ETV Bharat / bharat

প্রেমিকের সাহায্যে মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে খুন ! অন্তঃসত্ত্বা মেরঠের মুসকান - MEERUT SAURABH MURDER CASE

মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুন করে নীল রঙের ড্রামে ভরেছিল মুসকান ৷ এবার সেই মুসকান রাস্তোগির মেডিক্যাল রিপোর্টে দেখা গেল, সে অন্তঃসত্ত্বা ৷

MEERUT SAURABH MURDER CASE
অন্তঃসত্ত্বা মেরঠের মুসকান রাস্তোগি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2025 at 10:14 AM IST

2 Min Read

মেরঠ, 8 এপ্রিল: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় নয়া মোড় ৷ স্বামীর খুনে অভিযুক্ত মুসকান রাস্তোগি অন্তঃসত্ত্বা ! সোমবার জেলা সংশোধনাগারে চিকিৎসকের একটি দল পাঠান চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ অশোক কাটারিয়া ৷ অভিযুক্ত মুসকানের মেডিক্যাল পরীক্ষা করার পর খবরটি সামনে আসে ৷

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে অসুস্থ ছিল মুসকান ৷ বমি-সহ অনেকগুলি শারিরীক সমস্যা দেখা দিয়েছিল তার ৷ সন্দেহ হওয়ায় স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে জেল কর্তৃপক্ষ ৷ এরপর মুসকান ও অপর এক বন্দির মেডিক্যাল পরীক্ষার জন্য চিকিৎসকদের একটি দল সংশোধনাগারে পৌঁছয় ৷ মুসকানের স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, সে অন্তঃসত্ত্বা ৷ পরবর্তী পদক্ষেপের জন্য লালা লাজপত রায় মেডিক্যাল কলেজে দ্রুত মুসকানের আলট্রাসাউন্ড করা হবে বলে জানা গিয়েছে ৷ জেলের এক আধিকারিক জানান, সেই রিপোর্টেও সদর্থক উত্তর আসলে জেলের নিয়ম অনুযায়ী একাধিক ছাড় দেওয়া হবে মুসকানকে ৷

জেলে পাঠানো চিকিৎসক দলের মতে, মুসকান অন্তঃসত্ত্বা ৷ তারপরই রিপোর্টটি শীর্ষকর্তাদের পাঠানো হয় ৷ সিএমও জানান, এরকম অবস্থায় সমস্ত বন্দিদেরই আলট্রাসাইন্ড করা হয় ৷ রিপোর্ট পজিটিভ হলে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হয় জেল কর্তৃপক্ষের তরফে ৷

এই বিষয়ে জেল সুপার রাজ শর্মা জানান, মুসকান ও সাহিলের 'লিভ-ইন' থাকার আবেদন খারিজ হওয়ার পর দু'জনে নিজেদের বাকি কয়েদিদের সঙ্গে থাকার অভ্যাস শুরু করেছে ৷ তবে, মুসকানের পরিবার থেকে কেউই তার সঙ্গে দেখা করেন না ৷ কেবলমাত্র সাহিলের সঙ্গে দেখা করতে যান তার ঠাকুমা ৷

তবে, মুসকানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সামনে আসায় বেশ চাপে পড়ে যান ৷ খুনের ঘটনার তদন্তেও এর প্রভাব পড়তে পারে বলে দাবি পুলিশের ৷ একাধিক বিষয়ে নতুন করে তদন্ত শুরু করতে হবে তাঁদের ৷

প্রসঙ্গত, মেরঠের ব্রহ্মপুরী থানা এলাকার অন্তর্গত ইন্দিরা নগরে স্বামীকে হত্যা করে টুকরো করে নীল রঙের ড্রামে ভরার অভিযোগ ওঠে মুসকান এবং তার প্রেমিক সাহিলের বিরুদ্ধে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হয় দু'জনকে ৷ সম্প্রতি, লিভ-ইন করতে চাওয়ার আর্জি জানিয়ে জেল সুপারকে আবেদন জানায় তারা ৷ যদিও তাদের সেই আবেদন খারিজ করে দেওয়া হয় ৷ এবার সৌরভ হত্যা মামলায় উঠে এল নয়া তথ্য ৷

পড়ুন: 'লিভ ইন' করতে দেওয়া হোক, জেল সুপারের কাছে আর্জি সাহিল-মুসকানের !

