প্রয়াগরাজ, 12 ফেব্রুয়ারি: আজ মাঘী পূর্ণিমা ৷ হিন্দু ধর্মে এই পুণ্য তিথিতে দেশজুড়ে পালন করা হচ্ছে ৷ তেমনই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ভিড় করেছেন লক্ষ লক্ষ মানুষ ৷ ভোররাত থেকেই শুরু হয়ে গিয়েছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউতে তাঁর বাসভবনে বসে ভোর 4টে থেকে নিজে এই পুণ্যস্নানের ব্যবস্থাপনা নজরদারি করছেন ৷
সরকারি সূত্রে খবর, বুধবার মাঘী পূর্ণিমায় ভোর 6টা পর্যন্ত 73 লক্ষ মানুষ সঙ্গমে স্নান করেছেন ৷ এই পূর্ণিমার স্নানের সঙ্গে শেষ হবে এক মাস ব্যাপী কল্পবাস ৷ মাঘী পূর্ণিমায় সঙ্গম স্নানের পর প্রায় 10 লক্ষ কল্পবাসী মহকুম্ভ থেকে চলে যাবেন ৷ প্রশাসন তাঁদের ট্রাফিকের নিয়মকানুন মেনে চলতে অনুরোধ জানিয়েছেন ৷ তাঁরা যেন শুধুমাত্র কর্তৃপক্ষের অনুমোদিত পার্কিং স্থলগুলিই ব্যবহার করেন, জানিয়েছে প্রশাসন ৷

উত্তরপ্রদেশ সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, ভোর 6টা পর্যন্ত 73.60 লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গম এবং মহাকুম্ভের অন্যান্য ঘাটগুলিতে স্নান সেরেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন প্রায় 10 লক্ষ কল্পবাসীও ৷
পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার, মুখ্যসচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ এবং মুখ্য়মন্ত্রীর সচিবালয়ের অন্য উচ্চাধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মহাকুম্ভের পরিস্থিতির দিকে নজর রাখছেন ৷
কুম্ভের এসএসপি রাজেশ দ্বিবেদী বলেন, "পুণ্যার্থীদের বিপুল ভিড়ে কোনও সমস্যা হচ্ছে না ৷ যে পয়েন্টগুলিতে ভিড় বেশি হবে, সেই জায়গাগুলিতে আমরা খেয়াল রাখছি ৷ এর আগে বসন্ত পঞ্চমীর সময়েও আমরা অনেক বিস্তারিত আয়োজন করেছিলাম ৷ এবার সেই আয়োজন বদলে আরও পরিবর্ধিত করা হয়েছে ৷"

আজকের এই পুণ্যস্নানে নিরাপত্তার দিকটি নিয়ে পুলিশের অন্যতম শীর্ষ কর্তা বলেন, "ভিড়ের জায়গাগুলিতে আরও বেশি করে লোক নিয়োগ করা হয়েছে ৷ পাশাপাশি আমরা সবাইকে তাঁদের যাতায়াত মসৃণ করার কথা জানাচ্ছি ৷" এই পূর্ণিমায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

একই ভাবে গঙ্গাসাগর মেলার পর রাজ্যের গঙ্গাসাগরেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা ৷ মাঘী পূর্ণিমার সকাল থেকে শুরু হয়েছে পুণ্যস্নান ৷ স্নানের পর ভক্তরা পুজো দিচ্ছেন কপিল মুনির আশ্রমে ৷ 1 ও 5, এবং 6 নম্বর স্নানের ঘাটে চলছে পুণ্যস্নান ৷
সাগরের বিডিও কানাইয়া কুমার রায় বলেন, "যাত্রীদের থাকার জন্য কচুবেড়িয়া ও মেলা প্রাঙ্গণে দু’টি যাত্রী শেড তৈরি করা হচ্ছে ৷" সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "যাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ৷ যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে ৷ এ বিষয়ে এক পুণ্যার্থী কৃষ্ণা দেবনাথ বলেন, "মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে বহু মানুষ ৷ প্রয়াগরাজে কুম্ভ মেলার স্নান চলছে ৷ কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে আমরা সেখানে যাইনি ৷ এখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো ৷"