ETV Bharat / bharat

স্টেশনের মধ্যেই প্রেমিকা ও তার বাবাকে খুন করে নিজেকে গুলি করল যুবক - TRIPLE MUREDR IN BIHAR

তিন জনের খুনের ঘটনায় চাঞ্চল্য বিহারে । ভোজপুর জেলার আরা স্টেশনের গুলি চলার ঘটনায় হতবাক সকলে। তদন্ত শুরু করেছে পুলিশ ৷

TRIPLE MUREDR IN BIHAR
বিহার স্টেশনে চলল গুলি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 26, 2025 at 2:20 PM IST

2 Min Read

ভোজপুর, 26 মার্চ: প্রথমে চলল একটি গুলি ৷ নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন এক তরুণী ৷ পরের গুলিতে লুটিয়ে পড়লেন তার বাবা ৷ এরপর নিজের দিকে তাক করে গুলি চালালেন যুবক ৷ মঙ্গলবার সন্ধ্য়ায় হাড়হিম এই ঘটনায় চাঞ্চল্য বিহারের ভোজপুর জেলার আরা রেলস্টেশন চত্বরে ৷ আতঙ্কে যাত্রীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরা স্টেশনের 2 ও 3 প্ল্যাটফর্মের মধ্য়ে ওবারব্রিজের উপরে ঘটনাটি ঘটে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মেয়ে ও বাবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন যুবক ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় ৷ মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷

প্রেমিকা ও তাঁর বাবাকে খুন করে নিজেকে গুলি করলেন যুবক (ইটিভি ভারত)

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও আরপিএফ ৷ পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অনিল সিং, তাঁর মেয়ে আয়ুশি কুমারী ও যুবক আমান কুমার ৷ যুবকের বয়স 20 বছর ৷ মৃতরা 3 জনই উদওয়ান্তনগর এলাকার বাসিন্দা ৷

সূত্রের খবর, আমান কুমার প্রথমে আয়ুশি কুমারী এবং তার বাবা অনিল সিং-কে গুলি করে । এরপর নিজেকে গুলি করে আমান ৷ নওয়াদা থানার এএসপি, আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । তবে, হঠাৎ এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

ঘটনা প্রসঙ্গে ভোজপুর থানার এএসপি পরিচয় কুমার বলেন, "প্রথমে মেয়ে ও তার বাবাকে লক্ষ্য গুলি চালায় এক যুবক ৷ পরে নিজকে গুলি করে ৷ প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ মেয়েটি সম্ভবত দিল্লি যাচ্ছিল ৷"

পড়ুন: দিল্লির বৈঠকের আগে 'টার্গেট' ! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা

ভোজপুর, 26 মার্চ: প্রথমে চলল একটি গুলি ৷ নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন এক তরুণী ৷ পরের গুলিতে লুটিয়ে পড়লেন তার বাবা ৷ এরপর নিজের দিকে তাক করে গুলি চালালেন যুবক ৷ মঙ্গলবার সন্ধ্য়ায় হাড়হিম এই ঘটনায় চাঞ্চল্য বিহারের ভোজপুর জেলার আরা রেলস্টেশন চত্বরে ৷ আতঙ্কে যাত্রীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরা স্টেশনের 2 ও 3 প্ল্যাটফর্মের মধ্য়ে ওবারব্রিজের উপরে ঘটনাটি ঘটে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মেয়ে ও বাবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন যুবক ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় ৷ মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷

প্রেমিকা ও তাঁর বাবাকে খুন করে নিজেকে গুলি করলেন যুবক (ইটিভি ভারত)

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও আরপিএফ ৷ পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অনিল সিং, তাঁর মেয়ে আয়ুশি কুমারী ও যুবক আমান কুমার ৷ যুবকের বয়স 20 বছর ৷ মৃতরা 3 জনই উদওয়ান্তনগর এলাকার বাসিন্দা ৷

সূত্রের খবর, আমান কুমার প্রথমে আয়ুশি কুমারী এবং তার বাবা অনিল সিং-কে গুলি করে । এরপর নিজেকে গুলি করে আমান ৷ নওয়াদা থানার এএসপি, আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । তবে, হঠাৎ এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

ঘটনা প্রসঙ্গে ভোজপুর থানার এএসপি পরিচয় কুমার বলেন, "প্রথমে মেয়ে ও তার বাবাকে লক্ষ্য গুলি চালায় এক যুবক ৷ পরে নিজকে গুলি করে ৷ প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ মেয়েটি সম্ভবত দিল্লি যাচ্ছিল ৷"

পড়ুন: দিল্লির বৈঠকের আগে 'টার্গেট' ! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.