ইন্দোর, 10 জুন: হানিমুন নয়, 'ব্লাড মুন' ৷ এ কথায় এখন আমজনতার মাথায় ঘুরপাক খাচ্ছে ৷ আর মেঘালয় হত্যাকাণ্ডের রহস্য ধীরে ধীরে বেরিয়ে আসছে নানা তথ্য ৷ শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে 'প্রেমিক' রাজ ও তার বন্ধুদের নিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ সোনম রঘুবংশীর বিরুদ্ধে ৷ অভিযুক্ত সোনমকে গতকাল গাজিপুরে গ্রেফতার করা হয় ৷ আর আজ বিকেলে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে ৷ কিন্তু কেন ?
রাজার শেষকৃত্যে রাজ :
এরই মাঝে আরও একটি ঘটনা সামনে এসেছে ৷ যে চর্চিত প্রেমিক রাজ কুশওয়াহার জন্য সোনমের 'এত কাণ্ড' সেই নাকি রাজা রঘুবংশীর শেষকৃত্যে ছিল ৷ সোনমের পরিবারের থেকে ইন্দোরের গোবিন্দ নগর খারচা এলাকায় রাজার শেষকৃত্যে যোগদানের জন্য চার-পাঁচটি গাড়ির ব্যবস্থা করা হয়। তার একটি গাড়ির চালক ছিল রাজ ৷ সোনমের বাবার বাড়ির প্রতিবেশী লক্ষণ সিং রাঠোর বলেন, "রাজার শেষকৃত্যে আমি যে চারচাকাতে গিয়েছিলাম রাজ সেটি চালাচ্ছিল, যদিও আমরা তার সঙ্গে কথা বলিনি। রাজ গ্রেফতারের পর সংবাদমাধ্যমে তার ছবি দেখে এই কথা মনে পড়ে ৷"
সোনম ও অভিযুক্তরা সকলেই গ্রেফতার :
আজ ইন্দোর পুলিশের তরফে জানানো হয়েছে, পথের কাঁটা রাজাকে সরাতেই আগে থেকেই প্ল্যান করেছিল সোনম ও তার প্রেমিক রাজ ৷ আর এই ঘটনায় সঙ্গ দিয়েছিল সোনমের ভাড়াটে গুন্ডারা ৷ কিন্তু ঘটনাস্থলে ছিল না রাজ ৷ কিন্তু সেই সুপারি দিয়েছিল ধৃত 3 জনকে ৷ এর মধ্যে রাজ ও সোনম-সহ আরও 2 জনকে গতকালই উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করে ৷ আর আজ একজনকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, এখনও ঘটনাস্থল অর্থাৎ যেখানে রাজা রঘুবংশীকে খুন করা হয়েছিল, সেই মেঘালয়ের পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দিকে নজর রেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন, ইন্দোরের অ্য়াডিশনাল ডিসিপি (ক্রাইম) রাজেশ দন্ডোটিয়া ৷
ধৃতরা কারা ?
পুলিশি তদন্তে উঠে এসেছে মধ্যপ্রদেশের ইনদওরে বসেই খুনের ছক কষে ফেলেছিল রাজ। সোনমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। তাকে যাতে কেউ সন্দেহ না-করে, সেই কারণেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করছে পুলিশ। এই হত্যাকাণ্ডে রাজ ছাড়াও বিশাল চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সোনম যাচ্ছে মেঘালয়ে :
ইতিমধ্যেই, 72 ঘণ্টার ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ থেকে সোনমকে মেঘালয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ মঙ্গলবার মেঘালয় পুলিশ সোনম রঘুবংশীকে পটনার ফুলওয়ারি শরিফ থানায় নিয়ে আসে। মেঘালয় পুলিশের মতে, ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সে। শিলং পুলিশ সোনমকে গাজিপুর থেকে আজ পটনা, কলকাতা ও গুয়াহাটি হয়ে শিলং নিয়ে যাওয়া হবে। আর বাকিদের আগেই রিমান্ডে পেয়েছে শিলং পুলিশ ৷ সূত্রের খবর, শিলং পুলিশ বিকেলে বিমানে সোনমকে কলকাতায় নিয়ে আসছে ৷