ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানার বিস্ফোরণে মৃত 8, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর - ANDHRA FIRE CRACKER FACTORY BLAST

বিয়ের মরশুমে বাজির প্রচুর অর্ডার পেয়েছিল বাজি তৈরির কারখানাটি ৷ হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল দেওয়াল ৷ মৃত্যু হল 8 জনের ৷

Andhra Pradesh Fire Cracker Factory Blast Incident
অন্ধ্রপ্রদেশে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 5:38 PM IST

2 Min Read

আনাকাপল্লি, 13 এপ্রিল: ফের বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হয়েছে 2 মহিলা-সহ 8 জনের ৷ আহত সাত জন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি বাজি কারখানায় ৷

বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল যে কারখানার দেওয়াল ধসে পড়ে ৷ উড়ে গিয়েছে ছাদ ৷ কারখানায় আগুন ধরে যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী ৷ সূত্রের খবর, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ'জনের ৷ বাকি দু'জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৷ আনাকাপল্লি জেলায় কৈলাসা শহরের কোটাভুতলা মণ্ডল এলাকায় ছিল ওই বাজি তৈরির কারখানাটি ৷

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের জন্য 2 লক্ষ টাকা করে এবং প্রত্যেক আহতকে 50 হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

মৃত ও আহতদের অধিকাংশই পূর্ব গোদাবরী জেলার সমরলাকোটার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রের খবর, রকেট বাজি বানানোর জন্য ওই কারখানাটি বিখ্যাত ৷ বিয়ের মরশুমে বাজির চাহিদা বেড়ে যায় ৷ তাই কারখানাটিতে অনেকেই কাজ করতেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে নরসিপতনম হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ এবং অন্য আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ভি অনিতা বলেন, "দু'জন মহিলা-সহ 8 জনের মৃত্যু হয়েছে ৷ অনেকেই আহত হয়েছেন ৷"

মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী অনিতা এবং জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে ৷ স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী কালেক্টর এবং এসপির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ৷ তিনি পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন বলে খবর ৷

চলতি মাসের পয়লা তারিখে গুজরাতের একটি বাজি কারখানায় একই ধরনের ঘটনা ঘটে ৷ বনসকান্থা নামক জায়গায় একটি বাজি কারখানায় আচমকা প্রবল বিস্ফোরণ হয় ৷ সেখান থেকে আগুন ধরে যায় ৷ বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে যায় ৷ মানুষের দেহের ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এদিক ওদিক ছিটকে পড়ে ৷ ঘটনাস্থল থেকে দু'শো মিটার দূর পর্যন্ত ধ্বংসস্তূপ ছড়িয়ে যায় ৷ কারখানার ছাদ ভেঙে পড়ায় সেখানে আটকে পড়েন কর্মরত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা ৷ এই ঘটনায় 18 জনের মৃত্যু হয় ৷

আনাকাপল্লি, 13 এপ্রিল: ফের বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হয়েছে 2 মহিলা-সহ 8 জনের ৷ আহত সাত জন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি বাজি কারখানায় ৷

বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল যে কারখানার দেওয়াল ধসে পড়ে ৷ উড়ে গিয়েছে ছাদ ৷ কারখানায় আগুন ধরে যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী ৷ সূত্রের খবর, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ'জনের ৷ বাকি দু'জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৷ আনাকাপল্লি জেলায় কৈলাসা শহরের কোটাভুতলা মণ্ডল এলাকায় ছিল ওই বাজি তৈরির কারখানাটি ৷

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের জন্য 2 লক্ষ টাকা করে এবং প্রত্যেক আহতকে 50 হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

মৃত ও আহতদের অধিকাংশই পূর্ব গোদাবরী জেলার সমরলাকোটার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রের খবর, রকেট বাজি বানানোর জন্য ওই কারখানাটি বিখ্যাত ৷ বিয়ের মরশুমে বাজির চাহিদা বেড়ে যায় ৷ তাই কারখানাটিতে অনেকেই কাজ করতেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে নরসিপতনম হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ এবং অন্য আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ভি অনিতা বলেন, "দু'জন মহিলা-সহ 8 জনের মৃত্যু হয়েছে ৷ অনেকেই আহত হয়েছেন ৷"

মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী অনিতা এবং জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে ৷ স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী কালেক্টর এবং এসপির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ৷ তিনি পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন বলে খবর ৷

চলতি মাসের পয়লা তারিখে গুজরাতের একটি বাজি কারখানায় একই ধরনের ঘটনা ঘটে ৷ বনসকান্থা নামক জায়গায় একটি বাজি কারখানায় আচমকা প্রবল বিস্ফোরণ হয় ৷ সেখান থেকে আগুন ধরে যায় ৷ বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে যায় ৷ মানুষের দেহের ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এদিক ওদিক ছিটকে পড়ে ৷ ঘটনাস্থল থেকে দু'শো মিটার দূর পর্যন্ত ধ্বংসস্তূপ ছড়িয়ে যায় ৷ কারখানার ছাদ ভেঙে পড়ায় সেখানে আটকে পড়েন কর্মরত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা ৷ এই ঘটনায় 18 জনের মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.