ETV Bharat / bharat

চন্দন নগর স্টেশন থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, ধৃতকে এনকাউন্টার পুলিশের - LUCKNOW RAPE ACCUSED KILLED

পুলিশ অন্তত 300টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ ধরা পড়তেই পালাচ্ছিল ধৃত ৷ পুলিশ পিছু নিতেই গুলি চালায় ৷ পাল্টা গুলিতে মৃত্য়ু হয় অভিযুক্তের ৷

POLICE ENCOUNTERED RAPE ACCUSED
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2025 at 2:14 PM IST

3 Min Read

লখনউ, 6 জুন: আড়াই বছরের শিশুটি মায়ের পাশে ঘুমোচ্ছিল ৷ ঘুমন্ত অবস্থাতেই অভিযুক্ত শিশুটিকে তুলে নিয়ে যায় ৷ এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ বুধবার রাতে লখনউয়ের ওই আলমবাগ থানা এলাকার চন্দন নগর মেট্রো স্টেশন সংলগ্ন জায়গায় সেই সময় পুলিশের টহল চলছিল ৷ কাগজ কুড়ানি বাবা, মা সন্তানকে দেখতে না-পেয়ে পুলিশকে জানায় ৷ পুলিশও তড়িঘড়ি মেয়েটিকে খুঁজতে তৎপর হয় ৷

5টি দল গঠন করে এলাকার 300টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ অভিযুক্তের খবর দিলে বা তাকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় পুলিশের তরফে। এদিকে অভিযুক্তের গতিবিধি বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে লখনউয়ের এসিপি ক্যান্ট অফিসের কাছে চেকিংয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে সে। পুলিশকে দেখে দৌড়াতে শুরু করে এবং গুলি চালায়। পাল্টা গুলি চালাতে গিয়ে পুলিশের গুলিতে সে আহত হয়। কিছুক্ষণ পরই লখনউ পুলিশের এনকাউন্টারে ধর্ষণে অভিযুক্তের মৃত্যু হয় ৷

ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) আশিস শ্রীবাস্তব জানিয়েছেন, এনকাউন্টারে নিহত অভিযুক্তের নাম দীপক ভার্মা। সে আইশবাগের বাসিন্দা।রেলওয়েতে জল সরবরাহ তার রুজি-রুটি চলত। এসিপি ক্যান্টের কাছে চেকিংয়ের সময় দীপক পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ শুধু তাই নয়, পুলিশকেও লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা গুলিতে দীপক আহত হন এবং পরে মারা যায়। দীপকের পরিবারকে এই ঘটনা জানানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আড়াই বছরের শিশুকে ধর্ষণ :

মূলত উন্নাওয়ের বাসিন্দা নির্যাতিতার বাবা-মা ৷ স্বামী-স্ত্রী লখনউয়ে ময়লা-আবর্জনা কুড়িয়ে দিন গুজরান করেন। বুধবার রাতে তাঁরা আড়াই বছরের মেয়েকে নিয়ে আলমবাগ থানা এলাকার চন্দন নগর মেট্রো স্টেশনের নীচে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে, এক অজ্ঞাত ব্যক্তি চুপি চুপি তাঁদের সন্তানকে অপহরণ করে ও ধর্ষণ করে বলে অভিযোগ ৷ পরদিন সকালে বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তারপরই পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে ও মেয়েটিকে উদ্ধার করে ৷ এরপর চিকিৎসার জন্য লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতা শিশুটিকে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র রেফার করা হয়।

5টি পুলিশের দল 300টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে :

ডিসিপি জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে 5টি পুলিশ টিম গঠন করা হয় ৷ সেই সময়, 300টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ এরপরই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। সিসিটিভিতে তার সন্দেহজনক গতিবিধির উপর নজর রেখে এসিপি অফিসের কাছে তল্লাশি শুরু করা হয় ৷ সেখানেই ধরা পড়ে ৷

অভিযুক্তকে ধরতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ছিল:

