ETV Bharat / bharat

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিশাহীন, দাবি মল্লিকার্জুন খাড়গের - Mallikarjun Kharge

Mallikarjun Kharge: সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে ৷ সেখানে তিনি দাবি করেন, সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিশাহীন ছিল ৷ পাশাপাশি একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 2:30 PM IST

Mallikarjun Kharge
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (সংসদ টিভি)

নয়াদিল্লি, 1 জুলাই: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ছিল দিশাহীন ৷ এমনটাই মনে করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ সোমবার এই আলোচনায় অংশ নেন তিনি ৷ তখনই সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসক দল শুধুমাত্র স্লোগান দিচ্ছে ও কোনও উন্নয়নমূলক কাজ করছে না ৷ রাষ্ট্রপতির ভাষণে সরকারের ব্যর্থতা ঢাকা হয়েছে ৷ দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে ৷

মল্লিকার্জুন খাড়গের আরও দাবি, রাষ্ট্রপতির ভাষণে গরিব, দলিত ও সংখ্যালঘুদের কথা উল্লেখ করা হয়নি ৷ এ দিন রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দেগেছেন খাড়গে ৷ তাঁর দাবি, বিরোধীরা যখন সাধারণ মানুষের কথা বলছে, সেই সময় মোদি শুধু ‘মন কি বাত’ করে যাচ্ছেন ৷

এ দিন তিনি আরও একবার মণিপুরের প্রসঙ্গ তোলেন ৷ এক বছরের বেশি সময় ধরে হিংসাদীর্ণ এই রাজ্যে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কেন যাননি, সেই প্রশ্ন তিনি তুলেছেন ৷ তাঁর কটাক্ষ, স্লোগান দেওয়া ছাড়া প্রধানমন্ত্রী মোদি আর কোনও কাজ করতে পারেন না ৷ এছাড়া নিট কেলেঙ্কারি থেকে বিমানবন্দরে ছাউনি ভাঙার একাধিক ঘটনার কথাও উল্লেখ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ৷

কেন্দ্রের সমালোচনায় সরব হলেও মল্লিকার্জুন খাড়গে প্রশংসা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ৷ সংসদ চত্বরে আগে যেখানে মহাত্মা গান্ধি, বিআর আম্বেদকর ও অন্য বিশিষ্ট নেতাদের মূর্তি ছিল, সেখানে ফেরানোর জন্যই তিনি এই প্রশংসা করেন ৷

(পিটিআই)

নয়াদিল্লি, 1 জুলাই: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ছিল দিশাহীন ৷ এমনটাই মনে করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ সোমবার এই আলোচনায় অংশ নেন তিনি ৷ তখনই সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসক দল শুধুমাত্র স্লোগান দিচ্ছে ও কোনও উন্নয়নমূলক কাজ করছে না ৷ রাষ্ট্রপতির ভাষণে সরকারের ব্যর্থতা ঢাকা হয়েছে ৷ দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে ৷

মল্লিকার্জুন খাড়গের আরও দাবি, রাষ্ট্রপতির ভাষণে গরিব, দলিত ও সংখ্যালঘুদের কথা উল্লেখ করা হয়নি ৷ এ দিন রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দেগেছেন খাড়গে ৷ তাঁর দাবি, বিরোধীরা যখন সাধারণ মানুষের কথা বলছে, সেই সময় মোদি শুধু ‘মন কি বাত’ করে যাচ্ছেন ৷

এ দিন তিনি আরও একবার মণিপুরের প্রসঙ্গ তোলেন ৷ এক বছরের বেশি সময় ধরে হিংসাদীর্ণ এই রাজ্যে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কেন যাননি, সেই প্রশ্ন তিনি তুলেছেন ৷ তাঁর কটাক্ষ, স্লোগান দেওয়া ছাড়া প্রধানমন্ত্রী মোদি আর কোনও কাজ করতে পারেন না ৷ এছাড়া নিট কেলেঙ্কারি থেকে বিমানবন্দরে ছাউনি ভাঙার একাধিক ঘটনার কথাও উল্লেখ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ৷

কেন্দ্রের সমালোচনায় সরব হলেও মল্লিকার্জুন খাড়গে প্রশংসা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ৷ সংসদ চত্বরে আগে যেখানে মহাত্মা গান্ধি, বিআর আম্বেদকর ও অন্য বিশিষ্ট নেতাদের মূর্তি ছিল, সেখানে ফেরানোর জন্যই তিনি এই প্রশংসা করেন ৷

(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.