ভারুচ, 14 এপ্রিল: ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে জল অ্যাকোয়া ইন্টারন্যাশনাল কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড । সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাতের ভারুচ জেলার পানোলিতে । প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিতে রাখা রাসায়নিকের ড্রামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পাশে অবস্থিত বিআর অ্যাগ্রোটেক লিমিটেড কোম্পানিটিও আগুনে পুড়ে যায় ।
বিস্ফোরণের ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক :
এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । জল অ্যাকোয়া কোম্পানিতে আগুন লাগার ফলে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে । বিস্ফোরণের ফলে প্রধান সড়কে রাসায়নিক স্প্রে ছড়িয়ে পড়ে, যার ফলে যানজট এবং আশেপাশের এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয় । খবর পেয়ে পানোলি দমকল বিভাগের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছন । জল ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে । প্রায় 5 ঘণ্টার চেষ্টায় পর 12টিরও বেশি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।
এদিকে, জল অ্যাকোয়া ইন্টারন্যাশনাল কোম্পানির ভিতরে একজন শ্রমিকের মৃতদেহ পাওয়া গিয়েছে । প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ভিতরে আটকে পড়ে একজন মারা যান । এই দুর্ঘটনায় পানোলি জিআইডিসির কাছে সানজালি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে । আগুনের ধোঁয়ার কুণ্ডলী দূর থেকে দেখা যাচ্ছিল ।

শুরু হয়েছে তদন্ত :
ঘটনার গুরুত্ব বিবেচনা করে, পুলিশ এখন আরও তদন্ত শুরু করেছে । রাসায়নিক সুরক্ষা মান অনুসরণ করা হয়েছিল কিনা তাও তদন্ত করছে । জল অ্যাকোয়া কোম্পানিতে অগ্নিকাণ্ডের পর ড্রাম বিস্ফোরণের ফলে সৃষ্ট রাসায়নিকের প্রভাব পানোলি, সঞ্জলি, রবিদ্রা, করমালি, খারোদ এবং ভাদির আশেপাশের এলাকার জলের উপর পড়ছে । পুলিশ এবং দমকলের দল ঘটনাস্থলে পৌঁছেছে ।