হায়দরাবাদ, 15 এপ্রিল: রামোজি ফিল্ম সিটির দুনিয়ায় নয়া সংযোজন 'মায়ালোক' ৷ সোমবার মায়ালোকের উদ্বোধন করলেন আরএফসি'র ম্যানেজিং ডিরেক্টর সিএইচ বিজয়েশ্বরী এবং ডিরেক্টর কীর্তি সোহানা ৷
কী এই মায়ালোক ?
রামোজি ফিল্ম সিটির নতুন স্টুডিও ৷ রূপোলি পর্দার আড়ালে কী হয় ৷ কীভাবে তৈরি হয় সিনেমা ৷ রামোজি ফিল্ম সিটিতে আসা দর্শক এবার সিনেমা তৈরির পিছনের সেসব কাহিনী জানতে পারবেন এই মায়ালোকে ৷ ভারতের সিনেমার পিছনে সৃজনশীলতা, প্রযুক্তি এবং পরিচালনার প্রতিভা প্রদর্শনকারীদের তুলে ধরা হবে এই স্টুডিওতে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএফসি'র ডিরেক্টর কীর্তি সোহানা বলেন, "মায়ালোক দর্শকদের বড় বড় চলচ্চিত্র সেট নির্মাণের পিছনের কারিগরী দক্ষতা প্রত্যক্ষ করার সুযোগ করে দেবে ।"
সিনেমাটিক সৃজনশীলতার প্রতি শ্রদ্ধাঞ্জলি
যদিও রামোজি ফিল্ম সিটিতে ইতিমধ্যেই গাইডেড ট্যুরের সময় বিভিন্ন সিনেমার সেট দর্শকদের ঘুরে দেখানো হয় ৷ তবে মায়ালোক সেই যাত্রায় নতুন মাত্রা যোগ করবে ৷ কারণ এখানে কেবল জড়ো বস্তু বা প্রপ থাকবে না ৷ বরং দর্শকদের শৈল্পিকতার মধ্যে দিয়ে এমন একটা দৃশ্যমান যাত্রা চাক্ষুস করানো হবে যা সেটগুলিকে জীবন্ত করে তুলবে । স্টুডিওটি একটি তথ্যচিত্র প্রদর্শন করবে, যা আইকনিক সেটগুলির পিছনে ধারণা, কারুশিল্প এবং শ্রমসাধ্য প্রচেষ্টা প্রকাশ করবে ৷
বিশেষ করে বাহুবলী এবং আরআরআর-এর মতো বিশ্বব্যাপী প্রশংসিত চলচ্চিত্রগুলিতে প্রদর্শিত সেটের কাহিনী তুলে ধরা হবে ৷ এই দুটি ছবি ব্যাপকভাবে রামোজি ফিল্ম সিটি শুটিং করা হয়েছিল । উচু এবং বিস্তৃত এই সেটগুলি শিল্পী এবং প্রযুক্তিবিদদের দল নির্মিত করেছিল ৷ যাদের কাজ তথ্যচিত্র আকারে রেকর্ড করে রাখা হয়েছে ৷ যেটি দর্শকদের জন্য অনন্য আকর্ষণ হতে চলেছে ।
বিনোদনের সঙ্গে শিক্ষার সংমিশ্রণ
সোমবার উদ্বোধন অনুষ্ঠানে ইটিভি নেটওয়ার্কের সিইও কে বাপি নাইডু, আরএফসি-র ডিরেক্টর শিবরামকৃষ্ণ-সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মী উপস্থিত ছিলেন । মায়ালোকের মাধ্যমে আরএফসি বিনোদনের সঙ্গে শিক্ষাকে যুক্ত করেছে ৷ দর্শকদের সিনেমা জগতের গভীর উপলব্ধি প্রদান করবে এই মায়ালোক ।