে নিখোঁজ ছিল ৷ আর গতকাল গাজিপুরে সোনমকে দেখতে পাওয়া যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.