মেরঠ, 8 এপ্রিল: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় নয়া মোড় ৷ স্বামীর খুনে অভিযুক্ত মুসকান রাস্তোগি অন্তঃসত্ত্বা ! সোমবার জেলা সংশোধনাগারে চিকিৎসকের একটি দল পাঠান চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ অশোক কাটারিয়া ৷ অভিযুক্ত মুসকানের মেডিক্যাল পরীক্ষা করার পর খবরটি সামনে আসে ৷

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে অসুস্থ ছিল মুসকান ৷ বমি-সহ অনেকগুলি শারিরীক সমস্যা দেখা দিয়েছিল তার ৷ সন্দেহ হওয়ায় স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে জেল কর্তৃপক্ষ ৷ এরপর মুসকান ও অপর এক বন্দির মেডিক্যাল পরীক্ষার জন্য চিকিৎসকদের একটি দল সংশোধনাগারে পৌঁছয় ৷ মুসকানের স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, সে অন্তঃসত্ত্বা ৷ পরবর্তী পদক্ষেপের জন্য লালা লাজপত রায় মেডিক্যাল কলেজে দ্রুত মুসকানের আলট্রাসাউন্ড করা হবে বলে জানা গিয়েছে ৷ জেলের এক আধিকারিক জানান, সেই রিপোর্টেও সদর্থক উত্তর আসলে জেলের নিয়ম অনুযায়ী একাধিক ছাড় দেওয়া হবে মুসকানকে ৷

জেলে পাঠানো চিকিৎসক দলের মতে, মুসকান অন্তঃসত্ত্বা ৷ তারপরই রিপোর্টটি শীর্ষকর্তাদের পাঠানো হয় ৷ সিএমও জানান, এরকম অবস্থায় সমস্ত বন্দিদেরই আলট্রাসাইন্ড করা হয় ৷ রিপোর্ট পজিটিভ হলে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হয় জেল কর্তৃপক্ষের তরফে ৷

এই বিষয়ে জেল সুপার রাজ শর্মা জানান, মুসকান ও সাহিলের 'লিভ-ইন' থাকার আবেদন খারিজ হওয়ার পর দু'জনে নিজেদের বাকি কয়েদিদের সঙ্গে থাকার অভ্যাস শুরু করেছে ৷ তবে, মুসকানের পরিবার থেকে কেউই তার সঙ্গে দেখা করেন না ৷ কেবলমাত্র সাহিলের সঙ্গে দেখা করতে যান তার ঠাকুমা ৷

তবে, মুসকানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সামনে আসায় বেশ চাপে পড়ে যান ৷ খুনের ঘটনার তদন্তেও এর প্রভাব পড়তে পারে বলে দাবি পুলিশের ৷ একাধিক বিষয়ে নতুন করে তদন্ত শুরু করতে হবে তাঁদের ৷

প্রসঙ্গত, মেরঠের ব্রহ্মপুরী থানা এলাকার অন্তর্গত ইন্দিরা নগরে স্বামীকে হত্যা করে টুকরো করে নীল রঙের ড্রামে ভরার অভিযোগ ওঠে মুসকান এবং তার প্রেমিক সাহিলের বিরুদ্ধে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হয় দু'জনকে ৷ সম্প্রতি, লিভ-ইন করতে চাওয়ার আর্জি জানিয়ে জেল সুপারকে আবেদন জানায় তারা ৷ যদিও তাদের সেই আবেদন খারিজ করে দেওয়া হয় ৷ এবার সৌরভ হত্যা মামলায় উঠে এল নয়া তথ্য ৷

পড়ুন: 'লিভ ইন' করতে দেওয়া হোক, জেল সুপারের কাছে আর্জি সাহিল-মুসকানের !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.