মুম্বই, 27 এপ্রিল: দক্ষিণ মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারে ইডি অফিসে ভয়াবহ আগুন ৷ শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কার্যালয়ে ৷ দাউদাউ করে জ্বলতে থাকা ভবনের বেশ কিছুটা অংশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 12টি ইঞ্জিন ৷ মুম্বই দমকল বিভাগ এখনও আগুন লাগার কারণ স্পষ্ট করেনি ৷ আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি নথি পুড়ে গিয়েছে বলে সূত্রের খবর ৷
দমকল বিভাগের মতে, কাইজার-ই-হিন্দ নামে পাঁচতলা ভবনের ওই অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে, তা ছ'ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে ৷ সকাল সাড়ে ন'টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু হয় ৷ ঘটনায় হতাহতের খবর নেই ৷
- বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) এক কর্মকর্তা জানিয়েছেন, ইডির অফিসে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বেশ কয়েকটি ইঞ্জিনের পাশাপাশি অ্যাম্বুল্যান্সও পৌঁছয় ৷ আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল আধিকারিকদের ৷ একে একে পৌঁছয় দমকলের 12টি ইঞ্জিন ৷
- মুম্বই দমকল বিভাগের এক আধিকারিক বলেন, "অফিসের ভিতরে থাকা বেশকিছু নথিপত্র এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবরও মেলেনি ৷"
এদিকে ইডির অফিসে আগুন লাগার ঘটনায় কয়েকটি প্রশ্ন উঠে আসছে। এই অফিসেই নানা গুরুত্বপূর্ণ মামলার তদন্ত হয়, তাই সেই সংক্রান্ত নথিপত্র আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ এখানেই তদন্তকারীদের মনে প্রশ্ন, কেউ কি রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে ৷ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে আগুন লাগার বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি ৷