অভিযুক্ত দীপক ভার্মার বিরুদ্ধে ইতিমধ্যেই হজরতগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণ মামলায় পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে অভিযুক্তের উপর 1 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। কিন্তু, 24 ঘণ্টার মধ্যে, অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করা হয় ৷

লখনউ, 6 জুন: আড়াই বছরের শিশুটি মায়ের পাশে ঘুমোচ্ছিল ৷ ঘুমন্ত অবস্থাতেই অভিযুক্ত শিশুটিকে তুলে নিয়ে যায় ৷ এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ বুধবার রাতে লখনউয়ের ওই আলমবাগ থানা এলাকার চন্দন নগর মেট্রো স্টেশন সংলগ্ন জায়গায় সেই সময় পুলিশের টহল চলছিল ৷ কাগজ কুড়ানি বাবা, মা সন্তানকে দেখতে না-পেয়ে পুলিশকে জানায় ৷ পুলিশও তড়িঘড়ি মেয়েটিকে খুঁজতে তৎপর হয় ৷

5টি দল গঠন করে এলাকার 300টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ অভিযুক্তের খবর দিলে বা তাকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় পুলিশের তরফে। এদিকে অভিযুক্তের গতিবিধি বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে লখনউয়ের এসিপি ক্যান্ট অফিসের কাছে চেকিংয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে সে। পুলিশকে দেখে দৌড়াতে শুরু করে এবং গুলি চালায়। পাল্টা গুলি চালাতে গিয়ে পুলিশের গুলিতে সে আহত হয়। কিছুক্ষণ পরই লখনউ পুলিশের এনকাউন্টারে ধর্ষণে অভিযুক্তের মৃত্যু হয় ৷

ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) আশিস শ্রীবাস্তব জানিয়েছেন, এনকাউন্টারে নিহত অভিযুক্তের নাম দীপক ভার্মা। সে আইশবাগের বাসিন্দা।রেলওয়েতে জল সরবরাহ তার রুজি-রুটি চলত। এসিপি ক্যান্টের কাছে চেকিংয়ের সময় দীপক পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ শুধু তাই নয়, পুলিশকেও লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা গুলিতে দীপক আহত হন এবং পরে মারা যায়। দীপকের পরিবারকে এই ঘটনা জানানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আড়াই বছরের শিশুকে ধর্ষণ :

মূলত উন্নাওয়ের বাসিন্দা নির্যাতিতার বাবা-মা ৷ স্বামী-স্ত্রী লখনউয়ে ময়লা-আবর্জনা কুড়িয়ে দিন গুজরান করেন। বুধবার রাতে তাঁরা আড়াই বছরের মেয়েকে নিয়ে আলমবাগ থানা এলাকার চন্দন নগর মেট্রো স্টেশনের নীচে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে, এক অজ্ঞাত ব্যক্তি চুপি চুপি তাঁদের সন্তানকে অপহরণ করে ও ধর্ষণ করে বলে অভিযোগ ৷ পরদিন সকালে বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তারপরই পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে ও মেয়েটিকে উদ্ধার করে ৷ এরপর চিকিৎসার জন্য লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতা শিশুটিকে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র রেফার করা হয়।

5টি পুলিশের দল 300টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে :

ডিসিপি জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে 5টি পুলিশ টিম গঠন করা হয় ৷ সেই সময়, 300টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ এরপরই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। সিসিটিভিতে তার সন্দেহজনক গতিবিধির উপর নজর রেখে এসিপি অফিসের কাছে তল্লাশি শুরু করা হয় ৷ সেখানেই ধরা পড়ে ৷

অভিযুক্তকে ধরতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ছিল:

অভিযুক্ত দীপক ভার্মার বিরুদ্ধে ইতিমধ্যেই হজরতগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণ মামলায় পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে অভিযুক্তের উপর 1 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। কিন্তু, 24 ঘণ্টার মধ্যে, অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.